For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লাদাখের ফ্রিকশন পয়েন্টে ভারতের সেনার কোন বিশেষ বাহিনী পৌঁছল! চিনা সংহারে সমরসজ্জায় তৎপরতা শুরু

ভারতীয় সেনার যে দল পার্বত্য যুদ্ধাভিযানে পটু সেই দলকে নিয়েই এবার লাদাখে চিনকে দুরমুশ করতে উদ্যত ভারতীয় সেনা। আর চরম সতর্কতার মধ্যে ভারতীয় সেনা এবার লাদাখে নিয়ে ফেলল বড় পদক্ষেপ।

  • |
Google Oneindia Bengali News

ভারতীয় সেনার যে দল পার্বত্য যুদ্ধাভিযানে পটু সেই দলকে নিয়েই এবার লাদাখে চিনকে দুরমুশ করতে উদ্যত ভারতীয় সেনা। আর চরম সতর্কতার মধ্যে ভারতীয় সেনা এবার লাদাখে নিয়ে ফেলল বড় পদক্ষেপ।

লাদাখে বিশেষ বাহিনী

লাদাখে বিশেষ বাহিনী

লাদাখের উঁচু এলাকার ফরোয়ার্ড লোকেশনগুলিতে ক্রমাগত মাউন্টেন ওয়ারফেয়ার ফোর্সকে মোতায়েন করা হয়েছে। চিনা আগ্রাসনের মুখে ভারতীয় সেনা চরম তৎপরতায় থেকে এমনই পদক্ষেপ নিয়েছে।

চিন কী চেষ্টা করেছে?

চিন কী চেষ্টা করেছে?

চিন বহুবার চেষ্টা করেছে , যাতে উঁচু জায়গা থেকে ভারতকে সরিয়ে লাদাখে দাপুটে লোকেশনগুলি তারা দখল করে। নতুন করে ২৯-৩০ অগাস্টও তারা সেই চেষ্টা করেছে। তবে তা সম্ভব হয়নি। ফলে এবার পার্বত্য গতিবিধিতে পটু ভারতীয় সেনার বিশেষ বাহিনীকে উঁচু এলাকায় মোতায়েন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বোচ্চ অ্যালার্টে সেনা!

সর্বোচ্চ অ্যালার্টে সেনা!

ভারতীয় সেনার সর্বোচ্চ অ্যালার্টে আপাতত রয়েছে লাদাখে মোতায়েন সেনা। সদাসতর্কতার সঙ্গে তারা প্রতি পদক্ষেপে চিনের গতিবিধি মেপে যেমন দেখছে, তেমনই লাদাখ জুড়ে অতন্দ্র প্রহরায় মোতায়েন তারা। আর তাতেই দেখা গিয়েছে, চিনারা আগের থেকে অনেকটা এগিয়ে এসেছে।

গত ২৯ তারিখ থেকে সংঘাত

গত ২৯ তারিখ থেকে সংঘাত

উল্লেখ্য, গত ২৯ তারিখ থেকে নতুন করে লাদাখে সংঘাতের আবহ দেখা গিয়েছে। তারপর থেকেই প্যানগং লেকের সীমানা দুই দুই দেশের সেনার মধ্যে ক্রমেই পারদ চড়েছে। এরপর ৭ সেপ্টেম্বর রেচিন লা, রেজাং লা এলাকায় শোনা যায় বন্দুকের শব্দ। যারপর থেকে পরিস্থিতি আরও গম্ভীর হচ্ছে লাদাখে।

ফের বিধ্বংসী আগুনে জ্বলল বেইরুট! বিস্ফোরণের এক মাস পর ফের আকাশ জুড়ে কালো ধোঁয়া শহরেফের বিধ্বংসী আগুনে জ্বলল বেইরুট! বিস্ফোরণের এক মাস পর ফের আকাশ জুড়ে কালো ধোঁয়া শহরে

English summary
Ladakh stand off , India’s special mountain warfare units at friction points in Ladakh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X