For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের কাশ্মীরে সেনা ছাউনিতে হামলার ছক কষছে লস্কর জঙ্গিরা

ফের টার্গেট কাশ্মীর‌। ৩৭০ ধরারা বাতিলের পর থেকে কাশ্মীরে দাঁত ফোটাতে পারছে না জঙ্গিরা। নিরাপত্তার এতোটাই কড়াকড়ি যে অনুপ্রবেশ পর্যন্ত করতে পারছে না তারা।

Google Oneindia Bengali News

ফের টার্গেট কাশ্মীর‌। ৩৭০ ধরারা বাতিলের পর থেকে কাশ্মীরে দাঁত ফোটাতে পারছে না জঙ্গিরা। নিরাপত্তার এতোটাই কড়াকড়ি যে অনুপ্রবেশ পর্যন্ত করতে পারছে না তারা। এরই মধ্যে গোয়েন্দারা খবর পেয়েছেন কাশ্মীরের সেনা ছাউনিতে হামলার ছক কষেছে লষ্কর জঙ্গিরা।

সেনা ছাউনিতে হামলার ছক

সেনা ছাউনিতে হামলার ছক

কাশ্মীরের সাম্বা জেলার বারি ব্রাহামানা সেনা ক্যাম্পে এবং জম্মুর সুজান ও কালুচক ছাউনিতে হামলার পরিকল্পনায় রয়েছে লষ্কর‌। সোপিয়ান দিয়ে অনুপ্রবেশ করে এই তিন সেনা ছাউনিকে টার্গেট করার ছকর কষেছে তারা। প্রায় ৫০ জন জঙ্গি সীমান্তে নিয়ন্ত্রণ রেখা বরাবর ওত পেরে রয়েছে। সুযোগ পেলেই ঢুকে পড়বে ভারতে। গুলমার্গে দুই পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতার করার পর তাঁদের জেরা করে এই তথ্য উদ্ধার করেছে পুলিস।

অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে জঙ্গিরা

অনুপ্রবেশের অপেক্ষায় রয়েছে জঙ্গিরা

কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের প্রতিবাদে পাক প্রধানমন্ত্রী ইমরান খান রীতিমত হুশিয়ারি দিয়ে বলেছিলেন, পুলওয়ামার মতো হামলা হবে। তারপর থেকে পাক সেনারা যে ভারতের বিরুদ্ধে জঙ্গিদের মদত দিতে শুরু করেছে গোয়েন্দারা সেখবর আগেই জানিয়েছিল। সূত্রের খবর জঙ্গি ভারতে অনুপ্রবেশে সাহাস্য করার জন্য সীমান্তে একাধিক লঞ্চপ্যাড ব্যবহার করছে পাক সেনা। জোলি, বারগি, নিউ বাথলা লঞ্চপ্যাডে ব্যবহার করছে পাক সেনা। সূত্রের খবর জঙ্গিরা কচরবান লঞ্চপ্যাডে আত্মগোপন করে রয়েছে।

জঙ্গি অনুপ্রবেশে সহযোগিতা আইএসআইয়ের

জঙ্গি অনুপ্রবেশে সহযোগিতা আইএসআইয়ের

ভারতে জঙ্গিদের অনুপ্রবেশ করাতে সাহায্য করছে পাক গুপ্তচর সংস্থা আইএসআই। সূত্রের খবর, কাশ্মীরে জঙ্গি সংগঠন গুলিকে উপত্যকার একাধিক স্থানে নাশকতা চালানোর নির্দেশ দিয়েছে আইএসআই। উপত্যকায় অশান্তি ছড়িয়ে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে উস্কানোই আইএসআইয়ের মূল উদ্দ্যেশ্য বলে জানিয়েছে জঙ্গিরা।

ডোভালের ইঙ্গিত

ডোভালের ইঙ্গিত

কয়েকদিন আগেই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জানিয়েছিলেন কাশ্মীরের স্বাভাবিক হওয়া নির্ভর করছে পাকিস্তানের আচরণের উপর‌। পাকিস্তান অশান্তি ছড়ানোর প্রচেষ্টা বন্ধ করলেই কাশ্মীর থেকে নিয়ন্ত্রণ তুলে নেওয়া হবে বলে জানিয়েছিলেন তিনি। তাঁর এই বক্তব্য সেই দিকেই ইঙ্গিত করছে বলে দাবি করা হয়েছে।

<strong>[আরও পড়ুন; পাকিস্তানে গোপনে জেল থেকে বের করা হল জঙ্গি নেতা মাসুদকে! চরম চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা রিপোর্টে ]</strong>[আরও পড়ুন; পাকিস্তানে গোপনে জেল থেকে বের করা হল জঙ্গি নেতা মাসুদকে! চরম চাঞ্চল্যকর তথ্য গোয়েন্দা রিপোর্টে ]

[আরও পড়ুন: প্রতিবেশী রাজ্যে লাগু নতুন আইন! ট্রাক চালককে সর্বোচ্চ ৮৬,৫০০ টাকার জরিমানা][আরও পড়ুন: প্রতিবেশী রাজ্যে লাগু নতুন আইন! ট্রাক চালককে সর্বোচ্চ ৮৬,৫০০ টাকার জরিমানা]

English summary
LeT is planning to carry out attacks on Army Camps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X