For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মদ বিক্রি করতে রাতারাতি ৪ হাজার কিলোমিটার রাজ্য সড়কের চরিত্র বদল

জাতীয় বা রাজ্য সড়কের ধারে মদের দোকান খোলা বা মদ বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। এই নিয়মের জাঁতাকল থেকে বাঁচতে কেরলের ৪৩৪২ কিলোমিটার রাজ্য সড়ক 'ডিনোটিফাই' করে জেলা সড়কে বদলে ফেলা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

বামশাসিত কেরলে রাজ্য সড়কের ধারে মদ বিক্রি জারি রাখতে অভিনব সিদ্ধান্ত নেওয়া হল। জাতীয় বা রাজ্য সড়কের ধারে মদের দোকান খোলা বা মদ বিক্রি সারা দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। সেই নিয়মের জেরে বহু রাজ্যই রাজ্য সড়কের চরিত্র বদলে ফেলেছে। সেই পথে হেঁটে কেরল সরকারও একই ধরনের সিদ্ধান্ত নিয়েছে।

মদ বিক্রি করতে ৪ হাজার কিলোমিটার রাজ্য সড়কের চরিত্র বদল

আগের ইউডিএফ সরকারের নীতিতে বদল এনে পিনারাই বিজয়নের এলডিএফ সরকার রাজ্য সড়কের ধারে হোটেল, বার খোলার জন্য নতুন নীতি নিয়েছে। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১ এপ্রিল থেকে হাইওয়ের ধারে বা ৫০০ মিটারের মধ্যে মদের দোকান বন্ধ হয়ে করে দেওয়া হয়েছে।

এই নিয়মের জাঁতাকল থেকে বাঁচতে কেরলের ৪৩৪২ কিলোমিটার রাজ্য সড়ক 'ডিনোটিফাই' করে জেলা সড়কে বদলে ফেলা হয়েছে। ফলে এই রাস্তাগুলিতে মদের দোকান খোলা রাখা নিয়ে কোনও আইনের গেরোয় পড়তে হবে না। আগামী বুধবার এই সংক্রান্ত বিলও পাশ করিয়ে নেবে পিনারাই বিজয়নের সরকার।

কেরলে গত এপ্রিলের পর থেকে ৪৭৯টি মদের দোকান ও বার বন্ধ হয়ে গিয়েছে। সরকারি হিসাবে দিনে ৩ কোটি টাকার রাজস্ব ক্ষতি হচ্ছে। অর্থাৎ বছরে সেই ক্ষতির পরিমাণ ১ হাজার কোটি টাকা। গতবছরে যেখানে মদ থেকে রাজ্য সরকার ১০ হাজার ৫০০ কোটি টাকা আয় করেছে, সেখানে এবছর আয় বহুলাংশে কমে গিয়েছে। ফলে একবার বিধানসভায় বিল পাশ হয়ে গেলেই তা বলবৎ করবে কেরল সরকার।

English summary
Kerala govt to denotify 4342 km state highways to open liquor outlets, bar
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X