For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২ জুলাই : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২ জুলাই : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিপাকে সুষমা

বিপাকে সুষমা

নয়া বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী সুষমা স্বরাজ। কংগ্রেসের অভিযোগ, প্রাক্তন আইপিএল প্রধান ললিত মোদী তাঁর পারিবারিক সংস্থায়, সুষমা স্বরাজের স্বামী আইনজীবী কুশল স্বরাজকে বোর্ডের সদস্য হওয়ার জন্য প্রস্তাব দিয়েছিলেন। যদিও সুষমা স্বরাজের স্বামী জানিয়েছেন, সেই প্রস্তাব তিনি গ্রহণ করেননি।

পথদুর্ঘটনায় মৃত ২৫

পথদুর্ঘটনায় মৃত ২৫

মধ্যপ্রদেশের খান্ডওয়ায় ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ২৫ জনের মৃত্যু হয়েছে এবং ১৯ জন আহত হয়েছেন।

অ-রাজনীতি

অ-রাজনীতি

সিরসা (হরিয়ানা): গত ৪০ বছর ধরে ব্রিজ তৈরির দাবি জানিয়ে এসেছিলেন গ্রামবাসীরা। কিন্তু সরকার তাদের দাবিতে কান দেয়নি। তাই নিজেরাই তহবিল গড়ে ব্রিজ বানালেন। এবং গ্রামে রাজনীতি ও রাজনেতাদের কোনও জায়গা নেই তাও স্পষ্ট করে দিলেন।

স্ত্রীর হাতে হেনস্থা

স্ত্রীর হাতে হেনস্থা

তামিল ছবির অভিনেতা কে কৃষ্ণকুমার স্ত্রী বিরুদ্ধে মৌখিক ও শারীরিক হেনস্থার অভিযোগ এনে বিবাহবিচ্ছেদের মামলা রুজু করলেন।

বিতর্কে রিজিজু

বিতর্কে রিজিজু

কেন্দ্রীয় মন্ত্রী কিরণ রিজিজু ও তাঁর আপ্ত সহায়কের জন্য এয়ার ইন্ডিয়ার বিমান ছাড়তে প্রায় এক ঘন্টা দেরি হল বলে অভিযোগ। শুধু তাই নয়, মন্ত্রী ও তাঁর আপ্ত সহায়ককে জায়গা করে দিতে তিন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ২৪ জুন লেহ্ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার উড়ানে এই ঘটনা ঘটেছে।

ফের বিতর্কে সাধ্বী প্রাচী

ফের বিতর্কে সাধ্বী প্রাচী

ফের বিতর্কিত মন্তব্য করে সংবাদ শিরোনামে বিশ্ব হিন্দু পরিষদ নেত্রী সাধ্বী প্রাচী। মুজফফর নগরে এক জনসভায় তিনি বলেন, কোনওভাবে যদি অমরনাথ যাত্রীরা আক্রান্ত হলে তার ফল ভুগতে হবে হজ যাত্রীদের।

বিতর্কে জড়ালেন স্তালিন

বিতর্কে জড়ালেন স্তালিন

বিতর্কে জড়ালেন তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম করুণানিধির ছোট ছেলে তথা ডিএমকে-র কোষাধ্যক্ষ এম কে স্তালিন।

অভিযোগ, চেন্নাইয়ে মেট্রোয় গত বুধবার ভিড়ে ঠাসা কামরায় এক সহযাত্রীকে আচমকাই চড় মারেন তিনি। ঘটনার ভিডিও সামনে আসার পর তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিরোধী রাজনৈতিক মহলে।

রায়নার প্রতিক্রিয়া

রায়নার প্রতিক্রিয়া

ললিত মোদী বিতর্কে মুখ খুললেন সুরেশ রায়না। আইপিএল ২০১৩ সালে ললিত মোদী ঘুষ নেওয়ার অভিযোগ এনেছেন সুরেশ রায়নায় বিরুদ্ধে। এদিন রায়না আদালতে যাওয়ার হুমকি দিয়েছেন। বলেছেন, প্রয়োজনে আইনি ব্যবস্থা নেবেন ললিত মোদীর বিরুদ্ধে।

মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশের সরকারের নয়া সিদ্ধান্ত

মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশের সরকারের নয়া সিদ্ধান্ত

মহারাষ্ট্রের দেবেন্দ্র ফডনবীশের সরকারের নয়া সিদ্ধান্ত, যে সব মাদ্রাসায় ইংরেজি, অঙ্ক ও বিজ্ঞান পড়ানো হবে না, সেগুলিকে স্কুলের মর্যাদা দেওয়া হবে না।

মাদ্রাসা নিয়ে মহারাষ্ট্র সরকারের এই সিদ্ধান্ত ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। এর আগে গরুর মাংস বিক্রি বন্ধ করে বিতর্কে জড়ায় সরকার।

বিমান বিতর্কের রিপোর্ট চেয়ে পাঠাল প্রধানমন্ত্রীর দফতর

বিমান বিতর্কের রিপোর্ট চেয়ে পাঠাল প্রধানমন্ত্রীর দফতর

এয়ার ইন্ডিয়ার বিমান বিতর্কের রিপোর্ট চেয়ে পাঠাল প্রধানমন্ত্রীর দফতর। কিরেণ রিজিজুকে আসন দিতে তিনজন যাত্রীকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। সেবিষয়েই রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন নরেন্দ্র মোদী।

English summary
Latest News Update : 2 July (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X