For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বাদানুবাদের মাঝে সপাটে চড় কর্ণাটকের মন্ত্রীর, গান্ধীগিরি দেখিয়ে নমস্কার মহিলার

Google Oneindia Bengali News

কর্ণাটকের মন্ত্রী এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়লেন। তিনি এক মহিলাকে মারলেন চড়। কিন্তু পাল্টা তিনি কী পেলেন? না তাকে কেউ পালটা আক্রমণ করেনি। তাঁকে উল্টেব পা ছুঁয়ে নমস্কার করলেন ওই মহিলা। জানা গিয়েছে যে, মন্ত্রী গিয়েছিলেন একটি বিশেষ অনুষ্ঠানে যেখানে তিনি জমির সত্ব দিচ্ছিলেন ১৭৫ জনকে। সেখানেই ঘটল এই ঘটনা।

কে চড় মারেন?

কে চড় মারেন?

জানা গিয়েছে ওই মন্ত্রীর নাম ভি সোমান্না। তিনি কর্ণাটকের পরিকাঠামো উন্নয়ন মন্ত্রী। তিনি হাংগালা গ্রামের চামারাঞ্জানগরে গিয়ে জমির পাট্টা বিলি করছিলেন। সেখানেই তিনি এক মহিলার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পরেন। তার অভিযোগ ছিল এই যে তিনি নাকি জমির যে সত্ব তিনি পাননি। আচমকাই মেজাজ হারান মন্ত্রী। সপাটে চড় মারেন ওই ব্যক্তিকে।

 প্রতিক্রিয়া দেননি মহিলা

প্রতিক্রিয়া দেননি মহিলা

মহিলা এর কোনও প্রতিক্রিয়া দেননি। কোনও প্রশ্নও করেননি। তিনি উলটে অদ্ভুত এক গান্ধিগিরি করেন। মহিলা মন্ত্রীর পা ছুঁয়ে নমস্কার করেন। দ্রুত নিজের ভুল বুঝতে পারেন তিনি। ক্ষমা চেয়ে নেন পরে ওই মহিলার থেকে এই ঘটনার জন্য।

একই ঘটনা

একই ঘটনা

ভি সোমান্নার সাড়ে তিনটের সময় ওই অনুষ্ঠানে যাওয়ার কথা ছিল। কিন্তু সেখানে তার যেতে ঘন্টা দুয়েক দেরী হয়ে যায়। এর আগে জনতা দল সেকুলার পার্টির নেতাকে কর্ণাটকের একটি কলেজের প্রিন্সিপালকে চড় মারতে দেখা যায়। সিসিটিভি ক্যামেরায় সেই ছবি ধরা পড়ে।

জানা গিয়েছে যে ওই মন্ত্রীর নাম এম শ্রীনিবাস। তিনি আচমকাই রেগে যান যখন কলেজের প্রিন্সিপাল কলেজের কম্পিউটার ল্যাবরেটরির উন্নয়ন সম্পর্কে না উত্তর দিতে পারায়। সম্প্রতি ৩ সেপ্টেম্বর কর্ণাটকে বিজেপির বিধায়ক আরবিন্দ লিম্বাভলি ব্যাপক বিতর্ক জড়িয়ে যান এক মহিলাকে বিশ্রীভাবে গালিগালাজ করায়। ওই মহিলা নিজের সম্পত্তির জন্য প্রতিবাদ করছিলেন। তারপরেই বিধায়ক ওই মহিলাকে যা নয় তাই বলেন। ওই ভিডিও সোশ্যাল মাধ্যমে ভাইরাল হয়ে যায়।

 জমির পাট্টা

জমির পাট্টা


একটি অতি পুরানো ভূমি বন্দোবস্তের চুক্তিপত্র। । পাট্টা ও কবুলিয়তের ভিত্তিতে কৃষকরা জমির মালিকানা ও দখল প্রমাণের সুযোগ পায়। কৃষকগণ তাদের অধিকার ও দায়িত্ব বর্ণনা করে সরকারকে কবুলিয়ত নামে দলিল সম্পাদন করে দিত আর সরকারপক্ষ থেকে জমির উপর জনগনের স্বত্ব স্বীকার করে নিয়ে পাট্টা দেওয়া হত। জমিতে কৃষকের স্বতঃ স্বীকার করে কৃষককে যে দলিল দেয়া হত তাকে পাট্টা বলেন এবং কৃষক নির্দিষ্ট রাজস্ব দেওয়ার কথা কবুল করে যে দলিল দিত তাকে কবুলিয়ত বলে

টি-২০ বিশ্বকাপে ভারত পাক মহারন, কার পাল্লা ভারী? দেখে নিন কী বলছে সংখ্যাতত্ব টি-২০ বিশ্বকাপে ভারত পাক মহারন, কার পাল্লা ভারী? দেখে নিন কী বলছে সংখ্যাতত্ব

English summary
minister get himself in to a slap controversy
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X