For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২২ মে : সারাদিনের খবর একঝলকে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২২ মে : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

এফআইআর

এফআইআর

যোগ্যতা সত্ত্বেও 'মুসলমান' বলে যুবককে চাকরি না দেওয়ায় মুম্বইয়ের হরিকৃষ্ণ এক্সপোর্টের বিরুদ্ধে এফআইআই দায়ের করা হল।

ছাত্রীর আত্মহত্যা

ছাত্রীর আত্মহত্যা

বর্ধমান বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর অস্বাভাবিক মৃত্যু। হোস্টেলের ঘর থেকে উদ্ধার ছাত্রীর ঝুলন্ত দেহ । আত্মহত্যা বলেই অনুমান পুলিশের।

পন্নিরসেলবম

পন্নিরসেলবম

রাজ ভবন থেকে নিজের পদত্যাগ পত্র জমা দিয়ে বেরচ্ছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী পন্নিরসেলবম।

কড়া নিরাপত্তা

কড়া নিরাপত্তা

পরিষদীয় দলনেত্রী হিসাবে পুনর্নির্বাচিত হলেন জয়ললিতা। আম্মার বাড়ির সামনে কড়া নিরাপত্তা।

মাধ্যমিকের ফল প্রকাশ

মাধ্যমিকের ফল প্রকাশ

আজ মাধ্যমিকের ফলপ্রকাশ হল। পরীক্ষার ৭৯ দিনের মাথায় ফলপ্রকাশ করল মাধ্যমিক শিক্ষা পর্ষদ। এবছর পাশের হার ৮২.৬৬ শতাংশ। ৭০০ নম্বরের মধ্যে ৬৮৪ নম্বর পেয়ে প্রথম হয়েছেন বাঁকুড়ার এজলাসপুরের সুরজিৎ লোহার। পাণ্ডুয়া রাধারানি গার্লস হাই স্কুলের দেবলী সরকার মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন।

আনন্দউৎসব

আনন্দউৎসব

রাজভবন থেকে জানানো হয়েছে রাজ্যপাল জে জয়ললিতাকে যত তাড়াতাড়ি সম্ভব মন্ত্রিসভা গঠনের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। এই খবরের পরই এআইএডিএমকে অফিসের বাইরে আনন্দোৎসব।

রাজস্থানে প্রতিবাদ

রাজস্থানে প্রতিবাদ

সংরক্ষণের দাবিতে রাজস্থানের ভরতপুরে গুজ্জাররা রেললাইন অবরোধ করে প্রতিবাদ দেখাচ্ছেন।

ধৃত দিলীপ

ধৃত দিলীপ

গিরিশ পার্ক কাণ্ডে দিলীপ রাউতকে গ্রেফতার করল কলকাতা পুলিশের গুণ্ডাদমন শাখা। দিলীপের দাদা গিরিশপার্ক কাণ্ডে মূল অভিযুক্ত।

বিস্ফোরণ

বিস্ফোরণ

পাটনার রাজীবনগরে পাসপোর্ট অফিসের কাছে কম তীব্রতার বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য। বোমা নিষ্পত্তি স্কোয়াড এলাকায় পৌঁছিয়েছে।

শিখা যোশী

শিখা যোশী

শিখা যোশী রহস্য মৃত্যু কাণ্ডে নয়া মোড়ে। অভিযুক্ত চিকিৎসক শিখার বিরুদ্ধে ব্ল্যাকমেলিংয়ের অভিযোগ আনলেন। তার প্রতিস্থাপিত স্তন রোপন জন্য টাকা না দিলে তিনি আত্মহত্যা করবেন এই হুমকি দিতেন বলে পুলিশের কাছে জানিয়েছেন চিকিৎসক।

গরমে মৃত্যু

গরমে মৃত্যু

বাঁকুড়া জেলার মেজিয়ার শ্যামপুর গ্রামে এক ব্যক্তির গরমে মৃত্যু।

উত্তপ্ত বিদ্যাসাগর হাসপাতাল

উত্তপ্ত বিদ্যাসাগর হাসপাতাল

ঠাকুরপুকুরে পুকুরে ডুবে মৃত্যু কিশোরের। বিদ্যাসাগর হাসপাতালে তাণ্ডব পরিজনদের। হাসপাতালে সুরজিৎ গায়েন নামে ওই কিশোরের মৃত্যুর পরই ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশ ও পরিজনদের। এলাকায় এখনও উত্তেজনা রয়েছে।

অমিতাভ বচ্চন

অমিতাভ বচ্চন

মুম্বইয়ের গোঁরেগাও ফিল্ম সিটিতে শুটিংয়ের কাজ সারছিলেন অমিতাভ বচ্চন। সেখানে আচমকাই দুই দুষ্কৃতী বাইকে চেপে এসে এলোপাথারি গুলি ছুড়তে থাকে। ঘটনায় একজন আহত হয়েছে। তবে বিগ বি অক্ষত রয়েছেন।

মমতা বন্দ্যোপাধ্যায়

মমতা বন্দ্যোপাধ্যায়

গতকাল সাংবাদিক সম্মেলনে বলেছিলেন। আর আজ বিধানসভায় দাঁড়িয়ে সাত্তোরের ঘটনাকে ঘুরিয়ে সাজানো ঘটনা বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, ওখানে কিছুই হয়নি। পুরনো ফুটেজ দেখানো হচ্ছে সংবাদমাধ্যমে। খাগড়াগড় ও পিংলার ঘটনাতেও তৃণমূলের জড়িত থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি।

নরেন্দ্র মোদী

নরেন্দ্র মোদী

৭ রেসকোর্স রোডে প্রবীণ বিজেপি নেতাদের নিয়ে আলোচনায় বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

ফের জম্মু ও কাশ্মীরে উড়ল পাকিস্তানের পতাকা। হুরিয়ত নেতা মীরওয়াইজ উমর ফারুকের অনুগামীরা একইসঙ্গে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈবার পতাকাও ওড়ায়।

সৌদি আরব

সৌদি আরব

সৌদি আরবে একটি মসজিদে আত্মঘাতী জঙ্গি হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীর

জম্মু ও কাশ্মীরে এক মর্মান্তিক পথ দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ৩ জন মহিলাও রয়েছেন। জম্মু-পাঠানকোট হাইওয়েতে এই দুর্ঘটনাটি ঘটে বলে জানা গিয়েছে।

শাহরুখ খান

শাহরুখ খান

হাঁটুতে অস্ত্রপচার করে বাড়ি ফিরলেন বলিউড বাদশা শাহরুখ খান। 'হ্যাপি নিউ ইয়ার' সিনেমার সময় থেকেই চোট ছিল তাঁর। তা নিয়েই তিনি তাঁর আগামী সিনেমা 'রয়িস'-এর শুটিং শেষ করেন।

আপাতত কয়েকদিন বিশ্রামেই থাকতে হবে কিং খানকে।

English summary
(Pic) Latest News Update : May 22
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X