For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের মুখ্য বিচারপতিকে চিঠি বিচারপতি চেলারামেশ্বরের, নতুন অশান্তির প্রমাদ গুনছে সুপ্রিমকোর্ট

সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি জে চেলারামেশ্বর নতুন করে চিঠি দিয়েছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে।

  • |
Google Oneindia Bengali News

এবছরের শুরুতেই বিচারব্যবস্থায় অচলাবস্থা ও সরকারি হস্তক্ষেপের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের চার বিচারপতি সাংবাদিক সম্মেলনে একাধিক অভিযোগ করে হইচই বাঁধিয়েছিলেন। তাঁদের মধ্যেই একজন হলেন সুপ্রিম কোর্টের সবচেয়ে সিনিয়র বিচারপতি জে চেলারামেশ্বর। তিনি নতুন করে চিঠি দিয়েছেন মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে।

ফের মুখ্য বিচারপতিকে চিঠি বিচারপতি চেলারামেশ্বরের, নতুন অশান্তির প্রমাদ গুনছে সুপ্রিমকোর্ট

চেলারামেশ্বর সর্বোচ্চ আদালতের বিচারপতিদের এক জায়গায় করে হাইকোর্টে বিচারপতি নিয়োগে সরকারি হস্তক্ষেপের বিষয়টি আলোচনা করতে চেয়ে চিঠি দিয়েছেন। যদিও এই চিঠির উত্তর বিচারপতি মিশ্র এখনও দেননি। এই ইস্যুতে ফের জট পাকতে পারে বলে মনে করা হচ্ছে।

এই চিঠির কপি সুপ্রিম কোর্টের বাকী ২২জন বিচারপতিদের হাতেও তুলে দেওয়া হয়েছে। এর আগে চার বিচারপতি রঞ্জন গগৈ, মদন লোকুর, ক্যুরিয়ন জোসেফ ও জে চেলারামেশ্বর ১২ জানুয়ারি বিতর্কিত সাংবাদিক সম্মেলন করে একাধিক অভিযোগ আনেন।

চেলারামেশ্বর চিঠিতে বলেছেন, কেন্দ্র সরকার সুপ্রিম কোর্টের কলেজিয়ামের সুপারিশকে মান্যতা না দিয়ে হাইকোর্টে বিচারপতি নিয়োগ করছে। সেখানে যোগ্য ব্যক্তির চেয়ে কাছের লোক প্রাধান্য পাচ্ছেন। যার ফলে বিচারব্যবস্থার স্বাধীনতা নষ্ট হচ্ছে।

এদিকে কংগ্রেসের নেতৃত্বে বিরোধীদের একটা অংশ মুখ্য বিচারপতি দীপক মিশ্রকে সরাতে ইমপিচমেন্ট মোশন আনার তোড়জোড় করছে। সই সংগ্রহ শুরু হয়েছে। এই অবস্থায় চেলারামেশ্বরের চিঠি নতুন বিবাদ তৈরির ইন্ধন জোগাড় করল বলেই মনে করা হচ্ছে।

English summary
Let full court discuss Government interference, Justice Chelameswar writes letter to CJI Dipak Misra
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X