For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাংলা থেকে রাষ্ট্রপতি পদক পাচ্ছে শামিম-শিবপ্রসাদ মুখোপাধ্যায়! পুলিশ মেডেল পাচ্ছেন কারা?

প্রজাতন্ত্র দিবসের আগে একাধিক নাগরিক সম্মান ঘোষণা কেন্দ্রের!

  • |
Google Oneindia Bengali News

প্রজাতন্ত্র দিবসের আগে একাধিক নাগরিক সম্মান ঘোষণা কেন্দ্রের! ঘোষণা করা হচ্ছে পদ্মভূষণ, পদ্মবিভূষণ এবং পদ্মশ্রী প্রাপকদের নামের তালিকা। প্রখ্যাত বাঙালি চিকিৎসক Dilip Mahalanabis-কে মরণোত্তর পদ্মবিভূষণ দিচ্ছে সরকার। তেমন উত্তর প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মুলায়ম সিং যাদবকেও পদ্ম বিভূষণে সম্মানিত করা হচ্ছে।

এছাড়াও পদ্মভূষণ এবং পদ্মশ্রী পাচ্ছেন দেশের একাধিক সমাজকর্মী থেকে শুরু করে বিভিন্ন স্তরের মানুষ।

রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান ঘোষণা করা হয়েছে

রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান ঘোষণা করা হয়েছে

অন্যদিকে প্রজাতন্ত্র দিবসের প্রাককালে রাষ্ট্রপতি ও পুলিশ পদক সম্মান ঘোষণা করা হয়েছে। যার মধ্যে বাংলা থেকে ২২ জনের নাম ঘোষণা করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে। তবে এই তালিকার প্রথমেই রয়েছেন জাভেদ শামিম। যিনি কিনা এই মুহূর্তে ADG & IGP (Law & Order), WB -এ কর্মরত তিনি। অন্যদিকে শিবপ্রসাদ মুখোপাধ্যায় যিনি কলকাতা পুলিশে কর্মরত। শামিম এবং শিব প্রসাদ মুখোপাধ্যায়কে রাষ্ট্রপতি পদক সম্মানে সম্মানিত করা হচ্ছে। দীর্ঘ কর্ম জীবনে একাধিক অবদানের জন্যে এই সম্মান দেওয়া হচ্ছে এই আধিকারিকদের।

কারা পাচ্ছেন পুলিশ মেডেল পাচ্ছেন বাংলা থেকে

কারা পাচ্ছেন পুলিশ মেডেল পাচ্ছেন বাংলা থেকে

অন্যদিকে বেশ কয়েকজন পুলিশ মেডেল পাচ্ছেন বাংলা থেকে। তাঁরা হলে কলকাতা পুলিশের ACP শ্রী ধীরেন্দ্র সিং, IGP ভবানী ভবন শ্রী সুনীল কুমার চৌধুরী, এছাড়াও রয়েছেন ডিএসপি ভবানী ভবন শঙ্কর প্রসাদ ঘোরাই। ইনস্পেকটর স্বরূপ কান্তি পাহাড়ি। সুব্রত দে, যিনি কিনা এসটিএফ, কলকাতা পুলিশে কর্মরত। ইনস্পেকটর অচিন্ত সরকার (আলিপুর), বারাকপুরের সমাপ্তি বন্দ্যোপাধ্যায়, লর্ড সিনহা রোডের ইনস্পেকটর নীলমণি নন্দি, বডি গার্ড লাইনের ডিসিপি উজ্জ্বল হাজরা। ইসলামপুরের কনস্টেবল ড্রাইভার বিশ্বজিত রায়। লর্ড সিনহা রোডের কনস্টেবল অমল মল্লিক। সালুয়ার নায়েক সুভেদার অরুণ কুমার তামাং, আলিপুর এএসআই বুলু সেনাপতি, বডি গার্ড লাইনের এএসআই অসীম কুমার সাহা পাচ্ছেন এবার পুলিশ মেডেল। এছাড়াও আরক্ষ ভবনের এসআই তপন রায়, পূর্ব মেদিনীপুরের এসআই অমর চন্দ্র ধীবর, এএসআই স্বপন কুমার হুদাইদ, আলিপুরদুয়ারের ইনস্পেকটর ইন চার্জ বাসুদেব সরকার। বারাকপুর কোর্টের কনস্টেবল পুর্নিমা ঘোষ, বেলবিডার রোডের কনস্টেবল শঙ্কর মজুমদার ২০২৩ সালের পুলিশ মেডেল প্রাপকদের তালিকাতে রয়েছে।

Gallantry Award পাচ্ছে 'Zoom'!

Gallantry Award পাচ্ছে 'Zoom'!

অন্যদিকে Gallantry Award পাচ্ছে ভারতীয় সেনার জাবাজ কুকুর জুম 'Zoom'! যদিও সে আজ এই পৃথিবীতে নেই। তবে সেনাবাহিনীর এই কুকুর জুমের সাহায্যে গত ৯ অক্টোবর গভীর রাতে জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে নিরাপত্তা বাহিনীর হাতে দুই জঙ্গি নিহত হয়। আর এই অপারেশন চলাকালীন গুলি লাগে জুমের শরীরে। যদিও দ্রুত তাঁকে চিকিৎসা দেওয়া হলেও জুমকে বাঁচানো সম্ভব হয়নি। জানা যায়, যে ঘরে লুকিয়ে ছিল জঙ্গিরা তা খালি করার কাজ দেওয়া হয় 'Zoom'কে। জঙ্গিদের বুঝতে পেরেই সে হামলা করেছিল। জঙ্গিরা গুলি চালায়! দুটি গুলি লাগে। কিন্তু এরপরেও 'Zoom' হাল ছাড়েনি। তাঁর কাজ শেষ করে। আর সেই 'Zoom' -এর কারণে দুই জঙ্গিকে খতম করতে পারে সেনা।

English summary
know the names who are getting police medals from west bengal ahead of republic day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X