For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

১২ মে : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

১৩ মে : সারাদিনের খবর একনজরে

রাত ৮ টা ৩৫ মিনিট :

রাত ৮ টা ২২ মিনিট :

রাত ৮ টা ১০ মিনিট :

সন্ধ্যা ৭ টা ৫৩ মিনিট :

সন্ধ্যা ৭ টা ৪৫ মিনিট :

সন্ধ্যা ৭ টা ৩৫ মিনিট :

সন্ধ্যা ৭ টা ২৫ মিনিট :

সন্ধ্যা ৭ টা ১০ মিনিট :

সন্ধ্যা ৭ টা :

বিকেল ৪ টে ৫৭ মিনিট : ছত্রধর মাহাতো সহ ৬ জনের যাবজ্জীবন সাজা ঘোষণা করল মেদিনীপুর আদালত।

বিকেল ৪ টে ১৮ মিনিট :

দুপুর ৩ টে ৪ মিনিট : নতুন করে ভূমিকম্পের খবর পেয়ে পরিস্থিতি পর্যালোচনায় উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধানমন্ত্রী । সংশ্লিষ্ট সব মন্ত্রককে উদ্ধারকাজ ও ত্রাণ কাজে এগিয়ে আসার জন্য সতর্ক থাকার নির্দেশ দিলেন।

দুপুর ২ টো ৩৯ মিনিট : ভূমিকম্পের আফটার শক চলতে পারে ১ সপ্তাহ বা ১ মাস ধরে। জানালেন আবহাওয়া দফতরের ডিজি এল এস রাঠোর।

দুপুর ২ টো ২৪ মিনিট : শিলিগুড়েতে মাটিগাড়ায় ভূমিকম্পে আহত ৭ জন ।

দুপুর ২ টো ১৮ মিনিট : বিহার ও উত্তরপ্রদেশে দেওয়াল চাপা পড়ে মৃতের সংখ্যা ২।

দুপুর ১ টা ৫৫ মিনিট: নেপালে নতুন করে শুরু মৃত্যুমিছিল, মৃত ৪, ভেঙে পড়ল ৩টি বহুতল।

দুপুর ১ টা ৪০ মিনিট : রাজ্যে ভূমিকম্পে মৃত্যুর কোনও খবর নেই জানিয়ে দিলেন স্বরাষ্ট্রসচিব।

দুপুর ১ টা ১০ মিনিট : কলকাতা ও দিল্লিতে মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছে।

দুপুর ১ টা ৯ মিনিট : আরও একবার কম্পন অনুভূত হল কলকাতা ও দিল্লি সহ বিভিন্ন এলাকায়।

দুপুর ১২ টা ৩৬ মিনিট : ফের কলকাতা সহ গোটা রাজ্য কেঁপে উঠল ভূমিকম্পে। দিল্লি, বিহার, অসম, পাটনাতেও অনুভূত হয়েছে ভূমিকম্প। তীব্রতা ছিল ৭.১। ফের উৎসস্থল নেপাল।

দুপুর ১২ টা ২৭ মিনিট :

দুপুর ১২ টা ১৬ মিনিট : বাংলাদেশের ব্লগার অনন্ত বিজয় দাসকে কুপিয়ে খুন করল দুষ্কৃতীরা। 'মুক্তমনা' ব্লগারে তাঁর লেখা প্রকাশ হত।

সকাল ১১ টা ১০ মিনিট : হাওড়ার আন্দুল রোডে বেসরকারি সংস্থার গাড়ি আটকে ১১ লক্ষ টাকা লুঠ। দুষ্কৃতীদের গুলিতে আহত গাড়ির চালক সহ ২ জন। ৩ দুষ্কৃতী মুখে কালো কাপড় বেঁধে বাইকে করে এসেছিল বলে অভিযোগ। আহতদের একজনের কোমড়ে ও একজনের হাতে গুলি লেগেছে।

সকাল ১০ টা ১৩ মিনিট: আজ মেদিনীপুর আদালতে তোলা হবে ছত্রধর মাহাতোকে।

সকাল ৯ টা ৪০ মিনিট : কোশিয়াড়িতে তৃণমূলের গোষ্ঠীদ্বন্ধের অভিযোগ। মুখ্যমন্ত্রীর সভায় যাওয়া নিয়েই গণ্ডগোল বলে খবর।

সকাল ৯ টা ২৯ মিনিট : যে কৃষকদের শস্য ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের সঙ্গে দেখা করতে আমেঠী যাচ্ছেন কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী স্মৃতি ইরানি।

সকাল ৯ টা ১০ মিনিট :

সকাল ৮ টা ৪০ মিনিট :

সকাল ৮ টা ১০ মিনিট : কলকাতায় আপ শিয়ালদহ-কৃষ্ণনগর লোকাল ট্রেনে কম তীব্রতার বিস্ফোরণ, আহত ২০ জন। ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পূর্ব রেলের তরফে।

সকাল ৮ টা : হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল প্রাক্তন ডেপুটি মেয়র ফরজানা আলমের। ফরজানা অনুগামীদের মতে গত ৩০ এপ্রিল ফরজানা আলমের উপর যে হামলা চালানো হয়েছিল তার জেরেই মৃত্যু হয়েছে তাঁর।

English summary
Latest News Update: May 12
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X