For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক জয়ের লক্ষ্যে বিজেপি, অমিতের টার্গেটে সিদ্দারামাইয়া

এবছরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ভোটযুদ্ধ যুযুধান দুই পক্ষ বিজেপি ও কংগ্রেস কেউই কাউকে জমি ছাড়তে রাজি নয়। সেই লক্ষ্যেই প্রথম নিশানা সাধল বিজেপি।

  • |
Google Oneindia Bengali News

এবছরই কর্ণাটকে বিধানসভা নির্বাচন। ভোটযুদ্ধ যুযুধান দুই পক্ষ বিজেপি ও কংগ্রেস কেউই কাউকে জমি ছাড়তে রাজি নয়। সেই লক্ষ্যেই প্রথম নিশানা সাধল বিজেপি। কংগ্রেস মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে দুর্নীতিগ্রস্ত বলে তোপ দাগলেন বিজেপি সভাপতি অমিত শাহ। তাঁর মতে, সিদ্দারামাইয়া আর দুর্নীতি সমার্থক হয়ে দাঁড়িয়েছে।

কর্ণাটক জয়ের লক্ষ্যে বিজেপি, অমিতের টার্গেটে সিদ্দারামাইয়া

সিদ্দারামাইয়ার জন্মস্থান মাইসোরে মহারাজা কলেজ মাঠে বৃহস্পতিবার সভা করেন অমিত শাহ। সেখানে ১৫ হাজার জনতার সভায় শাহ কংগ্রেস ও সিদ্দারামাইয়াকে বারবার আক্রমণ করেন। বৃহস্পতিবার মহাদেয়ী নদী ইস্যুতে কর্ণাটকে বনধ ছিল। তা সত্ত্বেও বিকেলর পর বড় সভা করেন অমিত।

কর্ণাটকে এখন অনেকটা পিছিয়ে রয়েছে বিজেপি। গত কয়েকমাসে ফের নিজের জায়গা অনেকটাই পাকা করে নিয়েছেন সিদ্দারামাইয়া। এই অবস্থায় ৭৭ দিনের বিজেপির পরিবর্তন মিছিল মাইসোরে অমিত শাহের সভা দিয়ে শেষ হল।

শাহের অভিযোগ, কেন্দ্রের দেওয়া ২ লক্ষ ১০ হাজার ৫০৬ কোটি টাকার মধ্যে ১ লক্ষ ৩৬ হাজার কোটি টাকা কংগ্রেস আত্মসাৎ করেছে। সেই টাকা সাধারণ মানুষ চোখে দেখেনি। সিদ্দারামাইয়ার দুর্নীতির কথা বলতে গেলে সপ্তাহ কেটে যাবে বলেও দাবি করেন শাহ।

কর্ণাটকে ২০জন হিন্দু অ্যাক্টিভিস্টকে খুন করার অভিযোগ এনে শাহ বলেন, এই ঘটনায় সিদ্দারামাইয়া সরকার কিচ্ছু করেনি। বিজেপিকে সরকারে আনলে অপরাধীরা যেখানেই লুকিয়ে থাকুন, বিজেপি শাস্তির ব্যবস্থা করবে বলে দাবি করেন অমিত শাহ।

English summary
Karnataka govt Siddaramaiah synonymous with corruption, says BJP president Amit Shah
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X