For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

‘মুক্তি’ পেলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ, কোন শর্তে ‘মুক্ত’ তিনি

মুক্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি সুপ্রিমো লাসলুপ্রসাদ যাদব। পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন তিনি।

Google Oneindia Bengali News

মুক্তি পেলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী আরজেডি সুপ্রিমো লাসলুপ্রসাদ যাদব। পাঁচদিনের জন্য প্যারোলে মুক্তি পেলেন তিনি। ছেলের বিয়ে উপলক্ষে জেল কর্তৃপক্ষ তাঁর পাঁচদিনের প্যারোলে মুক্তি মঞ্জুর করেন। সেইমতো বুধবার তিনি জেল থেকে মুক্তি পান। এদিনই পাটনার বাড়িতে ফিরছেন তিনি। উল্লেখ্য, আগামী ১২ মে লালু প্রসাদ যাদবের বড় ছেলের বিয়ে।

‘মুক্তি’ পেলেন পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ, কোন শর্তে ‘মুক্ত’ তিনি

লালুপ্রসাদের বড় ছেলে তেজপ্রতাপ যাদব গত ১৮ এপ্রিল বাগদান সারেন। প্রাক্তন পরিবহনমন্ত্রী চন্দ্রিকা রাইয়ের মেয়ে ঐশ্বর্যা রাইয়ের সঙ্গে তাঁর বিয়ে চূড়ান্ত। এই অবস্থায় লালুপ্রসাদ ছেলের বিয়েতে উপস্থিত থাকার জন্য জেল কর্তৃপক্ষের কাছে ছুটির আবেদন জানান।

সেইমতোই প্যারোলে তাঁর ছুটি মঞ্জুর হয়। আপাতত পাঁচদিন তিনি ছেলের বিয়ের আনন্দ অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। তারপর ফিরে যাবেন জেলে। উল্লেখ্য, পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত হয়েছেন লালুপ্রসাদ যাদব। বর্তমানে তিনি রাঁচির বিরসা মুণ্ডা জেলে বন্দি রয়েছেন।

বর্তমানে তিনি অসুস্থ। ভর্তি ছিলেন রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সেস হাসপাতালে। সেখান থেকেই তিনি ছুটি নিয়ে পাটনা রওনা হবেন এদিন। প্যারোলে ছুটির আবেদন করার পর জেল কর্তৃপক্ষ হাসপাতালের সঙ্গে কথা বলেই তাঁর ছুটির বিষয়টি পাকা করা হয়। ১৬ মে তা্ঁকে ফের জেলে ফিরতে হবে।

English summary
Former Chief Minister of Bihar Lalu Prasad Yadav is released on parole for his son TejPratap's marriage on 12th May,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X