For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের বীর সেনাদের জন্য কিছু করতে চান! জানুন কীভাবে আপনি অংশীদার হবেন

১৯৪৯ সালের ৭ ডিসেম্বর থেকে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে ভারতে পালিত হয়ে আসছে।

  • |
Google Oneindia Bengali News

১৯৪৯ সালের ৭ ডিসেম্বর থেকে আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে ভারতে পালিত হয়ে আসছে। বীর সেনাদের সম্মাননা জানাতেই এই দিনটি পালিত হয়। যাঁরা দেশের জন্য প্রাণ দিয়েছেন। এমন বীরদেরই সম্মাননা জানানো হয় এদিন। প্রতি বছর ৬০ হাজার জন করে সেনা প্রাক্তনের খাতায় চলে যান। ফলে সেই সংখ্যা বেড়ে হয়ে গিয়েছে ৩০ লক্ষের বেশি।

তৈরি হয়েছে ফান্ড

তৈরি হয়েছে ফান্ড

সেন্টার ফর দ্য ওয়েলফেয়ার অ্যান্ড রিহ্যাবিলিটেশন অব দ্য এক্স-সার্ভিসমেন কমিউনিটি 'আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে ফান্ড' তৈরি করেছে। যাতে সেনাদের নানা সুযোগ-সুবিধা দেওয়া যায়।

নানাভাবে করা যেতে পারে সাহায্য

নানাভাবে করা যেতে পারে সাহায্য

বিভিন্ন অ্যাকাউন্ট, সোশ্যাল ফর্ম্যাট যেমন ইউপিআই, পেটিএমের সাহায্য নিয়ে ফান্ড তোলা হচ্ছে। যে টাকা উঠবে তা দিয়ে শহিদদের পরিবারকে সাহায্য করা হবে। এমনকী দুঃস্থ সেনা বা প্রাক্তন সেনাদের পরিবারকেও সাহায্য করা হবে।

আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে উদযাপন

আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে উদযাপন

ইউজিসি সারা দেশের বিশ্ববিদ্যালয়গুলিকে ৭ ডিসেম্বরের আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে উদযাপনের কথা বলেছে। দেশের জওয়ানরা যে ত্যাগ করেছেন, তার বদলে সামান্য সম্মাননা প্রদর্শন করতে বলা হয়েছে। শুধু সন্ত্রাসবাদ নয়, প্রাকৃতিক বিপর্যয় সহ নানা সামাজিক সমস্যায় সেনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েন তার কোনও তুলনা নেই।

শুভেচ্ছা মমতারও

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় আর্মড ফোর্সেস ফ্ল্যাগ ডে-তে সেনাদের শুভেচ্ছা জানিয়েছেন, শহিদদের শ্রদ্ধা জানিয়েছেন। যে পরিষেবা সেনারা দেন তা অতুলনীয়। আমাদের সকলকে সেনার উন্নয়নে একসঙ্গে কাজ করতে হবে বলেও মুখ্যমন্ত্রী জানিয়েছেন।

কীভাবে সাহায্য করবেন

কীভাবে সাহায্য করবেন

সেনার হয়ে কিছু করতে চাইলে, নিজেরা উদ্যোগ নিন। বেশ কয়েকটি ক্যাশলেস পেমেন্টের ব্যবস্থা রয়েছে। 8800462175 পেটিএম নম্বরে টাকা পাঠানো যেতে পারে। এছাড়া ইউপিআই কোড রয়েছে - armedforcesflagdayfund@sbi -এর। এছাড়া ক্রেডিট/ডেবিট অথবা নেটব্যাঙ্কিংয়ের সাহায্য করা যেতে পারে। ksb.gov.in/armed-forces-flag-day-fund.html অথবা ksb.gov.in/armed-forces-flag-day-fund.html - এর মাধ্যমে। এই ধরনের দানে ৮০(জি) ধারা অনুযায়ী আয়করের ছাড় রয়েছে।

English summary
Know about 'Armed Forces Flag Day' and how to contribute to funds that can help Indian Army
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X