For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ধসের মাটি সরাতেই একের পর এক ক্ষতবিক্ষত মৃতদেহ! বন্যাবিধ্বস্ত কেরলের ইদ্দুকিতে ভয়াবহ পরিস্থিতি

ধসের মাটি সরাতেই একের পর এক ক্ষতবিক্ষত মৃতদেহ! বন্যাবিধ্বস্ত করেলর ইদ্দুকিতে ভয়াবগ পরিস্থিতি

  • |
Google Oneindia Bengali News

দুর্যোগের মেঘ যেন কেরলের আকাশ থেকে কিছুতেই সরছে না। কেরলে প্রবল বৃষ্টি ও বন্যার জেরে তুমুল বিপর্যয়ের মেঘ আকাশে। বৃষ্টির তোড় বাড়তে থাকায়, আইএমডির তরফে লাল সতর্কতা জারি করা হয়েছে। একনজরে দেখে নেওয়া যাক প্রবল প্লাবন বিধ্বস্ত কেরলের পরিস্থিতি।

ধসের মাটি সরাতেই একের পর এক ক্ষতবিক্ষত মৃতদেহ! বন্যাবিধ্বস্ত কেরলের ইদ্দুকিতে ভয়াবহ পরিস্থিতি

এদিকে, বন্যার জেরে প্রবল ভূমিধস কেরলের একাধিক জায়গায়। ইদুক্কি এরমধ্যে অন্যতম। ইদুক্কিতে এদিন আরও ৩ টি মৃতদেহ ভেসে আসে জলের তোড়ে। রাজামালা এলাকার এই ঘটনায় সেখানে ধসের জেরে মৃতের সংখ্যা ৫২ হয়েছে। জাতীয় বিপর্যয় মোকাবিলা দলের একাধিক তাবড় কর্তা সেখানে উদ্ধার কাজে হাত লাগিয়েছেন। এখনও খোঁজ নেই বহুজনের।

উল্লেখ্য, কেরলের একাধিক প্রান্তে প্রবল বৃষ্টিতে ভূমি ধসে গিয়েছে। জলের তোড়ে ক্ষয়ে গিয়েছে বহু জায়গার মাটি। আর তার জেরেই ইদুক্কি ও মালাপ্পুরমের মতো জায়গায় বহু বাড়ি ধসে গিয়েছে। স্বপ্নসুন্দর ওয়েনাদ এখন কার্যত প্লাবনের গ্রাসে। সঙ্গে ইদুক্কি ও মালাপ্পুরমেরও একই অবস্থা। এমন অবস্থায় রেড অ্যালার্ট জারি করেছে আইএমডি। ফলে ১১ অগাস্ট পর্যন্ত এই সমস্ত প্রবল বন্যা বিধ্বস্ত এলাকার মানুষকে সচেতন থাকতে বলা হয়েছে। সতর্ক রয়েছে জেলা প্রশাসন।

করোনা মোকাবিলায় মোদীর কাছে বাড়তি অর্থের দাবি রাজ্যগুলির! উঠল খরচের উর্ধ্বসীমা তোলার প্রসঙ্গওকরোনা মোকাবিলায় মোদীর কাছে বাড়তি অর্থের দাবি রাজ্যগুলির! উঠল খরচের উর্ধ্বসীমা তোলার প্রসঙ্গও

English summary
Kerala idukki landslidedeath toll reaches 52
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X