For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীকে গোহারা হারিয়ে দিলেন কানহাইয়া কুমার, এক ঝলকে জেনে নিন পরিসংখ্যান

লোকসভা ভোট শেষের পথে। ২০১৯-এর যুদ্ধ শেষে কে জিতবে, কে হারবে, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত। তবে এখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারিয়ে দিলেন কানহাইয়া।

Google Oneindia Bengali News

লোকসভা ভোট শেষের পথে। ২০১৯-এর যুদ্ধ শেষে কে জিতবে, কে হারবে, তা জানতে এখনও অপেক্ষা করতে হবে ২৩ মে পর্যন্ত। তবে এখনই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে হারিয়ে দিয়ে বসে আছেন বছর ৩২-এর এক তরুণ-তুর্কি নেতা। মোদী চারবারের মুখ্যমন্ত্রী, একবারের প্রধানমন্ত্রী- তাঁকে কি না হারিয়ে দিলেন প্রথমবার ভোটে দাঁড়ানো সেদিনের ছেলে। নাম তাঁর কানহাইয়া কুমার।

সবাইকে ছাপিয়ে সেরা কানহাইয়া

সবাইকে ছাপিয়ে সেরা কানহাইয়া

বিহারের বেগুসরাই থেকে সিপিআইয়ের টিকিটে তিনি এবার ভোটে লড়ছেন। তাঁর কেন্দ্র সম্প্রতি ভোট হয়ে গিয়েছে। আর এই ভোট প্রচারের ফাঁকেই মাত্র এক মাসের এক প্রচার ভিডিও-য় সবাইকে ছাপিয়ে সেরা কানহাইয়া কুমার। তাঁর প্রচারের ভিডিও-র ভিউ সবাইকে ছাপিয়ে সবার উপরে। এমনকী মোদীর থেকে তা প্রায় তিন গুণেরও বেশি।

জনপ্রিয়তায় মোদীকে হারালেন

জনপ্রিয়তায় মোদীকে হারালেন

নরেন্দ্র মোদীকে তিনি জনপ্রিয়তায় হারিয়ে দিয়েছেন। আর শুধু হারিয়ে দিয়েছেন বললেও ভুল হবে, বলা ভালো কানহাইয়া কুমার গোহারা হারিয়েছেন মোদীকে। ২ এপ্রিল থেকে ২৭ এপ্রিল পর্যন্ত কানহাইয়ার প্রচারের ১৮টি ভিডিওর ভিউ বিশ্লেষণ করা হয়েছে। তার মধ্যে ১৭ এপ্রিলের একটি প্রতিবাদ রোড শো-এর ভিডিও-র ভিউ ৩ লক্ষ ৭৮ হাজার।

তুলনায় মোদী-কানহাইয়ার প্রচার

তুলনায় মোদী-কানহাইয়ার প্রচার

ওইদিনই ভুবনেশ্বরে প্রচার চালাচ্ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই প্রচারের ভিডিও ইউটিউবে পোস্ট করা হয়। ওই ভিডিও-র ভিউ ছিল ৯৬ হাজার ৭৮৩। ২৫ এপ্রিল আরও একটি মোদীর রোড শো-এর ভিডিও পোস্ট করা হয়। তার ভিউ ছিল ৯৬ হাজার ৬১৪। ২৭ এপ্রিল কানহাইয়ার মোবাইল টর্চ র‍্যালির ভিউ ছিল ৮০ হাজার ৩২০।

সাক্ষাৎকারের লড়াইয়েও এগিয়ে

সাক্ষাৎকারের লড়াইয়েও এগিয়ে

আবার এক সর্বভারতীয় হিন্দি সংবাদমাধ্যমে মোদীর সাক্ষাৎকারের ভিডিও ইউটিউবে ৭ লক্ষ ৭৫ হাজার ৮৫০টি ভিউ হয়েছে। আর কানহাইয়া কুমারের একটি সাক্ষাৎকান জনপ্রিয় ইংরাজি সংবাদমাধ্যমে ভিউ ছাড়িয়েছে ১১ লক্ষ।

English summary
Kanhaiya defeats PM Narendra Modi in basis of Youtube viewer. Kanhaiya Kumar gets 3 times viewer than Modi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X