For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

হিজাব ইস্যুর মধ্যেই পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানের পতাকার ছবি শেয়ার, কর্ণাটকে বিতর্ক

হিজাব ইস্যুর মধ্যেই পড়ুয়াদের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানের পতাকার ছবি শেয়ার, কর্ণাটকে বিতর্ক

  • |
Google Oneindia Bengali News

কিছুদিন আগে পর্যন্ত হিজাব ইস্যু নিয়ে তুঙ্গে ছিল জল্পনা। এবার কর্ণাটকের শিবমোগায় এক কলেজের হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানের পতাকার ছবি শেয়ার করার অভিযোগ উঠে এক কলেজ পড়ুয়ার বিরুদ্ধে। শুরু হয় বিক্ষোভ। গ্রুপে পাকিস্তানের পতাকার ছবি নিজের ক্যাপশানে শেয়ার করা হয়েছিল, 'হিজাব আমাদের অধিকার'। আর এই হিজাব ইস্যু নিয়ে বিক্ষোভও করতে দেখা গেছে কলেজ পড়ুয়াদের।

কেন শুরু হয় বিক্ষোভ

কেন শুরু হয় বিক্ষোভ

চলতি বছরের পয়লা জানুয়ারি কর্ণাটকের উড়ুপি সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয়ে ৬ জন মুসলিম পড়ুয়াকে হিজাব পড়ে ক্লাসে ঢুকতে বাধা দেয় কলেজ কর্তৃপক্ষ। আর তা নিয়েই শুরু হয় অশান্তি। কারণ কর্তৃপক্ষের মতে, হিজাব পড়ে কলেজে আসা কলেজের নিয়মের মধ্যে পড়ে না, তারা জানায়, হিজাব পড়ে স্কুলে আসা যাবেনা, তবে তাদের দাবি ছিল তারা হিজাব পড়ে কলেজে আসবে। কারণ, এখানে শুধু মহিলারা যে ক্লাস নেন তা নয়, স্যারেরাও ক্লাস নেন তাদের সামনে হিজাব ছাড়া যেতে তাদের অস্বস্তি বোধ হয়। তাই তাঁরা হিজাব পড়ে কলেজে আসবেন।

 হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানের পতাকার ছবি পোস্ট

হোয়াটসঅ্যাপ গ্রুপে পাকিস্তানের পতাকার ছবি পোস্ট

অনেক পড়ুয়াকে হিজাব ইস্যু নিয়ে ঝামেলা করতে দেখা গেছে। সেই সব ভিডিও কিন্তু সোশ্যাল মিডিয়ায় শেয়ার হয়েছে। হোয়াটসঅ্যাপ গ্রুপে পড়ুয়াদের কথোপকথন অনলাইন ক্লাস এর জন্য, এই হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছিল কিন্তু তাতে এমন ধরনে আচরণ। অর্থাৎ পাকিস্তানের পতাকার ছবি ও ক্যাপশন নিয়ে তীব্র বিরোধিতার মুখে পড়তে হল এক পড়ুয়াকে। যদিও তাঁকে পাল্টা এক পড়ুয়া ভারতের পতাকা কিন্তু শেয়ার করেছেন।

 অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কী বলল

অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ কী বলল

এমন ঘটনার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) দাবি করে জানায়, পুলিশ ওই পড়ূয়ার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করবেন এবং কলেজ থেকে তাকে বরখাস্ত করবে। ঘটনায় কলেজের এক অধ্যক্ষ জানান, পড়ুয়াদের নিজেরা একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেছে, তারা তাদের কথোপকথনের সময় একটি পতাকার ছবি পাঠিয়েছে।

 ABVP মত কী

ABVP মত কী

ABVP বিষয়টির দিকে নজর দিয়েছেন। বলেন, আমরা পড়ুয়াদের অভিভাবকদের একটি নোটিশ দিয়েছি। তবে যে পড়ুয়া এমন কাজ করেছেন আজ পর্যন্ত এখনও তাঁর কোনও অভিভাবক হাজির হননি। পড়ুয়ার মোবাইল সুইচ অফ, আমরা এটি কুভেম্পু বিশ্ববিদ্যালয় কাছে জানিয়েছি, কারণ আমাদের বিশ্ববিদ্যালয় তাদের অধীনে।

ধনেশ গৌরা কী বললেন

ধনেশ গৌরা কী বললেন

ABVP জেলা অধ্যায়ন ধনেশ গৌরা বলেন, কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে বড় বিক্ষোভের পরিকল্পনা করা হয়েছে। কর্নাটকের হাইকোর্টের অধীনেই এখনো রয়েছে হিজাব মামলা। এই মামলার শেষ শুনানি হয়েছিল ফেব্রুয়ারিতে। এখনো হিজাব ইস্যু অব্যাহত।

English summary
karnataka hijab row pakistani flag shares in students whatsapp group but why
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X