For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই বাজেট কেরলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা, মন্তব্য সেই রাজ্যের অর্থমন্ত্রীর

Google Oneindia Bengali News

নির্মলা সীতারমনের পেশ করা কেন্দ্রীয় বাজেটকে কেরলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা বলে আখ্যা দিলেন রাজ্যের অর্থমন্ত্রী আইজ্যাক থমাস। বাজেট প্রসঙ্গে বলতে গিয়ে আইজ্যাক বলেন, 'বাজেটে বোমার মতো বেশ ভারী শব্দ প্রয়োগ করা হলেও সরকারের তরফে খরচ বাড়ানোর কোনও কথা বলা হয়নি। কৃষির খাতে ব্যয় দেখুন। বরাদ্দ প্রায় একই। আপনি কর্মসংস্থান গ্যারান্টি স্কিম দেখুন। এটি বর্তমান বছরের ব্যয়ের তুলনায় প্রায় ১০ হাজার কোটি টাকা কম বরাদ্দ পেয়েছে।'

সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে মাত্র ৯ শতাংশ

সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে মাত্র ৯ শতাংশ

আইজ্যাক থমাস বলেন, 'সরকারি ব্যয় বৃদ্ধি পাচ্ছে মাত্র ৯ শতাংশ। তারা অর্থনীতির জন্য ১০ শতাংশ প্রবৃদ্ধির হার ধরে নিয়েছে। যার অর্থ তাদের সরকারি ব্যয়ের পরিমাণ বাজারে মন্দা পরিস্থিতিকে সরিয়ে দেবে। তবে এই পরিকল্পনা পাগলের প্রলাপ। অন্তত আমার মনে হয় এটি খুব বিপজ্জনক কারণ খুব শীঘ্রই বিষয়গুলি হাতছাড়া হয়ে যেতে পারে।'

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ

করোনা ভাইরাস নিয়ে উদ্বেগ প্রকাশ করে আইজ্যাক বলেন, 'যদি এটি এক সপ্তাহের মধ্যে নিয়ন্ত্রণ না করা হয় তবে এটি বিশ্ব বাণিজ্যকে বড় আকারে প্রভাবিত করতে চলেছে। এটি আমাদের দশকের সব থেকে নিচু পয়েন্ট হতে পারে। খুব মারাত্মক আন্তর্জাতিক মন্দা হতে পারে। এই পরিস্থিতিতে এমন একটি বাজেট পেশ হল যাতে ব্যয় কমানোর চেষ্টা করা হচ্ছে।'

বন্যার পরে লড়াই করছে কেরল

বন্যার পরে লড়াই করছে কেরল

তিনি আরও অভিযোগ করেন, 'কেন্দ্র ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের থেকে ১.৯ লক্ষ কোটি টাকা চুরি করে। আপনি যদি এটি যুক্ত করেন তবে কেন্দ্রের আর্থিক ঘাটতি প্রায় ৫ শতাংশ পর্যন্ত চলে গিয়েছে। এদিকে কেরলের মতো রাজ্যগুলি বন্যার পরে লড়াই করছে, কিন্তু তাদের হাতে টাকা নেই। তবে আমরা বিশ্বাস, কেন্দ্রীয় সরকারের বাধা সত্ত্বেও কেরলকে এগিয়ে যেতে হবে।'

আমাদের সঙ্গে কেরলের মানুষ আছে

আমাদের সঙ্গে কেরলের মানুষ আছে

এরপর আরও আক্রমণাত্বর হয়ে তিনি বলেন, 'তারা কেরলকে শ্বাসরোধ করছে। আপনি আমাদেরকে বন্যার ক্ষয়ক্ষতি ত্রাণ দেবেন না, পুনর্নির্মাণের জন্য অতিরিক্ত ঋণ গ্রহণের অনুমতি দেবেন না, আপনি আমাদের সমসাময়িক ঋণেও কোপ বসাচ্ছেন। এই বাজেট কেরলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা। আপনি রাজ্যের জন্য করের অংশ হ্রাস করছেন। তবে কেরল তার বিকল্প পথে উন্নয়ন এবং রাজনীতি চালিয়ে যাবে। আমাদের সঙ্গে কেরলের মানুষ আছে।'

English summary
Kerala Minister Thomas Isaac says budget is a war cry against state
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X