কর্ণাটকে আসন্ন নির্বাচনে কংগ্রেসের পোক্ত জমিতে কার পাল্লা ভারী! কী বলছে সমীক্ষা
সাম্প্রতিক গোটা গোবলয় তথা উত্তর পূর্ব ভারতে বিজয় নিশান উড়িয়ে একাধিক রাজ্য থেকে ইতিমধ্যেই কংগ্রেসকে সরিয়েছে বিজেপি। এরকম এক পরিস্থিতিতে আয়োজিত হতে চলেছে কর্ণাটক বিধানসভা নির্বাচন। কংগ্রেসের শক্ত জমি কর্ণাটকে কি পদ্ম ফুটবে? এই প্রশ্নে আপাতত সরগরম রাজৈনিক মহল। তবে ভোটের আগে সি -ফোর -এর সমীক্ষায় উঠে এসেছে কিছু পরিসংখ্যান, যা দক্ষইণ ভারতের রাজনীতিতে বেশ প্রাসঙ্গিক।

মার্চ মাসের ১ থেকে ২৫ তারিখ পর্যন্ত একটি সমীক্ষায় দেখা গিয়এছে কংগ্রেস দূর্গ কর্ণাটকে ফের একবার বিজয় নিশান ওড়াতে চলেছে রাহুল গান্ধীর নেতৃত্বাধীন দল। ১৫৪ আসনের এই বিদানসভা নির্বাচনে কর্ণাটকে ৯ শতাংশ ভোট শেয়ার বাড়বে বলে জানাচ্ছে সমীক্ষা। ফলে, শেষ বিধানসভা নির্বাচনের তুলনায় ভোট বেড়ে ৪৬ শতাংশ হবে বলে খবর। সমীক্ষা বলেছ, সেখানে কংগ্রেসের দখলে থাকতে চলেছে ১২৬ টি আসন। বিজেপি এই নির্বাচনে ৭০ টি আসন পাবে, অন্যদিকে জেডিইউ এর দখলে ১৬ শতাংশ ভোট পড়বে বলে জানিয়েছে সমীক্ষা।
মোট ভোট শেয়ারে বিজেরি ৩১ ও জেডিইউ ১৬ শতাংশ ভোট পাবে বলে মনে করছে সমীক্ষা। সমীক্ষা বলছে , বেঙ্গালুরুর ২৮ টি আসন থেকে ১৯ টিতে জিততে চলেছে কংগ্রেস, বিজেপির দখলে থাকবে ৯ টি আসন। অন্যদিকে, মাইসুরু কেন্দ্র থেকে কংগ্রেস ৩৩ টি বিজেপি-র ৭ টি আসনে জেতার সম্ভাবনা রয়েছে বলে দাবি সি-ফোর নামের ওই সমীক্ষক সংস্থার।
উল্লেখ্য, গোটা কর্ণাটক জুড়ে জলের সমস্যা এই নির্বাচনের অন্যতম ইস্যু।