For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে হবে আমার দল', অভিষেকেই তামিলনাড়ুর রাজনীতি জমিয়ে দিলেন কমল

বুধবার দল তৈরি করে কমল ঘোষণা করলেন, রাজনীতিতে তাঁর দল জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে থাকবে। এবং শুধুমাত্র ভালো কাজ করার চেষ্টা করবে।

  • |
Google Oneindia Bengali News

বুধবার তামিলনাড়ুর মাদুরাইয়ে নিজের বহু প্রতীক্ষিত দলের পথ চলা শুরু করার কথা ঘোষণা করেছেন কমল হাসান। নতুন দলের নাম মাক্কাল নিধি মায়াম। দলের প্রতীক ও পতাকাও বুধবার সামনে আনেন কমল।

অভিষেকেই তামিলনাড়ুর রাজনীতি জমিয়ে দিলেন কামাল হাসান

বেশ কয়েকমাস ধরে তামিলনাড়ুর রাজনীতিতে আসার কথা জানিয়েছিলেন এই বরিষ্ঠ অভিনেতা। তবে কোনও দলে যোগ দেবেন নাকি নিজের দল তৈরি করবেন তা নিয়েই উৎসাহ ছিল। বুধবার দল তৈরি করে কমল ঘোষণা করলেন, রাজনীতিতে তাঁর দল জাতপাত ও ধর্মের ঊর্ধ্বে থাকবে। এবং শুধুমাত্র ভালো কাজ করার চেষ্টা করবে।

নিজের ভাষণে প্রথমদিনই কাবেরী জলসঙ্কট ছুঁয়ে যান তিনি। পাশাপাশি তামিল রাজনীতিতে দুর্নীতি ও ভোটের সময় টাকা নয়ছয় নিয়েও সরব হন তিনি।

দলের পতাকা নিয়ে বলতে গিয়ে কমল বলেন, পতাকায় দক্ষিণ ভারতের ছয়টি রাজ্যের কথাই বলা হয়েছে। মাঝে একটি তারা চিহ্ন মানুষকে বোঝানো হয়েছে। তাঁর দলের নামের অর্থ, মানুষের বিচার পাওয়ার স্থান।

দল তৈরি করতে গিয়ে কমল হাসান বারবার দুর্নীতি নিয়ে সরব ছিলেন। পাশাপাশি শিক্ষা-স্বাস্থ্যের মতো ইস্যুগুলিকেও বারবার প্রাধান্য দেওয়ার কথা বলেন। এখন দেখার তামিল রাজনীতিতে নেমে তিনি কতদূর সফল হতে পারে। তবে ২০১৯ লোকসভা ভোটে কমলের দল যে সর্বসম্মতভাবে ঝাঁপাবে তা বলাই যায়।

English summary
His outfit was committed to politics free from "games of caste and religion", says Kamal Haasan
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X