For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২৯ অক্টোবর : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৯ অক্টোবর : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

ছোটা রাজন

ছোটা রাজন

"আমি আত্মসমর্পন করিনি, আমি ভারতে যেতে চাই। যা বলার সিবিআইকে বলব।" জানাল ইন্দোনেশিয়ায় জেলে বন্দি ছোটা রাজন।

বিহারে রাহুল

বিহারে রাহুল

বিহারের কৃষ্ণগঞ্জ, কাঠিহার, মধুবনীতে জনসভায় বক্তব্য রাখবেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

জাতীয় পুরস্কার ফেরত

জাতীয় পুরস্কার ফেরত

এফটিআইআই পড়ুয়াদের সমর্থনে এবং কুলবুর্গি ও পানসারে খুনের ঘটনার বিরোধিতায় ১০ জন চলচ্চিত্র নির্মাতা নিজেদের জাতীয় পুরস্কার ফিরিয়ে দিলেন।

মৃত উধমপুর হামলার মূল চক্রী

মৃত উধমপুর হামলার মূল চক্রী

জম্মু ও কাশ্মীরের কুলগ্রামের কান্দিপোরায় নিরাপত্তাবাহিনী ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষের জেরে লস্কর-এ-তৈবার শীর্ষ কমান্ডার আবু কাসিমের মৃত্যু হয়েছে। এস আই আলতাফ আহমেদের খুন, উধমপুর হামলা, ২০১৩ সালে হায়দারপোরায় সেনাবাহিনীর গাড়িতে হামলার মতো ঘটনায় আবু কাসিম জড়িত ছিল।

অখুশি অনুপম

অখুশি অনুপম

জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়া বলিউডের পরিচালকদের ‘অ্যাওয়ার্ড ওয়াপসি গ্যাং' বলে কটাক্ষ করলেন অভিনেতা অনুপম খের। তাঁর মতে, এভাবে জাতীয় পুরস্কার ফিরিয়ে দেওয়ার অর্থ শুধু সরকার নয়, দর্শক এবং বিচারকদেরও অপমান করা।

পদ্মভূষণ ফেরত ভার্গবের

পদ্মভূষণ ফেরত ভার্গবের

দেশজুড়ে অসহিষ্ণুতা বেড়ে চলেছে। এই বলে প্রতিবাদস্বরূপ 'পদ্মভূষণ' খেতাব ফিরিয়ে দিতে চলেছেন বিশিষ্ট বিজ্ঞানী পি এম ভার্গব।

গুগলের পরিকল্পনা

গুগলের পরিকল্পনা

এক প্রকল্পের মাধ্যমে বায়ুমন্ডলে বেলুন ভাসিয়ে গোটা পৃথিবীকে ঘিরে ইন্টারনেট সিগন্যালের একটি বলয় তৈরি করতে চাইছে গুগল। এর ফলে, প্রতিটি বেলুনের নিচের ৪০ কিলোমিটার ব্যাসার্ধ এলাকা জুড়ে ইন্টারনেট সিগন্যাল পাওয়া যাবে প্রায় ৪জি স্পিডে।

গতি বাড়ল পূর্বার

গতি বাড়ল পূর্বার

পূর্বা এক্সপ্রেসের গতি বাড়ানো হল। এখন পূর্বা ছুটবে ১৩০ কিলোমিটার গতিতে। অর্থাৎ রাজধানীর গতিতে ছুটবে পূর্বা এক্সপ্রেস।

কপিলের খোঁচা

কপিলের খোঁচা

শচীন তেন্ডুলকরকে তীব্র আক্রমণ করলেন কপিল দেব। কপিলের মত, শচীন শুধু শতরান করতে জানতেন। দ্বিশতরান বা ত্রিশতরান করা শচীনের কম্ম্য ছিল না।

English summary
Latest News Update : 29 October (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X