For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বেঙ্গালুরুতে আটক ২ কাশ্মীরি যুবক, পুলওয়ামার ঘটনা নিয়ে একাধিক ধারায় মামলা দায়ের

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ ফুঁসছে ক্ষোভের আগুনে। পাকিস্তান আশ্রিত জঙ্গিদের হামলায় যেভাবে অভিশপ্ত ১৪ ফেব্রুয়ারির দুপুরে শহিদ হন দেশের ৪৩ জন জওয়ান।

  • |
Google Oneindia Bengali News

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলার ঘটনায় গোটা দেশ ফুঁসছে ক্ষোভের আগুনে। পাকিস্তান আশ্রিত জঙ্গিদের হামলায় যেভাবে অভিশপ্ত ১৪ ফেব্রুয়ারির দুপুরে শহিদ হন দেশের ৪৩ জন জওয়ান। সেই প্রেক্ষাপটে গোটা দেশের ক্ষোভ ফেটে পড়েছে পাকিস্তানের ছত্রছায়ায় থাকা জঙ্গি সংগঠনের ওপর। সোশ্যাল মিডিয়াতেও এই হামলার নিন্দায় সরব হয়েছেন নেটিজনরা। তবে এই সোশ্যাল মিডিয়াতেই এবার উঠে আসছে জঙ্গিদের সমর্থনে বেশ কিছু পোস্ট।

বেঙ্গালুরুতে আটক ২ কাশ্মীরি যুবক, পুলওয়ামার ঘটনা নিয়ে একাধিক ধারায় মামলা দায়ের

বেঙ্গালুরুতে রেভা ইউনিভার্সিটির ইঞ্জিনিয়ারিং এর ছাত্র তাহির লাতিফ এক হোয়াটস অ্যাপ ভিডিওতে জঙ্গি আদিল দারের বার্তা শেয়ার করেন। যে ভিডিও-র সঙ্গে লেখা ছিল, 'সাহসী এই মানুষটিকে কুর্ণিশ!!..' পাশাপাশি জঙ্গিকে 'শহিদ আদিল ভাই' আখ্যা দিয়ে , নাশকতার পক্ষকে সমর্থন করে বলে অভিযোগ রয়েছে তাহিরের বিরুদ্ধে। আর সেই অভিযোগের জেরে ইউনিভার্সিটির হস্টেল থেকে তাহিরকে গ্রেফতার করেছে বেঙ্গালুরু পুলিশ। তার বিরুদ্ধে দেশদ্রোহ, আপরাধ মূলক ষড়যন্ত্র, বিভিন্ন গোষ্ঠীর মধ্যে অপরাধ ছড়িয়ে দেওয়ার অভিযোগে একাধিক মামলা দায়ের হয়েছে।

[আরও পড়ুন: জঙ্গি হামলার দিন জওয়ানদের কনভয়ের সঙ্গে চলা 'লাল গাড়ি' নিয়ে রহস্য! খোঁজে এনআইএ ][আরও পড়ুন: জঙ্গি হামলার দিন জওয়ানদের কনভয়ের সঙ্গে চলা 'লাল গাড়ি' নিয়ে রহস্য! খোঁজে এনআইএ ]

অন্যদিকে, বেঙ্গালুরুতে কর্মরত আবেদ মালিক নামের আরও এক কাশ্মীরি যুবককে সোশ্যাল মিডিয়ায় দেশদ্রোহকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে। উল্লেখ্য, আবেদের ফেসবুক পোস্টে ভারতীয় সেনার সমালোচনার পাশাপাশি, জঙ্গিগোষ্ঠীকে সমর্থন সংক্রান্ত বিভিন্ন বক্তব্য উঠে এসেছে বলে অভিযোগ ছিল।

[আরও পড়ুন: কাশ্মীর আমাদের! লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ অনাবাসীদের, দেখুন ভিডিও][আরও পড়ুন: কাশ্মীর আমাদের! লন্ডনে পাকিস্তান হাইকমিশনের সামনে বিক্ষোভ অনাবাসীদের, দেখুন ভিডিও]

[আরও পডুন: বদলা নয়, সমাধানের পথ বাতলাক সরকার! প্রতিক্রিয়া শহিদ বাবলু সাঁতরার স্ত্রীর][আরও পডুন: বদলা নয়, সমাধানের পথ বাতলাক সরকার! প্রতিক্রিয়া শহিদ বাবলু সাঁতরার স্ত্রীর]

English summary
The 23-year-old had allegedly put up a screen-shot of the Jaish-e-Mohammed (JeM) terrorist Adil Ahmed and the bodies of the slain soldiers as his display picture on WhatsApp.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X