For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২৬ জুন : সারাদিনের খবর একনজরে

  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২৬ জুন : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

গুজরাতে বন্যা

গুজরাতে বন্যা

প্রবল বৃষ্টি ও তারপর হওয়া বন্যায় গুজরাতে মৃতের সংখ্যা ৭০ ছাঁড়াল। এর মধ্যে আমরেলি জেলায় সবচেয়ে বেশি ২৬ জন মানুষ বন্যার বলি হয়েছেন।

ধর্ষিতাকে বিবাহে সম্মতি

ধর্ষিতাকে বিবাহে সম্মতি

ধর্ষক ও ধর্ষিতার মধ্যে পারস্পরিত সমঝোতার বিধান দিল তামিলনাড়ু হাইকোর্ট। আর সেই নির্দেশকে সমর্থন জানাল সেই রাজ্যের মহিলা কমিশন। ২০০৮ সালে ভি মোহন নামে এক ব্যক্তি ১৫ বছরের কিশোরীকে ধর্ষণ করে। ধর্ষিতা গর্ভবতী হয়ে পড়ে সন্তানের জন্ম দেয়। সাজাপ্রাপ্ত মোহনকে ওই কিশোরীকে বিবাহ করার সম্মতি দিয়েছে আদালত।

জাল ডিগ্রি বিতর্কে উদ্ধবের খোঁচা

জাল ডিগ্রি বিতর্কে উদ্ধবের খোঁচা

কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি জাল ডিগ্রি বিতর্কে জড়িয়েছেন। তাতে অস্বস্তিতে পড়েছে বিজেপি নেতৃত্ব। সেই অস্বস্তি আরও বাড়াতে খোঁচা দিলেন শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরে। জানালেন, জাল ডিগ্রি এখন ফ্যাশন হয়ে গিয়েছে।

টিকিট বাতিল হলে মেসেজ

টিকিট বাতিল হলে মেসেজ

অগ্রিম বুকিং করা দূরপাল্লার ট্রেনের টিকিট বাতিল হলে এবার থেকে তা জানিয়ে সরাসরি রেলের তরফে মেসেজ এসে যাবে যাত্রীদের কাছে। বৃহস্পতিবর থেকে এই সুবিধা চালু করল ভারতীয় রেল।

ললিত বোমা

ললিত বোমা

ফের বোমা ফাটালেন ললিত মোদী। এবার লক্ষ্য কংগ্রেস। টুইটারে জানালেন, গত বছর লন্ডনে প্রিয়াঙ্কা গান্ধী ও রবার্ট বডরার সঙ্গে আলাদাভাবে দেখা করেন তিনি।

কৈলাশ-মানস সরোবর যাত্রা স্থগিত

কৈলাশ-মানস সরোবর যাত্রা স্থগিত

প্রবল বৃষ্টির ফলে আপাতত বন্ধ করে দেওয়া হল কৈলাশ-মানস সরোবর যাত্রা।

মণিপুরে ফের বিস্ফোরণ

মণিপুরে ফের বিস্ফোরণ

মণিপুরে এবার রাজ্যপালের বাড়ির সামনে বিস্ফোরণ। তবে হতাহতের কোনও খবর নেই।

হাওড়ায় ব্যাঙ্কে তালা ঝোলাল তৃণমূল

হাওড়ায় ব্যাঙ্কে তালা ঝোলাল তৃণমূল

হাওড়ার কোনা এলাকায় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের শাখায় তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠল শাসক দলের কর্মীদের বিরুদ্ধে। এদিন সকালে কাজে যোগ দিতে এসে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়েন ইউকো ব্যাংকের বাগপাড়া শাখার কর্মীরা। ব্যাঙ্কে এরপর তালাও ঝুলিয়ে দেয় তৃণমূল পরিচালিত বালি-জগাছা পঞ্চায়েত সমিতির সদস্যরা।
তাদের অভিযোগ, রাজ্যের স্বনির্ভর কর্ম প্রকল্পের আওতায় থেকেও ঋণ পাচ্ছেন না তারা। সেই ঘটনার প্রতিবাদে এই তালা ঝোলানোর সিদ্ধান্ত।

কিরেণ রিজিজু

কিরেণ রিজিজু

জঙ্গি হামলা হতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিরেণ রিজিজুর উপরে। ফলে তাঁর জেড প্লাস নিরাপত্তা আরও কিছুটা বাড়ানো হল।

ফ্রান্সে হামলা

ফ্রান্সে হামলা

প্যারিসে 'শার্লি এবদো' পত্রিকার অফিসে হামলার পর ৬ মাসের মধ্যে ফের সন্ত্রাসবাদী হামলা ফ্রান্সে। এবার দক্ষিণ-পূর্ব ফ্রান্সের গ্রেনোবেল-এর এক কারখানায় হামলায় এখনও পর্যন্ত এক জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। বেশ কয়েক জন আহত হয়েছেন বলে খবর।

English summary
Latest News Update : 26 June (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X