For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ২ ডিসেম্বর : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ২ ডিসেম্বর: প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

বিপর্যস্ত চেন্নাই

বিপর্যস্ত চেন্নাই

একটানা বৃষ্টিতে বিরর্যস্ত চেন্নাই। অতিরিক্ত ভারি বর্ষণে বন্ধ মোবাইল পরিষেবা। তামিলনাড়ুর চেন্নাইয়ে বিস্তীর্ণ এলাকায় বিচ্ছিন্ন বিদ্যুৎ পরিষেবা। এই পরিস্থিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৯।

পিছোল মাদ্রাসা পরীক্ষা

পিছোল মাদ্রাসা পরীক্ষা

তামিলনাড়ুর বৃষ্টির জেরে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছে, তার জেরে পরীক্ষা পিছিয়ে দিল মাদ্রাসা বিশ্ববিদ্যালয়।

দিল্লির দূষণ

দিল্লির দূষণ

দিল্লিতে গত ২৪ ঘন্টায় দূষণের পরিমাণ নিরাপদ মাত্রার তুলনায় ১০ গুণ ক্ষতিকর হয়েছে। আর তাই আপাতত স্কুল ও বাজার বন্ধ রাখার প্রস্তাব দিল আপ সরকার।

রোজভ্যালি তদন্ত

রোজভ্যালি তদন্ত

রোজভ্যালির তদন্তে ১৭টি থানায় তথ্যতলাশ ইডির। কোন কোন থানায় রোজভ্যালির বিরুদ্ধে কী কী অভিযোগ আছে তা পুলিশের কাছে জানতে চেয়েছে ইডি।

ভারতীয় দল

ভারতীয় দল

আইসিসি টি২০ দলের তালিয়াকায় ৭ নম্বরে নেমে এল ভারত। প্রথম স্থানে রয়েছে শ্রীলঙ্কা। পাকিস্তান রয়েছে ষষ্ঠ স্থানে।

সিবিআই দফতরে শঙ্কুদেব

সিবিআই দফতরে শঙ্কুদেব

অবশেষে সারদাকাণ্ডে সিবিআই দফতরে পৌছলেন শঙ্কুদেব পাণ্ডা। সারদা থেকে প্রতি মাসে প্রায় ৫০-৬০ হাজার টাকা পেতেন শঙ্কুদেব। শঙ্কুদেবের সঙ্গে সারদার কোনও চুক্তি হয়েছিল কি না, সারদার হয়ে কি কাজ করতে তিনি এইসব প্রশ্নেই আজ সিবিআই জেরায় আজ জেরবার হতে হবে শঙ্কুদেব পাণ্ডাকে।

সুপ্রিম কোর্টের নির্দেশ

সুপ্রিম কোর্টের নির্দেশ

কেন্দ্রের অনুমতি ছাড়া তামিলনাড়ু সরকার প্রাক্তন প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর হত্যাকারীদের মুক্তি দিতে পারবে না বলে জানাল সুপ্রিম কোর্ট।

আরও বৃষ্টি চেন্নাইতে

আরও বৃষ্টি চেন্নাইতে

আগামী ৭২ ঘণ্টা চেন্নাই সহ গোটা তামিলনাড়ুতে বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দফতর।

কেরলে আসছেন গুলাম আলি

কেরলে আসছেন গুলাম আলি

অবশেষে ভারতে আসতে চলেছেন গজল গায়ক গুলাম আলি। আগামী জানুয়ারিতে কেরলে একটি অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবেন তিনি।

ছত্তিশগড়ে ফের মাও হানা

ছত্তিশগড়ে ফের মাও হানা

ছত্তিশগড়ে ল্যান্ডমাইন বিস্ফোরণ ঘটাল মাওবাদীরা। ঘটনায় প্রাণ হারালেন এক পুলিশকর্মী। গুরুতর জখম একজন। প্রয়াত নেতাদের স্মরণে প্রতি বছরের মতো এবছরও ২-৮ ডিসেম্বর পর্যন্ত ছত্তিশগড়ে কর্মসূচি পালন করছে মাওবাদীরা। এদিনই তার প্রেক্ষিতে আঘাত হেনেছে তারা।

জুকারবার্গের সিদ্ধান্ত

জুকারবার্গের সিদ্ধান্ত

গত সপ্তাহে পিতৃত্বের স্বাদ পেয়েছেন ফেসবুক স্রষ্টা মার্ক জুকারবার্গ। এরপরই এদিন তিনি জানান, এই খুশিতে ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার সেবামূলক কাজে দান করবেন তিনি। মেয়ের নাম রাখা হয়েছে ম্যাক্স চ্যান জুকেরবার্গ।

English summary
Latest News Update : 2 December (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X