For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বড়দিনের আগে চার্চে নির্যাতনের অভিযোগ নিয়ে পোপের দ্বারস্থ কেরলের নানরা

বড়দিনের আগে চার্চে নির্যাতনের অভিযোগ নিয়ে পোপের দ্বারস্থ কেরলের নানরা

Google Oneindia Bengali News

কেরলের চার্চে নানকে ধর্ষণের ঘটনায় এখনও বিচার পায়নি। বিশপ ফ্রঙ্কো মুনাক্কালের এখনও সাজা চূড়ান্ত হয়নি। এই নিয়ে ভ্যাটিকানের পোপের কাছে আবেদন জানালেন কেরলেন নানরা। তাঁরা অভিযোগ করেছেন শুধু ফ্র্যাঙ্কো মুনাক্কাল নন, কেরলে একাধিক চার্চে নির্যাতনের স্বীকার হতে হচ্ছে নানদের। এছাড়াও অকারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগ আনা হচ্ছে নানদের বিরুদ্ধে ভ্যাটিকানে পোপের কাছে এমনই অভিযোগ জানিয়েছেন তাঁরা।

 ভ্যাটিকানে অভিযোগ নানদের

ভ্যাটিকানে অভিযোগ নানদের

শৃঙ্খলাভঙ্গের অভিযোগে বরখাস্ত কেরলের সিস্টার লুসি কালাপ্পুরাকে বরখাস্ত করেছে চার্চ। তাঁর বিরুদ্ধে গাড়ি কেনা সহ একাধিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ করা হয়েছে। যদিও সব অভিযোগই মিথ্যা বলে দাবি করেছিলেন সিস্টার লুসি। অন্যায় এই সিদ্ধান্তের প্রতিবাদে এবার ভ্যাটিকানে পোপের কাছে নালিশ জানিয়েছেন তিনি। সামনেই আসছে বড়দিনের উৎসব, তার আগেই পোপের কাছে এই অভিযোগ জানিয়েছেন তিনি। লিওনার্দে কার্ডিনাল সান্ডেরিকে লেখা চিঠিতে সিস্টার লুসি অনুরোধ করেছেন, তাঁকে বরখাস্তের যে সিদ্ধান্ত জানানো হয়েছে সেটা একেবারেই মিথ্যে এবং তিনি তাঁর সপক্ষে এই নিয়ে যুক্তি পেশ করতে চান। এবং তাঁর মামলাটি নিয়ে তিনি পোপ ফ্রান্সিসের কাছে যেতে চান বলেও জানিয়েছেন কার্ডিনালকে লেখা চিঠিতে

সিস্টার লুসির প্রথম আবেদন খারিজ হয়েছিল

সিস্টার লুসির প্রথম আবেদন খারিজ হয়েছিল

এর আগেও ভ্যাটিকানে জানানো তাঁর আবেদন খারিজ করা হয়েছিল। বলা হয়েছিল তাঁর জীবনযাপন নিয়ে যে অভিযোগ উঠেছে তা ভুল প্রমাণিত করার জন্য যাথাযথ যুক্তি দেখাতে পারেননি সিস্টার লুসি। কিন্তু তার পরে ফের দ্বিতীয়বার আবেদন জানান লুসি। এবার সরাসরি পোপের কাছে নিজের মামলা পেশ করার অনুরোধ জানিয়েছেন তিনি।

ফ্র্যাঙ্কো মুনাক্কালের বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত

ফ্র্যাঙ্কো মুনাক্কালের বিরুদ্ধে প্রতিবাদ করায় বরখাস্ত

কেরলে চার্চে নানকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত ফ্র্যাঙ্কো মুনাক্কালের বিরুদ্ধে প্রকাশ্যে প্রতিবাদ করাতেই তাঁকে বরখাস্ত হতে হয়েছে বলে অভিযোগ করেছিলেন লুসি। ২০১৯ সালের অগস্টেই ফ্রাঙ্কো মুনাক্কালকে বিশপ পদ থেকে বরখাস্ত করা হয়েছে।

ফ্রাঙ্কে মুনাক্কালের ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে কেরলের চার্চে একাধিক ঘটনা প্রকাশ্যে আসতে শুরু করে। যদিও ফ্রঙ্কো মুনাক্কালের পুরো ঘটনাটিই এখন সুপ্রিম কোর্টের বিচারাধীন।

English summary
Kerala nuns has sought an opportunity to present her case to the Pope Francis
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X