For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা যুদ্ধে নয়া আশার আলো, শুরু হয়ে গেল ভারত বায়োটেকের ন্যাজাল টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

শুরু হয়ে গেল ভারত বায়োটেকের ন্যাজাল টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

  • |
Google Oneindia Bengali News

ইতিমধ্যেই দ্রুত টিকাকরণের দৌড়ে বিশ্বের একাধিক তাবড় তাবড় দেশকে পিছনে ফেলে দিয়েছে ভারত। করোনা যুদ্ধে রোজই নতুন করে আশা দেখাচ্ছে অক্সফোর্ডের কোভিশিল্ড ও ভারত বায়োটেকের কোভ্যাক্সিন। এদিকে সাধারণ করোনা টিকার পাশাপাশি ন্যাজাল ভ্যাকসিন নিয়েও গোটা বিশ্বজুড়ে জোরদার গবেষণা শুরু হয় গত বছর থেকেই। এমনকী সেই পথে অনেকটাই এগিয়ে যায় ভারত বায়োটেক। মার্কিন ফার্মা ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের সঙ্গে চুক্তিও সেরেছে ভারত বায়োটেক।

করোনা যুদ্ধে নয়া আশার আলো, শুরু হয়ে গেল ভারত বায়োটেকের ন্যাজাল টিকার ক্লিনিক্যাল ট্রায়াল

এবার সেই ন্যাজাল টিকার ক্লিনিক্যাল ট্রায়াল শুরু হল হায়দরাবাদে। এদিন ১০ জন স্বেচ্ছাসেবককে এই ন্যাজাল করোনা টিকা দেওয়া হয় বলে খবর। হায়দারবাদের পর শীঘ্রই পাটনায় এই টিকার প্রথম পর্বের ক্লিনিক্যাল ট্রায়াল চালানো হবে বলেও জানা যাচ্ছে। তারপরেই তালিকায় রয়েছে চেন্নাই, নাগপুর। সূত্রের খবর, প্রথম ধাপে মোট ১৭৫ জন স্বেচ্ছাসেবকে ভারত বায়োটেকের তৈরি এই ন্যাজাল ভ্যাকসিন দেওয়া হবে।

এদিকে মার্কিন সংস্থার সঙ্গে চুক্তি অনুযায়ী এই ন্যাজাল ভ্যাকসিনের ১০০ কোটি ডোজ তৈরির পরিকল্পনা করেছে এই টিকা নির্মাতা সংস্থা। চুক্তিমাফিক হায়দরাবাদের ওয়ার্কশপেও এই ভ্যাকসিনের বিপুল পরিমাণে উৎপাদন শুরু হয়ে যাবে বলে জানা যাচ্ছে। একইসাথে আমেরিকা, ইউরোপ ও জাপান ছাড়া বিশ্বের যে কোনও দেশেই কোভিড প্রতিরোধী এই ইন্ট্রান্যাজাল ভ্যাকসিনের বিপুল উৎপাদন ও বিতরণের ছাড়পত্র পেয়েছে হায়দরাবাদের এই ভ্যাকসিন নির্মাতা সংস্থা। এমতাবস্থায ট্রায়াল রিপোর্টের ফলাফল কী দাঁড়ায় সেদিকেই তাকিয়ে গোটা দেশ।

English summary
clinical trial of Bharat Biotech's Nasal vaccine has started in Hyderabad
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X