For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরের বিধানসভার আসন নিয়েও হল সিদ্ধান্ত! জানা গেল লোকসভার আসন সংখ্যাও

কেন্দ্রের বিজেপি সরকারের নতুন পদক্ষেপে জম্মু ও কাশ্মীর হচ্ছে কেন্দ্রশাসিত। আর রাজ্যপালের জায়গায় থাকবেন লেফটেন্যান্ট গভর্নর। বিধানসভার আসনের সংখ্যাহবে ১০৭। আর ডিলিমেটেশনের পর যা বেড়ে হবে ১১৪।

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের বিজেপি সরকারের নতুন পদক্ষেপে জম্মু ও কাশ্মীর হচ্ছে কেন্দ্রশাসিত অঞ্চল। আর রাজ্যপালের জায়গায় থাকবেন লেফটেন্যান্ট গভর্নর। বিধানসভার আসনের সংখ্যা হবে ১০৭। আর ডিলিমেটেশনের পর যা বেড়ে হবে ১১৪টি। সোমবার রাজ্যসভা ১২৫-৬১ ভোটে জম্মু ও কাশ্মীর দ্বিখণ্ডিত করার প্রস্তাব পাশ করেছে।

বর্তমান বিধানসভার আসন সংখ্যা

বর্তমান বিধানসভার আসন সংখ্যা

বর্তমানে জম্মু ও কাশ্মীর বিধানসভার আসন সংখ্যা ৮৭। এর সঙ্গে রয়েছে লাদাখের ৪ টি আসন। নতুন ব্যবস্থায় তা বাদ হয়ে যাবে। লাদাখ বর্তমানে কেন্দ্র শাসিত অঞ্চলে পরিণত হয়েছে। সেখানে কোনও বিধানসভা থাকছে না। অন্যদিকে পাক অধিকৃত কাশ্মীরের ২৪ টি আসন আগের মতোই ফাঁকা থেকে যাচ্ছে।

ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা

ভবিষ্যতে বিধানসভার আসন সংখ্যা

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জম্মু ও কাশ্মীর রিঅর্গানাইজেশন বিল পাশ করতে গিয়ে জানিয়েছেন, নতুন জম্মু ও কাশ্মীর বিধানসভার আসন সংখ্যা ১০৭ থেকে বাড়িয়ে ১১৪ করা হবে। কেন্দ্রগুলির ডিলিমিটেশনের বিষয়টি দেখবে নির্বাচন কমিশন। কেন্দ্রশাসিত লাদাখে থাকবে দুটি জেলা। কারগিল এবং লে।

কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে মন্ত্রিসভা থাকবে। জানা গিয়েছে সংসদে পেশ হওয়া বিল থেকে। বিধানসভার আসনের ১০ শতাংশ সদস্যকে নিয়ে মন্ত্রিসভা গঠনের প্রস্তাব রাখা হয়েছে সেখানে।

মুখ্যমন্ত্রী লেফটেন্যান্ট গভর্নরের পরামর্শে কাজ করবেন। অন্য রাজ্যের মতো বিধানসভার আসনে সংরক্ষণের ব্যবস্থাও থাকবে। তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষণের ব্যবস্থা সংবিধান উল্লেখ অনুযায়ী করা হবে। বিলে বলা হয়েছে লেফটেন্যান্ট গভর্নর দুই সদস্যকে মনোনীত করবেন।

লোকসভায় আসন সংখ্যা

লোকসভায় আসন সংখ্যা

বিলে বলা হয়েছে, কেন্দ্রশাসিত জম্মু ও কাশ্মীরে লোকসভায় ৫ টি আসন থাকবে। আর লাদাখের জন্য থাকবে একটি আসন।

English summary
Legislative Assembly of the Union Territory of Jammu and Kashmir shall be increased from 107 to 114. It also said that the Lok Sabha will have five seats from the UT of J-K, while Ladakh will have one seat.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X