For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে জোট সরকার ভাঙতে বিজেপি কী করেছিল, ইয়েদুরাপ্পাদের কীর্তি ফাঁস করলেন বিজেপি বিধায়ক

কর্ণাটকে জোট সরকার ভাঙতে বিজেপি কী করেছিল, ইয়েদুরাপ্পাদের কীর্তি ফাঁস করলেন বিজেপি বিধায়ক

Google Oneindia Bengali News

কর্নাটকে কংগ্রেস-জেজিএস সরকার ফেলতে যে ঘোড়া কেনাবেচা চালিয়েছিল বিজেপি। তার ফাঁস করে দিলেন তাঁরই দলের বিধায়ক। কর্নাটকের বিজেপি বিধায়ক শ্রীমন্ত বালাসাহেব দাবি করেছেন তিনি যখন কংগ্রেসে ছিলেন তখন তাঁকে বিজেপি টাকা দিয়েছিল কংগ্রেস ছাড়ার জন্য। তিনি কংগ্রেস ছড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন কংগ্রেস-জেডিএস সরকারের পতনের আগেই।

কর্ণাটকে জোট সরকার ভাঙতে বিজেপি কী করেছিল, ইয়েদুরাপ্পাদের কীর্তি ফাঁস করলেন বিজেপি বিধায়ক

ফাঁস হয়ে গেল সত্যিটা। বিজেপি যে কর্নাটকে সরকার গড়তে সবরকম পথ নিয়েছিল তা ফাঁস করে দিয়েছেন তাঁর দলের বিধায়ক। তিনি দাবি করেছেন কংগ্রেসে থাকাকালীন তাঁকে টাকা দিতে চেয়েছিল বিজেপি। কিন্তু তিনি টাকা না নিয়ে মানুষের সেবা করার জন্য মন্ত্রী পদ চেয়েছিলেন। সাংবাদিক বৈঠক করে এমনই চাঞ্চল্যকর দাবি করেছেন প্রাক্তন কংগ্রেস নেতা এবং বিজেপি বিধায়ক শ্রীমন্ত বালাসাহেব।

িতনি অভিযোগ করেছেন সেসময় বিজেপি তাঁর দাবি মেনে নিয়েছিল। মন্ত্রীত্ব দেওয়ার নাম করে দলবদল করালেও শেষ পর্যন্ত তাঁকে কোনও মন্ত্রী পদ দেওয়া হয়নি বলে অভিযোগ করেছেন দলবদলী বিজেিপ নেতা। ইয়েদুরাপ্পার মন্ত্রিসভায় জায়গা না দেওয়া হলেও বাসবরাজ বোম্মাইয়ের মন্ত্রী সভায় তাঁকে জায়গা দেওয়া হবে বলে জানিয়েছিল বিজেপি। কিন্তু সেই প্রতিশ্রুতি তারা পূরণ করেননি বলেই অভিযোগ করেছেন বিজেপি বিধায়ক।

উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কাঁধে চাপল নতুন দায়িত্ব, প্রিয়াঙ্কাকে নিয়ে বড় ঘোষণা কংগ্রেসের উত্তরপ্রদেশে নির্বাচনের আগে কাঁধে চাপল নতুন দায়িত্ব, প্রিয়াঙ্কাকে নিয়ে বড় ঘোষণা কংগ্রেসের

দীর্ঘদিনের কংগ্রেস নেতা ছিলেন শ্রীমন্ত বালাসাহেব পাটিল। কর্নাটকের খাগওয়াড় থেকে বিজেপির টিকিটে জিতেছেন তিনি। ২০১৯ সালে কর্নাটক বিধানসভা নির্বাচনের আগে বিজেপিতে যোগ দিেয়ছিলেন কংগ্রেস নেতা। যে ১৬ জন কংগ্রেস বিধায়ক কংগ্রেস ছেড়ে বিজেপিয়ে যোগ দিয়েছিলেন তার মধ্যে তিনিও ছিলেন একজন। কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার কারণেই কর্নাটকে কংগ্রেস-জেডিএস সরকারের পতন হয়। তারপরেই ইয়েদুরাপ্পা কর্নাটকের কংগ্রেস সরকারের মুখ্যমন্ত্রী নির্বাচিত হন। কিন্তু ইয়েদুরাপ্পার সফর বেশিদিন সুখের হয়নি। দলের অন্দরেই তাঁর বিরুদ্ধে বিদ্রোগ জেেগ ওঠে। তারপরেউ বাসবরাজ বোম্মাইকে কর্নাটকের মুখ্যমন্ত্রী পদে বসানো হয়। যদিও দায়িত্ব ছাড়ার সময় কান্নায় ভেঙে পড়ছিলেন ইয়েদুরাপ্পা। হঠাৎ করে বিজেপি বিধায়কের এই অভিযোগ রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে কর্নাটকে। কারণ ইয়েদুরাপ্পার সিংহাসন চ্যুতির পরেই বিজেপির অন্দরে যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না।

English summary
MLA disclosed that BJP offered him Money to Join BJP
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X