For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরে আদৌও ফিরছে ৩৭০ ধারা? মোদী বৈঠকের আগে শেষ মূহূর্তের ঘুঁটি সাজাতে বৈঠকে গুপকার নেতারা

মঙ্গলবারই ঠিক হচ্ছে মোদী বৈঠকের চূড়ান্ত রণকৌশল? বৈঠকে কাশ্মীরের গুপকার নেতারা

  • |
Google Oneindia Bengali News

২৪ জুন বা আগামী বৃহস্পতিবার জম্মু–কাশ্মীরে মোদীর ডাকা সর্বদলীয় বৈঠক ঘরে ক্রমেই চড়ছে উত্তেজনা। এদিকে বৈঠক শুরুর আগে শেষ মূহূর্তের ঘুঁটি সাজাতে ব্যস্ত সবপক্ষই। দু-বছর আগে জম্মু–কাশ্মীরের বিশেষ মর্যাদা রদ করার পর এই প্রথম কেন্দ্রের তরফে শীর্ষস্থানীয় কোনও রাজনৈতিক বৈঠক হতে চলেছে। তাই তা নিয়ে রাজনৈতিক জল্পনা যে চরমে উঠবে তা বলাই বাহুল্য।

থাকতে পারেন কোন নেতা ?

থাকতে পারেন কোন নেতা ?

সূত্রের খবর, এই বৈঠকে কাশ্মীরের প্রায় সমস্ত দলের নেতাকেই আমন্ত্রণ জানানো হচ্ছে। থাকবেন পিপলস অ্যালায়েন্স ফর গুপকার ডিক্লারেশন (পিএডিজি)-র নেতারাও। প্রসঙ্গত উল্লেখ্য, ২০১৯ সালের অগস্ট মাসে জম্মু ও কাশ্মীর থেকে ৩৭০ ধারা বিলোপের পর তা ফিরিয়ে দেবার দাবিতে এককাট্টা হতে পারে উপত্যকার একাধিক রাজনৈতিক দল। তাদের হাত ধরেই তৈরি হয় এই গুপকার জোট।

 মঙ্গলবারই চূড়ান্ত সিদ্ধান্ত গুপকার জোটের

মঙ্গলবারই চূড়ান্ত সিদ্ধান্ত গুপকার জোটের

এই গুপকার জোটেই রয়েছে ন্যাশনাল কনফারেন্স এবং পিডিপি-র মতো দলও। এছড়াও রয়েছে আরও চার দল। কিন্তু বৃহঃষ্পতিবারের বৈঠকের আগে শেষ মূহূর্তের কৌশল ঠিক করতে মঙ্গলবারই একজোট হচ্ছে গুপকার নেতারা। মুখোমুখি হতে পারেন ন্যাশনাল কনফারেন্সের সভাপতি ফারুক আবদুল্লা, পিডিপি-র প্রধান মেহবুবা মুফতি। উপস্থিত থাকতে পারেব জম্মু-কাশ্মীর আপনি পার্টির আলতাফ বুখারি, পিপলস পার্টির সজ্জাদ লোনের মতো নেতারাও।

 উপস্থিত থাকতে পারে কংগ্রেস-বিজেপি নেতারাও

উপস্থিত থাকতে পারে কংগ্রেস-বিজেপি নেতারাও

অন্যদিকে ২৪-র বৈঠকে বিজেপি এবং কংগ্রেসের নেতারাও উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে। থাকতে পারেন সিপিআইএম নেতা ইউসুফ তারিগামি। একইসঙ্গে বৈঠকে দেখা যেতে পারে ফারুখ পুত্র ওমর আবদুল্লাকেও।প্রসঙ্গত উল্লেখ্য, মোদীর তরফে উপতক্যার প্রায় সমস্ত শীর্ষ নেতৃত্বকেই বৃহঃষ্পতিবারের বৈঠকে আমন্ত্রণ জানালেও তাদের যোগ দেওয়া নিয়ে একটা ধোঁয়াশা তৈরি হচ্ছিল। তবে মঙ্গলবারের গুপকার বৈঠকের পরেই ফরুখ সেই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন বলে জানান এক বরিষ্ঠ গুপকার নেতা।

 রবিবার বৈঠক সারে পিডিপিও

রবিবার বৈঠক সারে পিডিপিও

এদিকে বৈঠক নিয়ে কৌশল সাজাতে আগেই শুরু করে দিয়েছে পিডিপিও। পিডিপির রাজনৈতিক বিষয়ক কমিটি বা বলা ভালো সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা এই বিষয়ে রবিবার একটি বৈঠক করে। যাতে অংশ নেন দলের সভাপতি মেহবুবা মুফতিও। মনে রাখা ভালো ২০১৯ সালের অগাষ্টেস জম্মু-কাশ্মীরের বিশেষ মর্যাদা পুরোপুরি বাবে রদ করে কেন্দ্র। পাশাপাশি দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করার সিদ্ধান্ত নেওয়া হয়। তারপরেই ফের উত্তপ্ত হতে শুরে করে কেন্দ্র।

 শেষ ভোটে বড় জয় গুপকার জোটের

শেষ ভোটে বড় জয় গুপকার জোটের

পুরনো মর্যাদা ফিরিয়ে দেওয়ার জোরালো দাবি উঠতে থাকতে প্রায় সমস্ত রাজনৈতিক মহল থেকেও। সূত্রের খবর, জম্মু-কাশ্মীরকে ফের রাজ্যের মর্যাদা প্রদান সহ অন্যান্য রাজনৈতিক বিষয় নিয়েই আলোচনার সম্ভাবনা রয়েছে মোদীর আগামী সর্বদলীয় বৈঠকে। এদিকে শেষ ভোটে বিজেপি ৭৪টি আসন নিয়ে বড় শক্তি হিসাবে আত্মপ্রকা করলেও ৩৭০ ধারা ফেরনোরা দাবিকে সামনে রেখে মোদী বিরোধী আন্দোলন চালিয়ে গত বছরের ডিসেম্বরে উপত্যকায় জয় লাভ করে গুপকার জোট। তাই মোদী বৈঠকে গুপকার নেতারা ঠিক কী অবস্থান নেন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

English summary
final tactic of the Modi meeting on Tuesday? Leaders of Kashmir's Gupkar alliance at the meeting
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X