For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিপর্যস্ত জোশীমঠে ৮৬৩টি বাড়িতে ফাটল, বাসের অযোগ্য ১৮১টি বাড়ি, তালিকা প্রকাশ জেলা শাসকের

যেগুলিতে আর বসবাস করা যাবে না। সেগুলি ভেঙে ফেলতে হবে। আগেই সেই সব বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। ইতিমধ্যে জেলা শাসক জোশীমঠের বিপজ্জনক বাড়ির একটি তালিকা প্রকাশ করেছেন।

Google Oneindia Bengali News

ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে বাসকরছেন জোশীমঠের বাসিন্দারা। ইতিমধ্যেই বিপজ্জনক বাড়িগুলি ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছে। একাধিক বাড়ির তালিতা তৈরি করা হয়েছে। যেগুলিতে আর বসবাস করা যাবে না। সেগুলি ভেঙে ফেলতে হবে। আগেই সেই সব বাড়ির বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের নিরাপদ স্থানে রাখা হয়েছে। ইতিমধ্যে জেলা শাসক জোশীমঠের বিপজ্জনক বাড়ির একটি তালিকা প্রকাশ করেছেন।

ধসে পড়ছে জোশীমঠ

ধসে পড়ছে জোশীমঠ

ধীরে ধীরে ধসে যাচ্ছে জোশীমঠ। বছরের প্রথম থেকেই প্রবল বিপর্যয় নেমে এসেছে জোশীমঠে। একের পর এক বাড়িতে ফাটল ধরেছে। সেই ফাটল ভয়াবহ আকার নিয়েছে। মানুষ সেখানে বাস করতে পাচ্ছে না। ২০,০০০ মানুষের বাস জোশী মঠে। তার মধ্যে প্রায় সাড়ে নশো বাড়িতে ফাটল দেখা দিয়েছে। সেই সব বাড়ির বাসিন্দাদের নিরাপদে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। অনেকে নিজের উদ্যোগে সরে গিয়েছেন আর বাকিদের সরকার ত্রাণ শিবির তৈরি করে সরিয়ে নিয়ে গিয়েছেন। প্রবল ঠান্ডার মধ্যে এই বিপর্যয়ে উদ্বেগ বাড়িয়েছে। অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছেন সেখানকার বাসিন্দারা।

ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা প্রকাশ

ক্ষতিগ্রস্ত বাড়ির তালিকা প্রকাশ

ইতিমধ্যেই ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছে ন রাজ্যের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি পরিস্থিতি খতিয়ে দেখে জেলা শাসককে তালিকা তৈরির নির্দেশ দিয়েছিলেন। সেই মত পরিদর্শন করে একটি তালিকা প্রকাশ করেছে জেলা শাসক। তাতে ৮৬৩টি বাড়িতে ফাটল দেখা দিয়েছেন আর ১৮১ বাড়ি বাসের অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। দাপে ধাপে সেই বাড়িগুলি ভাঙার প্রক্রিয়া শুরু হবে। ইতিমধ্যেই বাসের অযোগ্য বাড়ি গুলিতে লাল কালি দিয়ে চিহ্নিত করা হয়েছে। জোশীমঠের জেলা শাসক হিমাংশু খুরানা জানিয়েছেন কোনও বাড়িতেই আর বাস করা যাবে না।

অপরিকল্পিত নির্মাণই দায়ী

অপরিকল্পিত নির্মাণই দায়ী

অপরিকল্পিত নির্মাণের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে জোশী মঠে এমনই অভিযোগ উঠেছে। একের পর এক পাহাড় কেটে বাড়ি রাস্তা তৈরি করার জেরে ভূমি আলগা হয়ে গিয়ে ধসে যাচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। ২০২১ সাল থেকেই নাকি জোশীমঠ একটু একটু করে ধসে পড়তে শুরু করেছিল বলে সরকারি রিপোর্টে উল্লেখ করা হয়েছে। ধামি সরকারকে এই নিয়ে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন বিরোধীরা। সেই সঙ্গে স্থানীয় বাসিন্দারা ক্ষতিপূরমের দাবি জানিয়েছেন। যদিও রাজ্য সরকার ইতিমধ্যেই ক্ষতিগ্রস্তদের দেড়লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছে।

ইসরোর ছবি প্রকাশ্যে

ইসরোর ছবি প্রকাশ্যে

কয়েকদিন আগেই ইসরোর ছবি ঘিরে তুমুল বিতর্ক তৈরি হয়েছিল। ইসসরোর ছবিতে দেখা গিয়েছিল ১২ দিনে ২ ফুট বসে গিয়েছে জোশীমঠ এই নিয়ে তুমুল সমালোচনা শুরু হয়েছিল। তারপরেই কেন্দ্রের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে জানানো হয় যে কেন্দ্রের অনুমতি ছাড়া জোশী মঠ সম্পর্কে কোনও তথ্য ইসরো এবং উত্তারাখণ্ড সরকার প্রকাশ করতে পারবে না। তাই নিয়ে বিরোধীরা তীব্র আক্রমণ শানিয়েছিল মোদী সররকারকে

বঙ্গে বিজেপির 'কোন্দল’ চোখ এড়াল না কেন্দ্রীয় পর্যবেক্ষকের, রোগ ধরা পড়লেও সারার লক্ষণ নেইবঙ্গে বিজেপির 'কোন্দল’ চোখ এড়াল না কেন্দ্রীয় পর্যবেক্ষকের, রোগ ধরা পড়লেও সারার লক্ষণ নেই

English summary
DM released list of damaged home at Joshimath
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X