For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সবরিমালা ইস্যুতে লেগে গেল বিজেপি-সিপিএমে! অমিত শাহকে তুলোধোনা বিজয়নের

কেরলের সবরিমালা মন্দির নিয়ে বিজেপির হিন্দুত্ববাদী প্রতিক্রিয়াকে কড়া আক্রমণ করতে ছাড়লেন না কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।

  • |
Google Oneindia Bengali News

কেরলের সবরিমালা মন্দিরের ভক্তদের পাশে রয়েছেন বলে শনিবার বিতর্কিত মন্তব্য করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সুপ্রিম কোর্টের যে নির্দেশ রয়েছে ঠিক তার উল্টো প্রতিক্রিয়াই শোনা গিয়েছিল বিজেপি সভাপতির কথায়। সেই হিন্দুত্ববাদী প্রতিক্রিয়াকে হাতিয়ার করেই বিজেপিকে কড়া আক্রমণ করতে ছাড়লেন না কেরলের মুখ্যমন্ত্রী তথা সিপিএম নেতা পিনারাই বিজয়ন।

সবরিমালা ইস্যুতে অমিত শাহকে তুলোধোনা বিজয়নের

বিজয়নের কথায়, সংবিধান ও সুপ্রিমকোর্ট বিরোধী কথা বলছেন বিজেপি সভাপতি। কান্নুরে অমিত শাহ বলেন, ভক্তদের পাশে পর্বতের মতো দাঁড়িয়ে রয়েছে বিজেপি। সেখানে সুপ্রিম কোর্ট সববয়সী মহিলাদের প্রবেশের অধিকারের স্বপক্ষে রায় দিয়েছে। তারই বিরোধিতা শুরু করেছেন পুরুষ ভক্তরা।

শাহের কথায়, কেরলে সরকার ক্ষমতায় অপব্যবহার করছে। ২ হাজারের বেশি বিজেপি কর্মী সমর্থক গ্রেফতার হয়েছে। বিজেপি রাজ্যের কেরল সরকারকে হুঁশিয়ার করছে। তবে জানিয়ে দিই, বিজেপি ভক্তদের পাশে দাঁড়িয়ে রয়েছে।

এরই প্রেক্ষিতে বিজয়ন বলেছেন, আমিত শাহ ও তাঁর দল যে সংবিধান মানে না তা তাঁর বক্তব্যে পরিষ্কার হয়ে গিয়েছে। মৌলিক অধিকারকেও বিজেপি স্বীকৃতি দিচ্ছে না। আরএসএস ও সংঘ পরিবারের ভাবনা বিজেপিকে গ্রাস করেছে বলেও বিজয়ন আক্রমণ শানিয়েছেন।

বিজেপি যেমন ভক্তদের পাশে থাকার বার্তা দিয়ে ঘুরিয়ে সুপ্রিম কোর্টের রায়কে মান্যতা দিতে চায়নি, তেমনই সিপিএমের স্পষ্ট বক্তব্য, গেরুয়া শিবির এই রায় নিয়ে অযথা রাজনীতি করছে। গোটা বিষয়টিতে রাজনীতির রং মাখিয়ে কেরলের পরিবেশ অশান্ত করতে চাইছে।

English summary
Kerala CM Pinarayi Vijayan takes on Amit Shah, says his remark on Sabarimala is against Constitution
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X