For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২ জুন : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একনজরে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বালাসোরে প্রধানমন্ত্রী

বালাসোরে প্রধানমন্ত্রী

আজ ওড়িশার বালাসোরে একটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সুমাত্রায় ভূমিকম্প

সুমাত্রায় ভূমিকম্প

ইন্দোনেশিয়ার সুমাত্রায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.২। সিঙ্গাপুরেও কম্পন অনুভূত হয়েছে।

অখিলেশের সভা ঘিরে বিতর্ক

অখিলেশের সভা ঘিরে বিতর্ক

ফতেহপুরে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সভা রয়েছে শুক্রবার। তার আগে হেলিপ্যাড তৈরি করতে জল অপচয়কে ঘিরে বিতর্ক তৈরি হয়েছে।

জোটের পক্ষে রাহুল

জোটের পক্ষে রাহুল

পশ্চিমবঙ্গে বামেদের সঙ্গে জোট করে কোনও ভুল হয়নি বলে মনে করছেন রাহুল গান্ধী। অর্থাৎ ফের একবার জোটের পক্ষেই নিজের সওয়াল করলেন কংগ্রেস সহ সভাপতি।

উড়ালপুলে ফাটল

উড়ালপুলে ফাটল

চিংড়িহাটা উড়ালপুলের রেলিংয়ে ফাটলে আতঙ্কে আমজনতা। পোস্তায় বিবেকানন্দ উড়ালপুল বিপর্যয়ের কয়েকমাসের মধ্যেই চিংড়িহাটা উড়ালপুলে এই ফাটল দেখে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়।

২৯০ ফুটের জাতীয় পতাকা তেলেঙ্গানায়

২৯০ ফুটের জাতীয় পতাকা তেলেঙ্গানায়

তেলেঙ্গানা প্রতিষ্ঠা দিবসে সেকেন্দ্রাবাদে ২৯০ ফুটের জাতীয় পতাকা তুললেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর।

দোষী সাব্যস্ত ২৪

দোষী সাব্যস্ত ২৪

গুজরাতের গুলবার্গ আবাসন হত্যা মামলায় ২৪ জনকে দোষী সাব্যস্ত করল আহমেদাবাদের বিশেষ আদালত। ৩৬ জনকে বেকসুর খালাস করা হয়েছে।

উচ্চ আদালতে গুলবার্গ মামলা!

উচ্চ আদালতে গুলবার্গ মামলা!

গুলবার্গ আবাসন হত্যা মামলায় হাইকোর্টে আবেদন করা হবে বলে জানালেন ঘটনায় নিহত কংগ্রেস সাংসদ এহেসান জাফরির স্ত্রী জারিয়া জাফরি।

গ্যাংস্টার অজয় কুমার হত

গ্যাংস্টার অজয় কুমার হত

কুখ্যাত গ্যাংস্টার অজয় কুমার হরিয়ানা পুলিশের সঙ্গে এনকাউন্টারে মারা গিয়েছে বলে খবর।

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার বেকবাগান রো

গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার বেকবাগান রো

বেকবাগান রো-এ গাড়ি পার্কিংকে কেন্দ্র করে ধুন্ধুমার। দু'দলের মধ্যে সংঘর্ষ ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটেছে। ভাঙচুর করা হয়েছে সংলগ্ন কয়েকটি বাড়ি ও দোকানও। ঘটনায় আহত হয়েছেন একজন। বেআইনি পার্কিংয়ের দখলদারির ফলেই এই গণ্ডগোল বলে দাবি করেছে পুলিশ।

English summary
Latest News Update : June 2, 2016 in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X