For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি)২ জুন : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উবের

উবের

ফের ক্যাব সংস্থা উবের গাড়ির চালকের বিরুদ্ধে উঠল শ্লীলতাহানির অভিযোগ। গুরগাঁওয়ে গাড়ি চালানোর সময় এক চালক মহিলা যাত্রীর সঙ্গে অভদ্র ব্যবহার করে ও তাঁর শ্লীলতাহানির চেষ্টা করে বলে অভিযোগ। পুলিশ জানিয়েছে সোমবার রাতেই ওই চালককে শনাক্ত করা গিয়েছে, এবং তার বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে।

খুন

খুন

গিরিশ পার্কের বেনারসী ঘোষ স্ট্রিটের একটি বাড়ি থেকে এক মহিলার প্রায় বিবস্ত্র মৃতদেহ উদ্ধার হয়েছে। হাত-পা বাঁধা অবস্থায় ছিল। দরজা বাইরে থেকে বন্ধ করা ছিল। দুর্গন্ধ ছাড়ায় পুলিশকে খবর দেয় প্রতিবেশীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মহিলার মরদেহ উদ্ধার করেছে। শ্বাসরোধ করে খুন অনুমান পুলিশের। খুনের আগে ধর্ষণ করা হয়েছিল কিনা খতিয়ে দেখছে পুলিশ।

ছিনতাই

ছিনতাই

রাতের বনগাঁ হাসপাতালে ছিনতাইয়ের চেষ্টা। ছিনতাইবাজকে ধরে ফেলে গণপিটুনি দেয় যাত্রীরা। আধমরা অবস্থায় হাবড়া হাসপাতালে চিকিৎসাধীন ওই ছিনতাইবাজ।

উত্তপ্ত পাড়ুই

উত্তপ্ত পাড়ুই

ফের উত্তপ্ত বীরভূমের পাড়ুই, একাধিক গ্রামে বিজেপি-তৃণমূল সংঘর্ষ চলছে। বিজেপির অভিযোগ বহিরাহত দুষ্কৃতীদের নিয়ে গ্রাম দখলের চেষ্টা চালাচ্ছে তৃণমূল। হাঁসরা, বেলপাতরা, ছাতারবাঁধি, গোরাপারা এলাকায় দফায় দফায় বোমাবাজি, গুলি, দুষ্কৃতী তাণ্ডব চলছে। এই ঘটনায় আহত ২ জন।

আগুন

আগুন

গোয়েঙ্কা কলেজের লাগোয়া একটি বাড়িতে আগুন। দমকলের ৫ টি ইঞ্জিন ঘটনাস্থলে।

রেপো রেট

রেপো রেট

২৫ বেসিস পয়েন্ট রেপো রেট কমাল আরবিআই। রেপো রেট কমায় ইএমআই কমার সম্ভাবনা। নতুন রোপো রেট হল ৭.২৫ শতাংশ।

রবি শাস্ত্রী

রবি শাস্ত্রী

বাংলাদেশ সফরে ভারতীয় ক্রিকেট দলের কোচ হয়ে য়াচ্ছেন রবি শাস্ত্রী। রবি শাস্ত্রীকে আপাতত অন্তর্বর্তীকালীন কোচ বানানো হয়েছে। দলের ব্যাটিং কোচ সঞ্ঝয় বাঙ্গার।

অগ্নিকাণ্ড

অগ্নিকাণ্ড

ফের শহরে ভয়াবহ অগ্নিকাণ্ড। মুচিপাড়া থানা এলাকার ঝুপড়িতে আগুন। এলাকায় দমকলের ১০টি ইঞ্জিন

ম্যাগি বিপাক

ম্যাগি বিপাক

ম্যাগি বিপাকে বলিউডের তিন তারকা মাধুরী দীক্ষিত, প্রীতি জিন্টা ও সুপারস্টার অমিতাভ বচ্চন। ভারতীয় দণ্ডবিধির ৪২০ ধারা সহ ৬টি ধারায় এই তিন তারকার বিরুদ্ধে মামলা রুজুর নির্দেশ দিল মুজাফ্ফরনগর আদালত।

স্বেচ্ছামৃত্যু

স্বেচ্ছামৃত্যু

আগরায় নাজির নামে এক ব্যক্তি নিজের ৬ সন্তানের জন্য স্বেচ্ছামৃত্যু চাইছেন। তাঁর ৬ সন্তানই হাড়ের দুরারোগ্য ব্যধিতে ভুগছে। এই বিষয়ে রাষ্ট্রপতিকেও চিঠি লিখবেন তিনি।

রাহুল গান্ধী

রাহুল গান্ধী

বি আর আম্বেদকরকে শ্রদ্ধাজ্ঞাপন করছেন কংগ্রেস সহ সভাপতি রাহুল গান্ধী।

গুলি

গুলি

ঝাড়খণ্ডের হাজারিবাগে আদালত চত্ত্বরেই চলল গুলি। এই ঘটনায় ২ জনের মৃত্যু হয়েছে। ২ জন আহত।

বিএসএনএল

বিএসএনএল

গ্রাহকদের জন্য সুখবর নিয়ে এল টেলিকম সংস্থা বিএসএনএল। এদিন কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি ও টেলিকম মন্ত্রী রবিশঙ্কর প্রসাদ ঘোষণা করেন, আগামী ১৫ জুন থেকে রোমিং চার্জ লাগবে না বিএসএনএল গ্রাহকদের। বিনামূল্যে দেশের যে কোনও প্রান্তে ফোন করতে পারবেন গ্রাহকরা।

বাংলাদেশ

বাংলাদেশ

ভারতে ব্যানের মুখে পড়লেও বাংলাদেশে ম্যাগি নুডলসকে ছাড়পত্র দেওয়া হল। বাংলাদেশের খাদ্য পরীক্ষা বিভাগ ম্যাগি প্রস্তুতকারী সংস্থা নেসলে সহ পাঁচটি ব্র্যান্ডের নুডলসে মাত্রাতিরিক্ত ক্ষতিকারকের অস্তিত্ব নেই বলে জানিয়েছে।

আইএসআইএস জঙ্গির গায়ে আগুন

আইএসআইএস জঙ্গির গায়ে আগুন

এক আইএসআইএস জঙ্গিকে গায়ে আগুন লাগিয়ে জ্যান্ত পুড়িয়ে দিল ইরাকের শিয়া যোদ্ধারা। ঘটনাটির ভিডিও তুলে সেটিকে ইন্টারনেটে আপলোডও করেছে তারা।

দেশজুড়ে খরার সম্ভাবনা

দেশজুড়ে খরার সম্ভাবনা

এবার সারা দেশে খরার সম্ভাবনা প্রবল। বর্ষার সময় প্রয়োজনীয় বৃষ্টি অভাবে ভুগবে গোটা দেশ। জানিয়ে দিল কেন্দ্রীয় আবহাওয়া দফতর।

রাজ্যের নজরদারি

রাজ্যের নজরদারি

শুধু ম্যাগি নয়, বিভিন্ন প্যাকেটজাত খাবারের উপরই নজরদারি চালানোর সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। ম্যাগি বিতর্ককে সামনে রেখেই ক্রেতা সুরক্ষার স্বার্থে অন্যান্য খাবারের প্যাকেটে রাজ্য নজরদারি চালাবে বলে জানা গিয়েছে।

English summary
Latest News Update : 2 June (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X