For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মধ্যরাত হলেও আজই হোক আস্থা ভোট', রাজ্যপালের এই নির্দেশ অমান্য স্পিকারের

আস্থাভোটে অকারণে দেরি করছেন কুমারস্বামী। বৃস্পতিবার এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। কুমারস্বামী যতই চেষ্টা করুন আস্থাভোট এড়িয়ে যেতে বিজেপি কিন্তু নাছোড়।

Google Oneindia Bengali News

আস্থাভোটে অকারণে দেরি করছেন কুমারস্বামী। বৃস্পতিবার এমনই অভিযোগ করলেন বিজেপি নেতা বিএস ইয়েদুরাপ্পা। কুমারস্বামী যতই চেষ্টা করুন আস্থাভোট এড়িয়ে যেতে বিজেপি কিন্তু নাছোড়। এদিন মধ্যরাত হলেও আস্থাভোেটর দাবি জানান ইয়েদুরাপ্পারা। এদিকে বিএসপি বিধায়ক আজ বিধানসভায় উপস্থিত হননি। বিএসপি বিধায়ক মহেশ দাবি করেছেন, জোট সরকার আস্থাভোটে সামিল হওয়ার জন্য সভানেত্রী মায়াবতীর সঙ্গে একবারও কথা বলেননি।

মধ্যরাত হলেও আজই হোক আস্থা ভোট, রাজ্যপালের এই নির্দেশ অমান্য স্পিকারের

অন্যদিকে আদালতের নির্দেশ মেনে কোনও বিদ্রোহী বিধায়ককেই আস্থা ভোটে অংশ নিতে বাধ্য করা যাবে না। এই পরিস্থিতিতে কুমারস্বামী সরকারের উপর আস্থা এখন বিশ বাঁও জলে। তাই বৃহস্পতিবার আস্থাভোটে করবেন বলেও জানিয়েও বিকেল পর্যন্ত খুব একটা উদ্যোগী হতে দেখা যায়নি কুমারস্বামীদের। রাজ্য়পাল আবেদন জানালেন তা মানেননি স্পিকার। বাতিল করে দেন আলোচনা। শুক্রবার সকাল এগারোটা পর্যন্ত সভা মুলতুবি করে দেওয়া হয়েছে।

একের পর এক বক্তব্য রেখে সময় নষ্ট করেছেন মাত্র। বিজেপি নেতা ইয়েদুরাপ্পা দাবি করেন একদিনের মধ্যেই শেষ করতে হবে আস্থা ভোট। আকারণে আস্থাভোটে দেরি করার অভিযোগে রাজ্যপালের দ্বারস্থ হন বিজেপি বিধায়করা। তাঁদের আবেদন মেনে স্পিকারকে আজই আস্থাভোট শেষ করার নির্দেশ দেন কর্নাটকের রাজ্যপাল বৈজুভাই বালা।

তবে আজই আস্থাভোট হলে কর্নাটকের জোট সরকারের আয়ু যে আজই শেষ হয়ে যেত এই নিয়ে কোনও দ্বিমত নেই। কারণ ১৩ জন কংগ্রেস ও ৩ জন জেডিএস বিধায়কের পদত্যাগের পর জোট সরকারের আসন সংখ্যা ১০০-তে নেমে আসবে। ২২৫ আসনের কর্নাটক বিধানসভায় সরকার গঠনের জন্য ১১৪ জন বিধায়কের সমর্থন থাকলেই চলে। এদিকে বিজেপির একাই ১০৫ বিধায়ক রয়েছে। আরও দুই নির্দল বিধায়কের সমর্থন নিয়ে সরকার গড়ার মতো অবস্থানে রয়েছে তাঁরা। তাই আজই আস্থা ভোট করানোর জন্য় বিজেপি তদ্বির করছিল।

English summary
Karnataka Governor Asks Speaker To Holding Trust Vote Today
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X