For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নয়া মোচড়! কর্ণাটকের বিদ্রোহী বিধায়কদের মঙ্গলবার সকালে সমন অধ্যক্ষের

কর্ণাটকের অচলাবস্থার মধ্যেই ১২জন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের সমন পাঠিয়ে ডেকে পাঠালেন বিধানসভার অধ্যক্ষ কেআর রমেশ। কারণ ইতিমধ্যে জেডিএস-কংগ্রেস জোট তাঁদের বাতিলের খাতায় ফেলে দিতে আহ্বান জানিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটকের অচলাবস্থার মধ্যেই ১২জন বিদ্রোহী কংগ্রেস বিধায়কদের সমন পাঠিয়ে ডেকে পাঠালেন বিধানসভার অধ্যক্ষ কেআর রমেশ। কারণ ইতিমধ্যে জেডিএস-কংগ্রেস জোট তাঁদের বাতিলের খাতায় ফেলে দিতে আহ্বান জানিয়েছে।

কর্ণাটকের বিদ্রোহী বিধায়কদের মঙ্গলবার সকালে সমন অধ্যক্ষের

সবমিলিয়ে মোট ১৬জন বিধায়ক সরকারকে বিপদে ফেলে দিয়েছে। ১৩জন কংগ্রেসের, ৩জন জেডিএস এর বিধায়ক তাতে রয়েছেন। এঁরা দুই সপ্তাহ আগে পদত্যাগ করেছেন। একজন চলে গিয়েও ফিরে আসার কথা বলেছেন।

এর মধ্যেই জানা গিয়েছে কর্ণাটকে এদিন সন্ধ্যা ছটায় আস্থা ভোট হবে। যা হওয়ার কথা ছিল গত বৃহস্পতিবার। তবে দুইবার রাজ্যপাল ডেডলাইন দেওয়ার পরও আস্থা ভোটের অনুষ্ঠান হয়নি।

এদিকে দুই বিধায়ক এইচ নাগেশ ও আর শঙ্কর রবিবার আদালতে আপিল করেন। জানান, সোমবারের মধ্যে আস্থা ভোট আয়োজন করতে অধ্যক্ষকে নির্দেশ দিক আদালত। যদিও সুপ্রিম কোর্ট অধ্যক্ষ রমেশ কুমারকে কোনও নির্দেশ দেয়নি।

English summary
Karnataka speaker summons 12 rebel Congress MLAs on Tuesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X