For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের ত্রাণ তহবিলে দান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর - গুজব না সত্যি

ক্রিশ্চিয়ানো রোনাল্ডো কেরলের ত্রাণ তহবিলে ৭৭ কোটি টাকা দান করেছেন, এই গুজব ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। তাঁর দানের বিষয়টি অস্পষ্ট, কিন্তু বার্সেলোনা লিভারপুলের মতো বড় ক্লাবগুলির সাহায্যের হাত

  • |
Google Oneindia Bengali News

কেরলের বিধ্বংসী বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এসেছেন বহু দেশ-বিদেশের বহু মানুষ। তাঁদের মধ্যে বিরাট কোহলি, শচিন তেন্দুলকর, বীরেন্দ্র সেওয়াগের মতো সেলিব্রিটিরাও আছেন। কিন্তু সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছেন ফুটবল তারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শোনা যাচ্ছে তিনি নাকি ৭৭ কোটি টাকা দান করেন কেরনের বন্যাত্রাণে। তবে রোনাল্ডোর পক্ষ থেকে কিছু জানা যায়নি। খবরের সত্যতা নিয়ে তাই জল্পনা চলছে।

কেরলের ত্রাণ তহবিলে দান ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর - গুজব না সত্যি

ঘটনার শুরুটা হয়েছিল কয়েকজন রোনাল্ডো ভক্তের আবেদনের মধ্য দিয়ে। সোশ্যাল মিডিয়ায় রোনাল্ডোর কিছু ভারতীয় ভক্ত কেরলের বন্যা পরিস্থিতির কথা জানিয়ে তাঁর কাছে সাহায্যের আবেদন জানিয়েছিলেন। তারপরই কয়েকজন টুইট করে দাবি করেন রোনাল্ডো ইতিমধ্যেই ৭৭ কোটি টাকা দান করেছেন কেরলের ত্রাণ তহবিলে। তাঁরা কেউই অবশ্য কোথা থেকে এই খবর পেয়েছেন তার সূত্র জানাননি।

এরপরই হাতে হাতে ছড়িয়ে পড়ে এই খবর। হোয়াট্সঅ্যাপে শুরু হয়ে যায় রোনাল্ডো বন্দনা। অনেকেই তাঁর এই সাহায্য়ের জন্য তাঁকে শুভেচ্ছা জানান, শ্রদ্ধা জানান। কিন্তু রোনাল্ডো এখনও এই বিষয়ে কোনও মন্তব্য করেননি। এবিষয়ে মেলেনি কোনও বিশ্বাসযোগ্য সূত্রের সমর্থনও।

তবে সাধারণত এরকম মানবিক বিষয়ে রোনাল্ডো তাঁর চ্যারিটেবল সংস্থার মাধ্যমে সাহায্য করে থাকেন। অতীতে তার নিদর্শন রয়েছে। তাই অনেকেই দাবি করছেন রোনাল্ডোর এই দান নিঃশব্দ দান। আবার একটা বড় অংশ একে গুজব বলে উড়িয়ে দিচ্ছেন। তবে তিনি কেরলে সাহায্য করেছেন কি করেননি তা নিয়ে চর্চা চলছে সোশ্যাল মিডিয়ায়।

রোনাল্ডোর সাহায্য নিয়ে সংশয় থাকলেও সংশয়হীনভাবে কেরলের সাহায্যে এগিয়ে এসেছে লিভারপুল, বার্সেলোনার মতো ফুটবল বিশ্বের বড় ক্লাবগুলি। লিভারপুল ক্লাব তাদের সমর্থকদের কাছেও কেরলের মানুষের পাশে দাঁড়াবার জন্য আবেদন জানিয়েছে।

English summary
Rumours of Cristiano Ronaldo's Rs 77 crore donation to Kerala relief fund, went viral in social media. His donation is unclear, but big clubs like Liverpool and Barcelona has extended their support to Kerala.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X