For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নীতিহীনতাই হারিয়ে দিল', দিল্লি ভোটে কংগ্রেস নিয়ে বিস্ফোরক প্রণব-কন্যা শর্মিষ্ঠা

'নীতিহীনতাই হারিয়ে দিল', দিল্লি ভোটে কংগ্রেস নিয়ে বিস্ফোরক প্রণব-কন্যা শর্মিষ্ঠা

  • |
Google Oneindia Bengali News

দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতের ছেলে সন্দীপ দীক্ষিত সোমবারই মুখ খুলে কংগ্রেসের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। এরপর এদিন প্রাক্তন রাষ্ট্রপতি তথা কংগ্রেসের 'চাণক্য' বলে পরিচিত প্রণব মুখোপাধ্যায়ের মেয়ে শর্মিষ্ঠা মুখোপাধ্যয়ও বিস্ফোরক মন্তব্যে দলের অন্দরের অস্বস্তি নিয়ে মুখ খোলেন।

প্রণব-কন্যার বার্তা

'আমরা দিল্লিতে তলানিতে। অনেক হয়েছে আন্তম অনুসন্ধান এবার কাজ করা শুরু হোক। .. ' এমন ভাষাতেই এদিন টুইট শুরু করেন শর্মিষ্ঠা মুখোপাধ্যায়। তিনি বলেন, সিদ্ধান্ত নিতে দেরি করা, নীতিহীনতা সহ একাধিক বিষয় এই নির্বাচনে কংগ্রেসকে ধরাশায়ী করেছে।

সন্দীপের দাবি

সন্দীপের দাবি

সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে কংগ্রেসের তরফে সন্দীপের দাবি, 'কংগ্রেসের দিল্লির প্রধানের উদাসিনতা .. দিল্লির ২ থেকে ৩জন কংগ্রেসকর্মী এই হারের জন্য সরাসরিভাবে দায়ী।' এমন দাবি করে দিল্লি কংগ্রেসের অন্দরের কোন্দলকে আরও স্পষ্ট করে দিয়েছেন সন্দীপ। মনে করা হচ্ছে একাধিক জায়গায় কংগ্রেসের সাংগঠনিক শক্তির অভাবের জেরেই কংগ্রেস শোচনীয় হারের মুখে পড়েছে দিল্লিতে। কোন কারণ কংগ্রেসকে দুরমুশ করে দিয়েছে?

শর্মিষ্ঠা মুখোপাধ্যায়ের দাবি, কংগ্রেস এই নির্বাচনে একাত্ম হতেও ব্যর্থ হয়েছে। আর সেই কারণেই এভাবে মুখ থুবড়ে পড়েছে রাহুল গান্ধীর দল। এছাড়াও নিচু তলার কর্মীদের উজ্জিবীত না করতে পারা , মানুষের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করে রাখাও এই নির্বাচনে বিজেপির হারের অন্যতম কারণ বলে মনে করছেন শর্মিষ্ঠা।

কোন কারণ কংগ্রেসকে দুরমুশ করে দিয়েছে?

কোন কারণ কংগ্রেসকে দুরমুশ করে দিয়েছে?

এদিন নিজের টুইটেই শর্মিষ্ঠা স্পষ্ট করেন যে, দিল্লিতে এই নির্বাচনের দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন। প্রসঙ্গত, শীলা দীক্ষিতের পুত্র সন্দীপও দাবি করেন যে গত সেপ্টেম্বর মাস থেকেই তাঁর মনে হচ্ছিল যে ময়দান থেকে বেরিয়ে গিয়েছে কংগ্রেস। তাঁরও ক্ষোভ গিয়ে পড়েছে দলীয় নেতৃত্বের উপর।

'আমি দায়িত্ব নিলাম'

'আমি দায়িত্ব নিলাম'

এদিন নিজের টুইটেই শর্মিষ্ঠা স্পষ্ট করেন যে, দিল্লিতে এই নির্বাচনের দায় তিনি নিজের কাঁধে নিচ্ছেন। প্রসঙ্গত, শীলা দীক্ষিতের পুত্র সন্দীপও দাবি করেন যে গত সেপ্টেম্বর মাস থেকেই তাঁর মনে হচ্ছিল যে ময়দান থেকে বেরিয়ে গিয়েছে কংগ্রেস। তাঁরও ক্ষোভ গিয়ে পড়েছে দলীয় নেতৃত্বের উপর।

English summary
Lack of strategy hurt Cong in Delhi Assembly election 2020 says Pranab Mukherjee's daughter
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X