For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কেরলের সাই সেন্টারে বিষফল খেয়ে আত্মহত্যার চেষ্টা ৪ অ্যাথলিটের, মৃত ১

  • |
Google Oneindia Bengali News

তিরুঅনন্তপুরম, ৭ মে : স্পোর্টস অথরিটি অব ইন্ডিয়া (সাই)-তে চার অ্যাথলিট আত্মহত্যার চেষ্টা করেছেন। এর মধ্যে একজন মারা গেলেও বাকী তিনজন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

বুধবার ঘটনাটি ঘটেছে কেরলে। সেখানকার পুলিশ জানিয়েছে, ওয়াটার স্পোর্টস সেন্টারে প্রশিক্ষণরত চার মহিলা খেলোয়াড় বিষাক্ত ফল খেয়ে একসঙ্গে আত্মহত্যার চেষ্টা করেন। ঘটনার জেরে সেই কেন্দ্রে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। এর মধ্যে ১৫ বছরের এক কিশোরী মারা গিয়েছে এবং বাকী তিনজন মৃত্যুর সঙ্গে লড়াই করছে বলেও জানিয়েছে পুলিশ।

কেরলের সাই সেন্টারে বিষফল খেয়ে আত্মহত্যার চেষ্টা ৪ অ্যাথলিটের, মৃত ১


কিন্তু কেন আত্মহত্যার পথ বেছে নিল এই কিশোরীরা? পরিবারের অভিযোগ, সাই সেন্টারের ওয়ার্ডেন ও সিনিয়রদের হাতে নিগ্রহ থেকে বাঁচতেই চারজন আত্মহত্যার পথ বেছে নেয়।

জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মেয়েদের হস্টেলের ভিতরেই চারজন ওই বিষফল খায়। ঘটনা জানতে পেরে প্রথমে তাঁদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাদের অন্য হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এদিন সকালে ১৫ বছরের কিশোরী অপর্ণা রামচন্দ্রণের মৃত্যু হয়।

পরিবারের অভিযোগ, কিছু সিনিয়র তাঁদের মেয়েদের শারীরিক ও মানসিক হেনস্থা করছিল। যদিও হস্টেলের ওয়ার্ডেন হেনস্থার অভিযোগ উড়িয়ে দাবি করেছেন, ওই মেয়েরা নেশার জিনিস খেতে গিয়ে এর আগে ধরা পড়েছিল। অত্যাচারের অভিযোগ অস্বীকার করেন ওয়ার্ডেন কে রাগিনী।

গোটা ঘটনা তদন্ত করে কেরল পুলিশের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন সেখানকার স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ চেনিথাল্লা।

যে বিষফলটি খেয়ে কিশোরীরা আত্মহত্য়া করেছে কেরলের স্থানীয় ভাষা মালয়ালমে ওই ফলটির নাম 'ওথালাঙ্গা'।

English summary
Kerala: Athlete commits ‘suicide', 3 others consume poison in sports hostel
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X