For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

(ছবি)১৭ জুন : সারাদিনের খবর একনজরে

Google Oneindia Bengali News

বেঙ্গালুরু, ১৭ জুন : প্রতিমুহূর্তে দেশের বিভিন্ন প্রান্তে বিভিন্ন ঘটনা ঘটে চলেছে। একঝলকে সেই সব খবর দেখে নিন ছবিতে।

পাপ্পু যাদব

পাপ্পু যাদব

বিমানসেবিকাকে হেনস্থা করার অভিযোগ উঠল বিহারের সাংসদ পাপ্পু যাদবের বিরুদ্ধে। পাপ্পু যাদব পাটনা-দিল্লি জেট এয়ারওয়েজেপ ওই প্রবীন বিমান সেবিকাকে চপ্পল দিয়ে মারার হুমকি দেন।

মাদার ডেয়ারি দুধ

মাদার ডেয়ারি দুধ

মাদার ডেয়ারি দুধের নমুনায় মিলল ডিটারজেন্ট সাবান। এই ঘটনাটি ঘটেছে আগরায়। যদিও অভিযোগ অস্বীকার করেছে মাদার ডেয়ারি।

লাইনচ্যুত

লাইনচ্যুত

ভোর ৫ টা নাগাদ বেসিন ব্রিজের কাছে বেঙ্গালুরু-চেন্নাই এক্সপ্রেস ট্রেনের ২ টি বগি লাইনচ্যুত। হতাহতের কোনও খবর নেই।

উত্তপ্ত নানুর

উত্তপ্ত নানুর

ফের উত্তপ্ত নানুর। অনুব্রত মণ্ডলের অনুগামীরা বহিরাগতদের নিয়ে গ্রাম দখলের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ। দফায় দফায় বোমাবাজি, গোলাগুলি চলছে বলে খবর।

আত্মঘাতী

আত্মঘাতী

ম্যাগি নিষিদ্ধ হওয়ার জেরে প্রায় ১১০০ চুক্তিভিত্তিক কর্মীকে বসিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেসলে কর্তৃপক্ষ জানিয়ে দিতেই উত্তরাখণ্ডে নেসলে কর্মী আত্মঘাতী। বাড়ির পাখা থেকে গামছা ঝুলিয়ে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ৩২ বছরের লালতা প্রসাদ নামের ওই কর্মী।

টিএমসিপি নেতা গ্রেফতার

টিএমসিপি নেতা গ্রেফতার

রানিগঞ্জ থেকে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদ নেতা সৌমিত্র বন্দ্যোপাধ্যায়। বোমা মেরে থানা উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন তিনি। পুলিশের গাড়ি জ্বালিয়ে দেওয়ারও হুমকি দেন তিনি।

কঙ্কালকাণ্ড

কঙ্কালকাণ্ড

রবিনসন স্ট্রিস কঙ্কালকাণ্ডের তদন্তে অরবিন্দ দে-র লেখা কিছু চিরকুট পেয়েছে তদন্তকারীরা। যেথানে পর্থর উদ্দেশ্যে শেষ ৪-৫ দিন নেতিবাচক কিছু লিখেছেন অরবিন্দ বাবু। যেমন, তুমি কেন এটা করলে। তুমি ঠিক করলে না এটা এই জাতীয় শব্দের উল্লেখ রয়েছে চিরকুটে।

এই চার-পাঁচ দিনে কী এমন হয়েছিল যার জন্য অরবিন্দ বাবু ছেলের উপর অসন্তুষ্ট ছিলেন তার উত্তর পেলেই অনেক মিসিং লিঙ্ক স্পষ্ট হয়ে যাবে বলে মনে করছেন তদন্তকারীরা।
বিপাকে সুষমা

বিপাকে সুষমা

ললিত কাণ্ডে আরও বিপাকে সুষমা স্বরাজ। বিদেশমন্ত্রী হওয়ার পরেই লন্ডনের হোটেলে ললিত মোদীর সঙ্গে সুষমা সাক্ষাৎ করেন বলে জানা গিয়েছে।

টিএমসিপি নেতার জেল হেফাজত

টিএমসিপি নেতার জেল হেফাজত

পুলিশের গাড়ি জ্বালানো, থানায় বোমা মারার হুমকি দিয়ে গ্রেফতার তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) রানিগঞ্জ ব্লক সভাপতি সৌমিত্র বন্দ্যোপাধ্যায়কে তিন দিনের জেল হেফাজতের নির্দেশ।

'নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ'

'নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ'

এবার সরাসরি মোবাইল অ্যাপের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন প্রধানমন্ত্রীর সঙ্গে। জনসংযোগ বাড়াতে নিজের হাতে এদিন উদ্বোধন করলেন 'নরেন্দ্র মোদী মোবাইল অ্যাপ'।

পি চিদম্বরম

পি চিদম্বরম

ললিত মোদী বিতর্কে আসরে নামলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদম্বরম।

এদিন ললিতের ভিসা সংক্রান্ত ব্যাপারে ব্রিটেনের চ্যান্সেলরকে লেখা ইউপিএ আমলের চিঠি প্রকাশের দাবি তোলেন চিদম্বরম। তিনি জানান, কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন বছর দুই আগে ললিত মোদীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য ব্রিটেন সরকারের কাছে আবেদন করেন তিনি। ললিত মোদীকে ভারতে প্রত্যর্পণের দাবিও জানানো হয় বলে দাবি করেছেন তিনি।

মাধ্যমিকে মাল্টিপল চয়েস প্রশ্ন

মাধ্যমিকে মাল্টিপল চয়েস প্রশ্ন

মাধ্যমিকের প্রশ্নপত্র বদলের ভাবনা রাজ্য শিক্ষা দপ্তরের। বড় প্রশ্ন নয়, সংক্ষিপ্ত প্রশ্নের ওপরেই জোর দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। ফলে আনা হবে মাল্টিপল চয়েস প্রশ্ন। এই বদলের জেরে আরও বেশি নম্বর তোলাই মূল লক্ষ্য।

মুম্বই

মুম্বই

একটি সমীক্ষায় দেশের সবচেয়ে ব্যয়বহুল শহরের তকমা পেল বাণিজ্যনগরী মুম্বই।

English summary
Latest News Update : 17 June (Pic)
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X