(ছবি) একনজরে দেখে নিন সোমবার থেকে কোন কোন জিনিসের দাম বাড়ছে
নয়াদিল্লি, ৩১ মে : আজ মধ্যরাত থেকে নিম্নবিত্ত ও মধ্যবিত্ত মানুষদের অস্বস্তি বাড়িয়ে বেশ কিছু জিনিসের মূল্য বাড়তে চলেছে। আগামিকাল থেকে মোবাইলের খরচ, বাইরে খাওয়াদাওয়া, ঘোরার খরচ অনেকটাই বাড়তে চলেছে।
এর আগে এইসব খাতে সার্ভিস ট্যাক্স ছিল ১২.৩৬ শতাংশ। তবে এবারের বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি তা বাড়িয়ে ১৪ শতাংশ করে দিয়েছেন। একইসঙ্গে শিক্ষাক্ষেত্রে সেস-ও বাড়ানো হয়েছে।
এসব ছাড়াও আর কোন কোন ক্ষেত্রে আগামিকাল থেকে সার্ভিস ট্যাক্স বাড়তে চলেছে তা একঝলকে দেখে নিন নিচের স্লাইডে ক্লিক করে।

মোবাইল
আগামিকাল থেকে মোবাইলের খরচ অনেকটাই বাড়তে চলেছে।

বাইরের খাবার
সোমবার থেকে হোটেল বা রেস্তরাঁয় খাওয়ার ক্ষেত্রে ১৪ শতাংশ সার্ভিস ট্যাক্স দিতে হবে।

ভ্রমণ
এক্ষেত্রেও আগামিকাল থেকে বেশি কড়ি গুনতে হবে।

দূরপাল্লার যাত্রা ও পণ্য পরিবহণ
দূরপাল্লার যাত্রা ও পণ্য পরিবহণের ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়নি। ০.৫ শতাংশ হারে এসি কামরার ও পণ্য পরিবহণে ভাড়া বাড়তে চলেছে রেলের।

বিমান ভাড়া
বিমান ভাড়াও কিছুটা বাড়ছে সোমবার থেকে।

ব্যাঙ্ক
এর আগে নানা খাতে সার্ভিস ট্যাক্স ছিল ১২.৩৬ শতাংশ। তবে এবারের বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলি তা বাড়িয়ে ১৪ শতাংশ করে দিয়েছেন।

ইনশিওরেন্স
ইনশিওরেন্সেও এর প্রভাব পড়তে চলেছে।

স্থাপত্যশিল্প
স্থাপত্যশিল্পে খরচ বাড়ছে।

নির্মাণশিল্প
বাড়িঘর তৈরিতেও বেশি টাকা গুনতে হবে কাল থেকে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন দিতে বা তৈরিতেও টাকা বেশি খরচ হবে।

ক্রেডিট কার্ড
এক্ষেত্রেও সার্ভিস ট্যাক্স বেশি দিতে হবে।