
ভ্যাকসিন নিলেই লাকি ড্র-এ মিলনে LED টিভি, ফ্রিজ, অভিনব উদ্যোগ ভাতিন্দার হাসপাতালে
ভ্যাকসিন নেওয়ার বিষয়ে মানুষের আগ্রহ বাড়াতে দারুণ উদ্যোগ নিল পঞ্জাবের ভাতিন্দার একটি হাসপাতাল। কিশোরি রাম হাসপাতালে কোভিড ভ্যাকসিন নিতে এলেই মিলছে কুপন। যেখানে লাকি ড্রএর মাধ্যমে এলইডি টিভি, ফ্রিজ সহ অন্য অনেক পুরষ্কারই জিততে পারেন ভ্যাকসিন নেওয়া ব্যক্তিরা।

কারা দিচ্ছে এই পুরষ্কার?
সংবাদমাধ্যমের খবর নবজীবম ওয়েলফেয়ার সোসাইটির সাহায্যে এই হাসপাতালটিতে কোভিড রোগীদের দ্বিতীয় স্তরের চিকিৎসা দেওয়া হয়৷ এবার ফ্রি ভ্যাকসিনেশন শুরু করেছে হাসপাতালটি৷ আশেপাশের এলাকার মানুষের মধ্যে ভ্যাকসিন নিয়ে সচেতনতা ও আগ্রহ বাড়ানোর জন্য হাসপাতাল কর্তৃপক্ষই এই উদ্যোগের কথা ভাবেন। এই উদ্যোগের কথা সামনে আসার পর অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দেন। এলাকার একটি বড় সোনা দোকান রঞ্জিৎ জুয়েলার্সের লাকি ড্রয়ের জন্য পুরস্কার হিসেবে ৪৩ ইঞ্চির এলইডি টিভ ও একটি ফ্রিজ দেওয়ার কথা ঘোষণা করেছে৷
এই উদ্যোগ ভ্যাকসিনেশনের গতিকে কতটা বাড়িয়েছে?
হাসপাতালের চিকিৎসক ডক্টর ভিট্টল গুপ্তা জানিয়েছেন, '২৩ এ জুন থেকে ভ্যাকসিন নেওয়া ব্যক্তিদের ফ্রি গিফট দেওয়া হচ্ছে৷ এর পাশাপাশি লাকি ড্রয়ের কুপনও দেওয়া হচ্ছে। যেখানে দশজন পুরস্কার পাবেন৷ ৪ জুলাই এই লাকি ড্র এর ফল ঘোষণা হবে৷' এই উদ্যোগ এলাকাতে ভ্যাকসিনেশনের গতিকে বাড়িয়েছে, বুধবার প্রায় ১২১ জন মানুষ ভ্যাকসিন নিয়েছেন কিশোরি রাম হাসপাতালে এসে৷ এমনটাই জানিয়েছেন ডঃ গুপ্তা।
