For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জননেতারা দেশের অংশভূক্ত, দলের নয় : মোদী

Google Oneindia Bengali News

জননেতারা দেশের অংশভূক্ত, দলের নয় : মোদী
নয়া দিল্লি, ৩১ অক্টোবর : সর্দার বল্লভ ভাই পটেলের রাজনৈতিক ঐতিহ্য নিয়ে কংগ্রেস-বিজেপি তরজাকে উস্কে বৃহস্পতিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী মনমোহন সিংকে ফের খোঁচা দিলেন নরেন্দ্র মোদী। বলেলন, সর্দার বল্লভ ভাই পটেল ধর্ণনিরপেক্ষ ছিলেন। সর্দার সাহেবের সেই ধর্মনিরপেক্ষতাই আমরা চাই। একইসঙ্গে নাম না করে প্রধানমন্ত্রীর উদ্দেশে মোদীর মন্তব্য, ধর্মনিরপেক্ষ হলেও মন্দির তৈরি করার ক্ষেত্র কেউ তাঁকে আটকাতে পারেনি। সর্দার পটেলের আদর্শে ধর্মনিরপেক্ষ রাজনীতি চাই,ভোট ব্যঙ্কের রাজনীতি চাই না বলেও মন্তব্য করেন তিনি।

প্রধানমন্ত্রী যথার্থই বলেছেন সর্দার পটেল সত্যিই ধর্মনিরপেক্ষ মানুষ ছিলেন : মোদী

মঙ্গলবারের এক অনুষ্ঠানে ''সর্দার প্যাটেল প্রথম প্রধানমন্ত্রী হলে অন্যরকম চেহারা হত'' ভারতের বলে মন্তব্য করেন। উত্তরে মনমোহন জানিয়েছিলেন সর্দার পটেল বরাবর ধর্মনিরপেক্ষ মনোভাব নিয়ে চলেছেন। দেশের অখণ্ডতার জন্য লড়াই করেছেন। তিনি যে কংগ্রেসের নেতা ছিলেন আমিও সেই দলে থাকতে পেরে গর্ব অনুভব করছি বলেও মন্তব্য করেন মনমোহন। এদিন সর্দার বল্লভভাই পটেলের 'ঐক্যমূর্তি'-র ভিত্তিপ্রস্থর স্থাপন অনুষ্ঠানে এসে প্রধানমন্ত্রীর সেই বাক্যগুলির এক একটার জবাব কটাক্ষের ঢঙে দিয়েছেন মোদী। বলেছেন, সর্দার পটেলকে ধর্মনিরপেক্ষ বলায় আমি প্রধানমন্ত্রীর কাছে কৃতজ্ঞ। উনি যা বলেছেন ঠিকই বলেছেন। আমি ওঁনার সঙ্গে সহমত পোষণ করি। কিন্তু সর্দার পটেলের মতো নেতাকে কোনও একটি দলের সঙ্গে যুক্ত দেখানোটা ঠিক নয়। নেতারা কোনও নির্দিষ্ট দলের হন না, তাঁরা দেশের অংশভুক্ত হন।

এদিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন উপপ্রধানমন্ত্রী লালকৃষ্ণ আদবানী। সারদা সরোবর বাঁধের কাছে কেভেডিয়া কলোনির সাধুবেতে এদিন অনুষ্ঠানটি হয়। এদিন সারদা সরোবর বাঁধ নিয়েও কেন্দ্রকে বিঁধেছেন মোদী। তিনি বলেন, গুজরাত ও রাজস্থানে জলের প্রয়োজন অধিক। মধ্যপ্রদেশের প্রয়োজন বিদ্যুৎ। আমি কৃতিত্ব চাই না। আমাদের কৃষকদের জন্য বাঁধের কাজ শেষ করার অনুমতি দিন। কেন্দ্র যে সারদা সরোবর বাঁধ নির্মানে অনুমতি দিচ্ছে না নিজের বক্তব্যে তা নিয়ে পরোক্ষ অভিযোগও তোলেন মোদী।

English summary
Leaders don't belong to any party, they belong to the country : Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X