For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হাততালি ও মোমবাতির আলো পদক্ষেপে পরিণত করুক দেশবাসী, আর্জি স্বাস্থ্য মন্ত্রকের

হাততালি ও মোমবাতির আলো পদক্ষেপে পরিণত করুক দেশবাসী, আর্জি স্বাস্থ্য মন্ত্রকের

Google Oneindia Bengali News

অদেখা শত্রু করোনা ভাইরাসের সঙ্গে লড়াই করে চলেছে দেশবাসী। করোনা সংক্রমণ যাতে মানুষকে ছুঁতেও না পারে তার জন্য ২১ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে এ দেশে। তবে দেশকে সুস্থ রাখতে নিজেদের জীবন বিপন্ন করে সামনে এগিয়ে এসে যাঁরা পরিষেবা দিচ্ছেন, দেশবাসীকে তাঁদেরকে সমর্থন করার কথা জানালো কেন্দ্র। সরকারের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে দেশের মানুষের হাততালি ও আলো দ্যুতি পদক্ষেপে পরিণত হোক।

চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের প্রতি ভালো ব্যবহার

চিকিৎসক–স্বাস্থ্যকর্মীদের প্রতি ভালো ব্যবহার

স্বাস্থ্যসেবা কর্মীদের প্রতি কৃতজ্ঞতা ও সংহতি প্রদর্শনের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আহ্বানের বিষয়ে জাতির প্রতিক্রিয়া উল্লেখ করে স্বাস্থ্য মন্ত্রকের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন যে জানালা এবং বারান্দাগুলি থেকে দেশবাসীর যে প্রশংসা প্রকাশ পেয়েছে, তা ওইসব কর্মীদের প্রতি ভালো ব্যবহার ও সহমর্মিতায় পরিণত হোক।

একটা অপ্রীতিকর ঘটনাও হতাশ করে চিকিৎসকদের

একটা অপ্রীতিকর ঘটনাও হতাশ করে চিকিৎসকদের

শুক্রবার স্বাস্থ্য মন্ত্রকের যুগ্ম সচিব লভ আগরওয়াল বলেন, ‘‌দয়া করে আপনাদের হাততালি ও আলোগুলিকে পদক্ষেপে পরিণত করুন। এমনকী চিকিৎসকদরে প্রতি দুর্ব্যবহার বা খারাপ আচরণের একটি ঘটনাও সামনে আসে তবে এই মারণ রোগের বিরুদ্ধে যাঁরা লড়ছেন তাঁদের হতাশ করে তোলে।'‌ ভারতে স্বাস্থ্য কর্মীদের বিভিন্ন সময়ে হামলা ও দুর্ব্যবহারের মুখোমুখি হতে হয়েছে। তা কখনও বা চিকিৎসার সময় আবার কখনও বা কোভিড-১৯-এর নমুনা সংগ্রহ করতে গিয়ে।

করোনার উপসর্গ দেখা দিলে তা সরকারকে জানান

করোনার উপসর্গ দেখা দিলে তা সরকারকে জানান

করোনা ভাইরাস নিয়ে মানুষের মধ্যে অযাচিত আতঙ্ক প্রসঙ্গ স্বাস্থ্য সচিব বলেন, ‘‌দয়া করে বেড়িয়ে আসুন এবম নোভেল করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে তা জানান আমাদের। আপনাদের যথাযথ চিকিৎসা ও যত্ন নেওয়ার দায়িত্ব আমাদের। দয়া করে নিজেদের সাহায্য করার জন্যই আমাদের সহায়তা করুন। করোনা ভাইরাসের বিরুদ্ধে একা লড়াই সম্ভব নয়, এটা এক হয়ে লড়াইয়ের সময়।'‌ স্বাস্থ্য মন্ত্রক অনুযায়ী ভারতে নতুন কোভিড-১৯-এর সংখ্যা ৬৭৮ এবং গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩ জনের। দেশে মোট করোনা সংক্রমণের সংখ্যা ৬,৪১২ ও ১৯৯ জনের মৃত্যু।

English summary
A senior health ministry official said that the appreciation expressed by the nation from windows and balconies should also be translated into good behaviour and empathy towards the frontline workers.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X