For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটকে স্বাধীনতা সংগ্রামীকে 'পাক এজেন্ট' বলে মন্তব্য! বিজেপি নেতার মন্তব্যে দলের বাকিরা কী বলছেন

  • |
Google Oneindia Bengali News

নাগরিকত্ব ইস্যু তথা সিএএ ঘিরে একের পর ঘটনায় ক্রমাগত বিজেপির বিরুদ্ধে উঠে আসছে বিরোধীদের তোপ। আরসেই তোপ প্রতিহত করতে গিয়ে বিভিন্ন বিজেপি নেতা, বহু সময়েই বহু পাল্টা জবাব দিয়ে চলেছেন। আর সেই পাল্টা জবাবের রাজনীতিতে একাধিক বিজেপি নেতা বিতর্কে পড়েছেন। এমনই এক বিতর্কে পড়েছেন, কর্ণাটকের বিজেপি বিধায়ক বসবন গৌড়া পাটিল ইয়ৎনাল।

 স্বাধীনতা সংগ্রামীকে পাকিস্তানি এজেন্ট কটাক্ষ

স্বাধীনতা সংগ্রামীকে পাকিস্তানি এজেন্ট কটাক্ষ

একশো বছরের উর্ধ্বে তাঁর বয়স। সেই স্বাধীনতা সংগ্রামী এইচ এস ডোরস্বামীকে 'পাকিস্তানি এজেন্ট' বলে কটাক্ষ করেন কর্ণাটকের বিজেপি বিধায়ক ইয়ৎনাল। আর সেই মন্তব্য ঘিরেই শুরু হয়েছে বিতর্ক। বিতর্কে পড়ার পর এবার বিজেপি বিধায়ক পেলেন দলের বাকি নেতাদের সমর্থন।

'ভুয়ো স্বাধীনতা সংগ্রামী'

'ভুয়ো স্বাধীনতা সংগ্রামী'

কয়েকদিন আগেই কর্ণাটকে কংগ্রেসের তরফে 'সেভ কনস্টিটিউশন' নামক একটি সভা আয়োজিত করা হয়। আর সেই সভা ঘিরে প্রশ্ন করা হয় কর্ণাটকের বিজেপি নেতা ইয়ৎনালকে। আর সভা ঘিরে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি নেতা বলেন, ' বহু ভুয়ো স্বাধীনতা সংগ্রামী রয়েছেন। একজন রয়েছেন বেঙ্গালুরুতে। এবর আমাদের বলতে হবে যে ডোরস্বামী আসলে কে ! কে সেই বৃদ্ধ? উনি তো পাকিস্তানি এজেন্টের মতো । '

 কেন এই বিতর্ক

কেন এই বিতর্ক

প্রসঙ্গত, বিরোধীদের আয়োজিত নাগরিকত্ব ইস্যুতে সরকার বিরোধী প্রতিবাদে ডোরস্বামী অংশ নেন। আর সেখানে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সরব হন। যা ভালোভাবে নেয়নি বিজেপি নেতৃত্ব।

 ইয়ৎনালের সমর্থনে বাকি বিজেপি নেতারা

ইয়ৎনালের সমর্থনে বাকি বিজেপি নেতারা

স্বাধীনতা সংগ্রামীকে নিয়ে বিজেপি বিধায়ক ইয়ৎনালের মন্তব্যের পর একের পর এক বিজেপি নেতা তাঁর সমর্থনে এগিয়ে আসেন। কর্ণাটকের শিক্ষামন্ত্রী এস সুরেশ বলেন, 'ডোরস্বামী বর্ষীয়ান মানুষ। তাঁকে বুঝতে হবে কোনটা বলা উচিৎ, আর কিসে মানুষের মনে আঘাত লাগতে পারে। উনি প্রধানমন্ত্রীকে নিয়ে কী বলেছেন , আমরা দেখেছি।' মন্ত্রী আরো বলেন, 'খারাপ বললে খারাপটা শুনতেও হবে।'

English summary
Karnataka BJP MLA calls freedom fighter as Pak Agent, party leaders supports him .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X