For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

LIVE সারাদিনের নিউজ আপডেট ২ জানুারি : কর্নাটকে প্রধানমন্ত্রী মোদী

Google Oneindia Bengali News

নাগরিকত্ব সংশোধন আইন ও জাতীয় নাগরিক পঞ্জির বিরোধিতা করায় কলকাতার এক চলচ্চিত্র নির্মাতাকে ভোজালি দিয়ে আক্রমণ করল তাঁরই পরিচিত এক ব্যক্তি। ঘটনাটি বুধবার রাতে সলমটলেকে ঘটে। আক্রান্ত চলচ্চিত্র নির্মাতার নাম রনি সেন। অভিযুক্তকে ইতিমধ্যেই পুলিশ অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করেছে।

এছাড়া দিনের আরও খবরের লাইভ আপডেট জানতে চোখ রাখুন :

LIVE সারাদিনের নিউজ আপডেট ২ জানুারি

Newest First Oldest First
4:07 PM, 2 Jan

গত মাসে রাজস্থানের কোটার জে কে লোন হাসপাতালে মৃত্যু অন্তত ১০০টি শিশুর, শেষ দু’দিনে মৃত অন্তত ৯। পরিস্থিতি খতিেয় দেখবেন বলে জানান কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন।
4:06 PM, 2 Jan

৬ বছর আগে মৃত, উত্তর প্রদেশ পুলিশ পাঠাল নাগরিকত্ব আইনের প্রতিবাদে সংঘর্ষের অভিযোগে নোটিস।
4:06 PM, 2 Jan

রাজধানী সরানোর প্রস্তাবের বিরুদ্ধে প্রতিবাদী অমরাবতীর কৃষকদের সোনার বালা ডোনেট করলেন চন্দ্রবাবুর স্ত্রী।
4:04 PM, 2 Jan

ময়নায় তৃণমূল-বিজেপি সংঘর্ষে বোমা ছোঁড়ার অভিযোগ।
4:04 PM, 2 Jan

খেজুরিতে তৃণমূলের দলীয় কার্যালয় ভাঙচুর, লুঠপাট। অভিযোগের তির বিজেপির বিরুদ্ধে।
4:03 PM, 2 Jan

টালা ও মাঝেরহাট নিয়ে রেল-রাজ্য বৈঠকে টাস্ক ফোর্স তৈরির সিদ্ধান্ত নেওয়া হল। টালায় কেবল ব্রিজ তৈরির সিদ্ধান্তও নেওয়া হয়।
4:02 PM, 2 Jan

স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা পঞ্চায়েতে পুনর্নিযুক্ত, প্রতিবাদে তারকেশ্বরে পঞ্চায়েত অফিস ঘেরাও।
4:02 PM, 2 Jan

কর্নাটকের তুমকুরে এক জনসভায় প্রধানমন্ত্রী দেশের সে সব কৃষকদের হাতে এই অর্থ তুলে দেওয়ার আগে ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী।
4:01 PM, 2 Jan

আজ দেশের কৃষকদের অ্যাকাউন্টে সব মিলিয়ে ১১০০০ কোটি টাকা জমা করতে চলেছে কেন্দ্র। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার মাধ্যমে এই টাকা সরাসরি কৃষকদের অ্যাকাউন্টে জমা পড়বে।
3:58 PM, 2 Jan

কর্নাটকে কৃষকদের উদ্দেশ্যে বক্তৃতা রাখতে পৌঁছআলেন নরেন্দ্র মোদী।
3:53 PM, 2 Jan

বছরের প্রথম দিনে ভারতে জন্ম ৬৭ হাজার ৩৮৫ শিশুর, বিশ্বে সর্বোচ্চ, জানাল ইউনিসেফ।
3:51 PM, 2 Jan

নন্দীগ্রামে হারানো জমি ফিরে পেতে নিজেদের ভুল সংশোধনের বার্তা শুভেন্দুর
3:50 PM, 2 Jan

আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টি ও মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়াও রাজ্যের পশ্চিমের জেলাগুলোতেও শুরু হয়ে গেছে বিক্ষিপ্তভাবে হালকা ও মাঝারি বৃষ্টি।
3:50 PM, 2 Jan

বছরের দ্বিতীয় দিনে পশ্চিমী ঝঞ্ঝার দাপটে এক লাফে তিন ডিগ্রি বাড়ল কলকাতার তাপমাত্রা। আজ সকাল থেকেই নগরীর আকাশ মেঘলা।
3:49 PM, 2 Jan

বন্দর এলাকা থেকে উদ্ধার ২১ কেজি গাঁজা। শৈবাল যাদব নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। সিক লেনের বাসিন্দা এই ব্যক্তির কাছ থেকে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ২১ কেজি ২৩০ গ্রাম গাঁজা।
1:11 PM, 2 Jan

দেখুন আজ সকালে দিল্লির ব্যাটারি কারখানায় আগুল লাগার সেই দৃশ্য
1:07 PM, 2 Jan

আজকের মধ্যেই মন্ত্রক বন্টণ করা হবে বলে জানিয়ে দিলেন মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী অজিত পাওয়ার।
1:06 PM, 2 Jan

দিল্লি অগ্নিকাণ্ডে সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়েছে দলকল। মৃতের কোনও খবর নেই।
1:04 PM, 2 Jan

দিল্লি মেট্রেতে চালু হল বিনামূল্যে ওয়াইফাই পরিশেবা।
1:03 PM, 2 Jan

সংস্থার চেয়ারম্যান পদে সাইরাসের পুনর্নিয়োগের নির্দেশের বিরুদ্ধে সুপ্রিমকোর্টে টাটা সন্স
12:34 PM, 2 Jan

গুরু গোবিন্দ সিংয়ের প্রকাশ পর্ব উপলক্ষে বার্তা প্রধানমন্ত্রী নেরন্দ্র মোদীর।
12:32 PM, 2 Jan

কেরলের পর তামিলনাড়ুতেও একইভাবে নাগরিকত্ব সংশোধন আইন বিরোধী রেজলিউশন পেশ করতে চলেছে সেরাজ্যের বিরোধী দল ডিএমকে।
12:32 PM, 2 Jan

তেল লিক করায় সিঙ্গাপুরগামী ইন্ডিগোর উড়ানকে নাগপুর ফিরতে হল।
11:52 AM, 2 Jan

দিল্লি অগ্নিকাণ্ডে ১৩ জন দলকল কর্মী সহ মোট ১৪ জন জখম। উদ্ধার কাজ এখনও চলছে।
11:50 AM, 2 Jan

ঘন কুযাশার কারণে রাজস্থানের জাতীয় সড়কে একের পর এক দুর্ঘটনা।
11:49 AM, 2 Jan

চেন্নাইতে ৩১১ জন বিজেপি কর্মীর বিরুদ্ধে এফআইআর পুলিশের। এফআইআর-এ নাম রয়েছে দলের জাতীয় সম্পাদক এইচ রাজারও।
11:22 AM, 2 Jan

মহারাষ্ট্রের নাগপুরে অতিবৃষ্টিতে বিভিন্ন জায়গায় জল জমে গিয়েছে।
11:21 AM, 2 Jan

গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ বার্তা দিয়েছেন রাষ্ট্রপতি ও উপরাষ্ট্রপতি।
11:20 AM, 2 Jan

গুরু গোবিন্দ সিংয়ের জন্মবার্ষিকী উপলক্ষে পাটনাশাহিব দর্শনে গেলেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার।
11:19 AM, 2 Jan

কেরল বিধআনসভায় পাশ হওয়া সিএএ বিরোধী রেজলিউশন আইনের পরিপন্থি বলে মন্তব্য করেন সেরাজ্যের রাজ্যপাল আরিফ মহম্মদ খান।
READ MORE

English summary
Latest live breaking news updates of 5th December 2019 of West Bengal, Kolkata and India in Bengali
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X