For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চিনের চোখ রাঙানির জবাব দিতে কোমর কষছে ভারত! লাদাখে শুরু তৎপরতা

চিনের চোখ রাঙানির জবাব দিতে কোমর কষছে ভারত! লাদাখে শুরু তৎপরতা

  • |
Google Oneindia Bengali News

একদিকে চিনকে ছাপিয়ে গিয়েছে ভারত করোনার সংক্রমণের পরিসংখ্যানে। অন্যদিকে, সেই চিনই ক্রমেই আগ্রাসন বাড়াচ্ছে লাদাখ সীমান্ত দিয়ে। এমন পরিস্থিতিতে ভারত নিয়ে ফেলল কড়া পদক্ষেপ।

 লাদাখে সেনা বাড়ছে!

লাদাখে সেনা বাড়ছে!

চিনের সেনার সংখ্যা লাদাখের ওপারে বাড়তেই , লাদাখের এপারে ভারতের সেনার পরিমাণ বাড়িয়ে দিল দিল্লি। এক সূত্রের দাবি অনুযায়ী, চিনের সেনার সংখ্যার তুলনায় ভারতের সেনার সংখ্যা যাতে কম না পড়ে , তাই সীমান্ত নিরাপত্তা ঘিরে এই পদক্ষেপ নিয়েছে দিল্লি।

লাদাখে চিনের ৫০০০ সেনা

লাদাখে চিনের ৫০০০ সেনা

লাদাখ সীমান্তে চিন ৫ হাজার সেনা মোতায়েন করেছে। আচমকাই সিকিম ও লাদাখের কিছুদিন আগের দুই ঘটনার পর থেকে এমন পরিস্থিতি।

 নরভানের লাদাখ পরিদর্শন

নরভানের লাদাখ পরিদর্শন

সেনা প্রধান জেনারেল নরভানে লাদাখে যাওয়ার সময়ই এমনই পদক্ষেপ নিয়েছে চিনর সেনা। যার ফলে রীতিমতো তোলপাড় শুরু হয়ে গিয়েছে। এদিকে, লাদাখের সীমান্তে ইন্দো টিবেটিয়ান বর্ডার ফোর্স বাড়িয়ে দিয়েছে ভারতীয় সেনা।

 সমস্যার শুরু কোথা থেকে?

সমস্যার শুরু কোথা থেকে?

গোটা সমস্যার শুরু লাদাখের প্যানগং লেকের চারপাশ ঘিরে। সেখানে চিনা সেনাকে কয়েকমাস আগেই টহল দিতে দেখা যায়। সঙ্গে সঙ্গে এগিয়ে যায় ভারতীয় সেনা। শুরু হয় সংঘাত। ডোকলাম পরবর্তী সময়ে এই সংঘাত রীতিমতো তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

চিন-মার্কিন দ্বন্দ্বের আবহে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে আলোচনা ট্রাম্পের অফিসে! তুঙ্গে পারদ চিন-মার্কিন দ্বন্দ্বের আবহে নিউক্লিয়ার টেস্টিং নিয়ে আলোচনা ট্রাম্পের অফিসে! তুঙ্গে পারদ

English summary
Ladakh , India deploys more troops as China digs in eastern part
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X