For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি) ১৮ মার্চ : সারাদিনের যা যা ঘটছে তা দেখে নিন একঝলকে

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৮ মার্চ : প্রতিমুহূর্তে দেশের নানা প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

উমর খালিদের জামিনের আবেদনের শুনানি

উমর খালিদের জামিনের আবেদনের শুনানি

আজ পাতিয়ালা হাউস কোর্ট দেশদ্রোহিতার অভিযোগে ধৃত জেএনইউ এর ছাত্র উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের জামিনের আবেদন শুনবে।

সেনা-জঙ্গি সংঘর্ষ

সেনা-জঙ্গি সংঘর্ষ

জম্মু ও কাশ্মীরের কুপওয়াড়া জেলার হিন্দওয়ারা এলাকায় সেনা-জঙ্গি সংঘর্ষ চলছে।

রোহতকে বাড়ল নিরাপত্তা

রোহতকে বাড়ল নিরাপত্তা

জাঠ সংরক্ষণ নিয়ে ফের বিক্ষোভ হতে পারে আঁচ করে রোহতকের নিরাপত্তা কয়েকগুণ বাড়ানো হয়েছে।

বাজাজের বাণ

বাজাজের বাণ

চোরেদের গ্রেফতার করলে দেশের কোনও ক্ষতি হয় না। বিজয় মাল্য সম্পর্কে ঘুরিয়ে এমন মন্তব্যই করলেন বিশিষ্ট শিল্পপতি রাহুল বাজাজ।

কমিশনের পদক্ষেপ

কমিশনের পদক্ষেপ

পক্ষপাতদুষ্ট আচরণের অভিযোগে ৪ জেলার এসপি, হুগলির জেলাশাসক ও ২৪ জন আইসি-ওসিকে সরিয়ে দিল নির্বাচন কমিশন।

বাস থেকে বন্দুক উদ্ধার কলকাতায়

বাস থেকে বন্দুক উদ্ধার কলকাতায়

কলকাতায় বাস থেকে গুলি ও আগ্নেয়াস্ত্র-সহ গ্রেফতার হল ৪ দুষ্কৃতী। বিহার থেকে আমদানি হওয়া আগ্নেয়াস্ত্র শহরে আসছে। গোপন সূত্রে খবর পেয়ে এদিন সকালে কলেজ স্ট্রিট মার্কেটের কাছে বিহার থেকে আসা বাসটিকে আটকায় জোড়াসাঁকো থানার পুলিশ। বাসের মধ্যে ফলের বাক্স থেকে উদ্ধার হয় দুটি পাইপগান ও আটটি গুলি।

উদ্ধার অভিযান চলার সময়ে দুষ্কৃতীদের মারধরে জখম হন জোড়াসাঁকো থানার এক পুলিশকর্মী। পরে গ্রেফতার করা হয় মহম্মদ মিন্টু, শেখ রাজু, শেখ সিরাজ ও মহম্মদ জুম্মান নামে চার দুষ্কৃতীকে।

বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

বন্ধ জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক

উধমপুরে ধস নেমে ফের বন্ধ হয়ে গেল জম্মু-শ্রীনগর জাতীয় সড়ক। সড়ক যোগাযোগ বিপর্যস্ত হয়ে পড়েছে।

পাক প্রতিনিধি দলের ভারত সফর

পাক প্রতিনিধি দলের ভারত সফর

পাঠানকোট জঙ্গি হামলার তদন্তে আগামী ২৭ মার্চ ভারতে আসছে পাক প্রতিনিধ দল। এমনটাই জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।

বিজয় মাল্যকে নির্দেশ

বিজয় মাল্যকে নির্দেশ

ঋণ খেলাপি কাণ্ডে বিজয় মাল্যকে আগামী ২ এপ্রিলের মধ্যে তাদের দফতরে হাজিরার নির্দেশ দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

গণেশ জোশীর জেল হেফাজত

গণেশ জোশীর জেল হেফাজত

উত্তরাখণ্ডের বিজেপি বিধায়ক গণেশ জোশীকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর নির্দেশ আদালতের। বিক্ষোভ দেখাতে গিয়ে পুলিশের ঘোড়ার পা ভেঙে দিয়েছেন তিনি।

উমর খালিদের জামিন

উমর খালিদের জামিন

উমর খালিদ ও অনির্বাণ ভট্টাচার্যের জামিন মঞ্জুর করল আদালত। ছয় মাসের জামিনে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

English summary
Latest News Update : 18 March in (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X