For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিচারপতির বাড়িতে হানা, সিবিআই-এর বিরুদ্ধে মামলা ওড়িশা পুলিশের

সিবিআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করল ওড়িশা পুলিশ। ভুল তথ্যের ভিত্তিতে ওড়িশা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাসের সরকারি বাসভবনে ঢুকতে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। এরপরেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের

  • By Oneindiastaff
  • |
Google Oneindia Bengali News

সিবিআই-এর বিরুদ্ধে মামলা দায়ের করল ওড়িশা পুলিশ। ভুল তথ্যের ভিত্তিতে ওড়িশা হাইকোর্টের বিচারপতি চিত্তরঞ্জন দাসের সরকারি বাসভবনে ঢুকতে গিয়েছিলেন সিবিআই অফিসাররা। এরপরেই তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

সিবিআই-এর বিরুদ্ধে মামলা ওড়িশা পুলিশের, বিস্তারিত জেনে নিন

মঙ্গলবার ওড়িশার হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি ইশরত মাসরুর কুডুসি এবং অপর সাতজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করে সিবিআই। লখনৌ-এ কালো তালিকাভুক্ত মেডিক্যাল কলেজ নিয়ে তাঁর বিরুদ্ধে অপরাধমূলক ষড়যন্ত্রের অভিযোগ করেছে সিবিআই।

কটক ক্যান্টমেন্ট রোডে যে সরকারি বাসভবনে বিচারপতি চিত্তরঞ্জন দাস থাকেন সেই বাড়িতেই আগে থাকতেন ওড়িশা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ইশরত মাসরুর কুডুসি। কটকে বিচারপতির বাসভবন ছাড়াও, ভুবনেশ্বরের কানন বিহার রেসিডেন্স এবং দিল্লির গ্রেটার কৈলাশেও হানা দেন সিবিআই আধিকারিকরা।
কটক ক্যান্টমেন্ট রোডে বর্তমান বিচারপতির বাসভবনে বলপূর্বক ঢুকতে বাধা পান সিবিআই আধিকারিকরা। টহলরত পুলিশভ্যান তাদেরকে তুলে নিয়ে যায়। পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পর সিবিআই আধিকারিকদের ছেড়েও দেয় ওড়িশা পুলিশ।
এরপরেই ওড়িশার হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি ভিনীত সরণের আদেশে সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে অপরাধমূলক অপরাধের মামলা দায়ের করে ওড়িশা পুলিশ।

সূত্রের খবর, বুধবার বিচারপতি চিত্তরঞ্জন দাস কোনও মামলা না শুনলেও, আদালতে জানান, সিবিআই আধিকারিকরা তাঁর সরকারি বাসভবনে ঢোকার চেষ্টা করেছিল। ঘটনার প্রতিবাদে কর্মবিরতি পালন করে ওড়িশা হাইকোর্টের বার অ্যাসোসিয়েশন। পরে অ্যাসোসিয়েসনের তরফ থেকে জরুরি বৈঠকও ডাকা হয়। আইনজীবীরা সিবিআই-এর এই কাজকে অসামাজিক কাজকর্ম এবং গুণ্ডামির সঙ্গে তুলনা করেছেন। একইসঙ্গে ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি করেছেন। অভিযুক্ত সিবিআই আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিরও দাবি করা হয়েছে।

যদিও সিবিআই-এর তরফ থেকে বিচারপতির সরকারি বাসভবনে ঢোকার কথা অস্বীকার করা হয়েছে। তবে বাসভবনের গেটের সামনে তারা গিয়েছিলেন বলে জানানো হয়েছে।

English summary
Odisha police book CBI officials after mistaken raid on HC judge's residence. the Odisha HC Bar Association, which described the incident as an 'anti-social display of hooliganism and vulgarism', struck work on Wednesday as a mark of protest.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X