For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE কর্ণাটকে আস্থা ভোটে জয় ইয়েদুরাপ্পার, পদত্যাগ স্পিকারের

কর্ণাটকে আজ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা বিজেপির। মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবার শপথ নিয়ে ফেলেছেন বিএস ইয়েদুরাপ্পা।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকে আজ সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের পালা বিজেপির। মুখ্যমন্ত্রী হিসাবে চতুর্থবার শপথ নিয়ে ফেলেছেন বিএস ইয়েদুরাপ্পা। এবার তাঁকে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে হবে। ১৪ মাস আগে বিধানসভা ভোটে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এককভাবে দল হিসাবে সবচেয়ে বেশি আসন পেয়েছিল বিজেপি। তবে কংগ্রেস-জেডিএস জোট বেঁধে ফেলায় শপথ নিয়েও সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারেননি বিএস ইয়েদুরাপ্পা। এবারও একই পরিস্থিতি তৈরি হয়েছে। তিনি একদিকে যেমন মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন, তেমনই একইভাবে কর্ণাটকের রাজ্য রাজনীতিতে তুমুল ডামাডোল চলছে। ফলে এদিনের পর দক্ষিণের রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি কোনদিকে গড়ায় সেটাই এখন দেখার।

কর্ণাটকে আজ আস্থা ভোটে নামছেন ইয়েদুরাপ্পা

Newest First Oldest First
1:15 PM, 29 Jul

আস্থা ভোট সম্পন্ন হওয়ার পর পদত্যাগ করলেন কর্ণাটকের স্পিকার কেআর রমেশ।
11:50 AM, 29 Jul

আস্থা ভোটে জিতলেন বিএস ইয়েদুরাপ্পা।
11:49 AM, 29 Jul

১৪ মাস সরকার চালিয়েছি। কী করেছি তার রেকর্ড রয়েছে। বিজেপিকে জবাবদিগি করতে যাব না। বললেন কুমারস্বামী। তাঁর বক্তব্য, যা হয়েছে মানুষ দেখেছে। স্পিকার কোনও ভুল করেননি বিদ্রোহীদের বাতিল করে। তাঁদের রাস্তায় টেনে নামিয়েছে বিজেপি।
11:46 AM, 29 Jul

বিএস ইয়েদুরাপ্পা কোনওদিন মানুষের ভোটে জিতে মুখ্যমন্ত্রী হননি। আস্থা ভোটের আগে তোপ সিদ্দারামাইয়ার।
11:06 AM, 29 Jul

আস্থা ভোটে অংশ নিতে কর্ণাটক বিধানসভায় এসে পৌঁছলেন বিএস ইয়েদুরাপ্পা।
11:05 AM, 29 Jul

বিদ্রোহী বিধায়কদের একাংশ এদিন বেঙ্গালুরুতে ফিরে এসেছেন।
11:04 AM, 29 Jul

সংখ্যাগরিষ্ঠতা প্রমাণের আগে বেঙ্গালুরুর মন্দিরে পুজো দিলেন বিএস ইয়েদুরাপ্পা।
9:48 AM, 29 Jul

সবমিলিয়ে মোট ১৭ জন বিধায়ক সরে যাওয়ায় বিজেপির পক্ষে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ সহজ হবে। কারণ একজন মনোনীত সদস্য ধরলে কর্ণাটক বিধানসভায় সদস্য সংখ্যা মোট ২২৫ জন। ১৭ জন বাদ দিলে দাঁড়ায় ২০৮ জনে। এবং সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে চাই ১০৪টি ভোট। সেখানে বিজেপির রয়েছে ১০৫টি ভোট। একজন নির্দলও বিজেপির পাশে রয়েছে। ফলে বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে বিজেপির কোনও অসুবিধা হবে না। এমনটাই মনে করা হচ্ছে।
9:46 AM, 29 Jul

বৃহস্পতিবার ৩ জনকে বিধায়ক পদ থেকে বহিষ্কার করার পরে রবিবার ১৪ জনকে বিধায়ককে বহিষ্কার করেছেন স্পিকার কেআর রমেশ।
9:42 AM, 29 Jul

আস্থা ভোট প্রমাণে এদিন নামছে বিজেপি। ১০৫ জন বিধায়ককেই বিধানসভায় উপস্থিত থাকতে হুইপ জারি করেছে গেরুয়া শিবির।

English summary
LIVE : BS Yeddiurappa to face floor test today in Karnataka assembly, get all the updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X