For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জিএসটিতে কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন একনজরে

২৮ শতাংশের সর্বোচ্চ জিএসটি স্ল্যাব শুধুমাত্র বিলাবহুল পণ্যের ওপরেই ধার্য করা হবে। ১৮ শতাংশের স্ল্যাব থেকে ৪টি পণ্যকে সিয়ে ফেলা হয়েছে। একটিতে ৫ শতাংশের স্ল্যাবে ও তিনটিকে ১২ শতাংশের স্ল্যাবে আনা হল।

  • |
Google Oneindia Bengali News

২৮ শতাংশের সর্বোচ্চ জিএসটি স্ল্যাব শুধুমাত্র বিলাবহুল পণ্যের ওপরেই ধার্য করা হবে। ১৮ শতাংশের স্ল্যাব থেকে ৪টি পণ্যকে সিয়ে ফেলা হয়েছে। একটিতে ৫ শতাংশের স্ল্যাবে ও তিনটিকে ১২ শতাংশের স্ল্যাবে নামিয়ে আনা হয়েছে। ২৮ শতাংশের স্ল্যাবে যে জিনিস রয়েছে তা সাধারণ মানুষকে কোনওভাবে প্রভাবিত করবে না বলেই দাবি করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি।

জিএসটিতে কোন কোন জিনিসের দাম কমল, দেখে নিন একনজরে

সবমিলিয়ে জিএসটি দামে পরিবর্তন রাজস্বে ৫৫০০ কোটি টাকার চাপ তৈরি করবে বলেও কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন। নতুন দাম ২০১৯ সালের ১ জানুয়ারি থেকে ধার্য হতে চলেছে বলেই জানানো হয়েছে।

যে যে জিনিসের দাম কমল

কম্পিউটার মনিটর ও টেলিভিশন স্ক্রিন।

যানবাহনের টায়ার।

লিথিয়াম ব্যাটারির পাওয়ার ব্যাঙ্ক।

শারীরিক বিকলাঙ্গদের নানা সামগ্রী ৫ শতাংশ কর কমল।

১০০ টাকা পর্যন্ত সিনেমার টিকিটে ১২ শতাংশ ও তার বেশি টিকিটে জিএসটি ২৮ থেকে কমে হল ১৮ শতাংশ।

জনধন অ্যাকাউন্টের সমল্ত পরিষেবা জিএসটির বাইরে আনা হল।

English summary
List of items set to get cheaper after GST Council announcements
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X