For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরল সরকার NPR নিয়ে বড়সড় পদক্ষেপের পথে! কোন সিদ্ধান্ত বিজয়ন সরকারের

সিএএ-র পর কেরল সরকার NPR নিয়ে বড়সড় পদক্ষেপের পথে! কোন সিদ্ধান্ত বিজয়ন সরকারের

  • |
Google Oneindia Bengali News

কেন্দ্রের মোদী সরকারের প্রবর্তিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে যে কোনও মতেই সহযোগিতার রাস্তা হাঁটতে চাইছে না কেরলের বাম সরকার, তা আরও একবার স্পষ্ট করে দিয়েছেন পিনারাই বিজয়ন। নাগরিকত্ব সংশোধনী আইনের পর এবার এনপিআর নিয়েও একই রাস্তায় হাঁটতে চাইছে কেরলের বাম সরকার।

এনপিআর নিয়ে বাম সরকারের কোন পদক্ষেপ?

এনপিআর নিয়ে বাম সরকারের কোন পদক্ষেপ?

এনপিআর নিয়ে এর আগে, কেরল সরকার সমস্ত রাজ্যসরকারী কর্মীদের কাছে একটি নির্দেশিকা পাঠিয়ে দিয়েছে। সেখানেই কেরল সরকার জানিয়েছে, যে কোনও রাজ্যসরকারী কর্মী যদি এনপিআর এর প্রক্রিয়া নিয়ে কার্যকরী ভূমিকা নেন , তাহলে তাঁর বিরুদ্ধে 'ডিলিপ্লিনারি অ্যাকশন' নেওয়া হবে।

 এবার সেনসাস রেজিস্টার জেনারেল এর কাছে দরবার করতে চলেছে কেরল

এবার সেনসাস রেজিস্টার জেনারেল এর কাছে দরবার করতে চলেছে কেরল

কেরলে যে এনপিআর লাগু হবে না, তা এবার কেন্দ্রের সেনসাস রেজিস্টার জেনারেলকে জানাতে চলেছে কেরল। কেরলের সরকার সাফ বার্তায় জানাতে চায় , আদমসুমারী যে পদ্ধতিতে এতদিনে হয়ে এসেছে, সেই পদ্ধতিতেই এবার হবে।

বিজয়নের তোপের মুখে কেন্দ্র

বিজয়নের তোপের মুখে কেন্দ্র

কেরলের মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের তোপের মুখে কয়েকদিন আগেই পড়ে কেন্দ্র। ফের একবার সিএএ, এনআরসি, এনপির নিয়ে কেন্দ্রকে একের পর এক তোপ দাগেন কেরলের বাম সরকারের মাথা বিজয়ন। তিনি বলেন, আরএসএস-র মন মর্জির ওপর আধারিত নিয়মকে কেরল মানবে না। তবে সংবিধানকে শ্রদ্ধা জানাতে পিছপা হবে না কেরল।

কেন্দ্র প্রবর্তিত আইন নিয়ে বড় ঘোষণা কেরলের

কেন্দ্র প্রবর্তিত আইন নিয়ে বড় ঘোষণা কেরলের

কেরলের মুখ্যমন্ত্রী বলেন, যখন কেরল জানিয়েছিল যে এই রাজ্যে কোনও মতেই এনপিআর আর সিএএ মানবে না, তখন বিভ্রান্তি তৈরি হয়েছিল। তিনি বলেন, যখন একটি আইন উগ্রপন্থার নামান্তর হয়, তখন তা মানা যায় না।

ফের পড়ল টাকার দাম! ১০ দিনে দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দামে উল্লেখযোগ্য হ্রাসফের পড়ল টাকার দাম! ১০ দিনে দেশের বাজারে পেট্রোল, ডিজেলের দামে উল্লেখযোগ্য হ্রাস

English summary
Kerala Govt Now decides not to implement NPR, takes new steps
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X