For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিরে এল ৬ বছর আগের পরিস্থিতি! গরু জবাই বন্ধে নতুন করে উদ্যোগ শুরু রাজ্যের

কর্নাটকে গরু জবাই বন্ধ করতে আইন আনতে কাজ শুরু করে দিয়েছে ছয় সপ্তাহের পুরনো বিএস ইয়েদুরাপ্পা সরকার। ছয় বছর আগে এমনই এক অভিযান বন্ধ করে দিয়েছিলতৎকালীন সিদ্দারামাইয়া সরকার।

  • |
Google Oneindia Bengali News

কর্নাটকে গরু জবাই বন্ধ করতে আইন আনতে কাজ শুরু করে দিয়েছে ছয় সপ্তাহের পুরনো বিএস ইয়েদুরাপ্পা সরকার। ছয় বছর আগে এমনই এক অভিযান বন্ধ করে দিয়েছিল তৎকালীন সিদ্দারামাইয়া সরকার। কর্নাটকের স্বরাষ্ট্রমন্ত্রী বাসবরাজ বুম্বাই জানিয়েছেন, সরকার এই বিল নিয়ে কাজ শুরু করেছে। কেননা বিষয়টি তাদের নির্বাচনী ইস্তেহারে ছিল।

ফিরে এল ৬ বছর আগের পরিস্থিতি! গরু জবাই বন্ধে নতুন করে উদ্যোগ শুরু রাজ্যের

তবে কোনও কিছুর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার আগে সরকার যেসব রাজ্যে গরু জবাই নিষিদ্ধ করা হয়েছে, সেইসব রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবে বলেও জানিয়েছেন। তিনি বলেন, কেন্দ্র ১৯৬০ সালেই এই আইন পাশ করেছিল। ফলে তা নতুন কিছু নয়।

সূত্রের খবর অনুযায়ী, সোমবার মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা সরকারি আধিকারিকদের এবিষয়ে নির্দেশ দিয়েছেন, আর বলা হয়েছে বিলটি শীতকালীন অধিবেশনে বিধানসভায় পেশ করা হতে পারে। সূত্রের আরও খবর, মুখ্যমন্ত্রী আধিকারিকদের বলেছেন, আইনটি যাতে কড়া হয়, সেদিকেও লক্ষ্য রাখতে বলেছেন।

[আরও পড়ুন: মহারাষ্ট্রে বিজেপি হারাতে উৎসাহী নয় কংগ্রেস! গা বাঁচিয়ে চলার চাঞ্চল্যকর অভিযোগ ][আরও পড়ুন: মহারাষ্ট্রে বিজেপি হারাতে উৎসাহী নয় কংগ্রেস! গা বাঁচিয়ে চলার চাঞ্চল্যকর অভিযোগ ]

অন্যদিকে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী পানাজিতে বলেছেন, সাধারণ মানুষের মনোভাব যাচাইয়ের পরেই কর্নাটক সরকার গরু জবাই বন্ধে সিদ্ধান্ত নেবে।

 [আরও পড়ুন:ট্রাফিক আইনে কড়াকড়ি, হেলমেটে নথি নিয়ে ঘুরছেন বাইক চালক] [আরও পড়ুন:ট্রাফিক আইনে কড়াকড়ি, হেলমেটে নথি নিয়ে ঘুরছেন বাইক চালক]

English summary
Karnataka CM BS Yediyurappa instructed official to start work on anti cow slaughter law.The Bill likely to be tabled in the winter session.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X